স্পিনার হয়েও হরভজন সিং চান না যে, এমন ঘূর্ণি পিচে টেস্ট খেলা হোক, যেখানে ম্যাচ শেষে হয়ে যাবে আড়াই-তিন দিনে। বরং তিনি চান ক্রিকেটপ্রেমীরা ৫ দিনের টেস্ট ম্যাচ দেখার সুযোগ পান। টেস্টের উত্তেজনা ৫ দিন জারি থাকা দরকারি বলেও মন্তব্য করেন ভাজ্জি।
ইন্দোর টেস্ট আড়াই দিনেরও কম সময়ে শেষ হওয়ার পরে পিচ নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন হরভজন। তিনি স্পষ্ট জানান যে, আমদাবাদের শেষ টেস্টে আর কিছু বদলাক বা না বদলাক, পিচ যেন বদল হয়। এমন দু-আড়াই দিনের ম্যাচ টেস্ট ক্রিকেটের জন্য ভলো উদাহরণ নয় বলে দাবি টার্বুনেটরের।
আগামী ৯ মার্চ থেকে আমদাবাদে খেলা হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। সেই ম্যাচে ভারতের প্রথম একাদশে কোনও বদল হবে কিনা জানতে চাওয়া হলে পিচ নিয়ে নিজের অখুশি প্রকাশ করেন হরভজন। ধারাভাষ্য দেওয়ার সময় টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার বলেন, ‘আর কিছু বদল হোক বা না হোক, আমি চাই পিচের চরিত্র যেন বদল হয়। কেননা পাঁচদিনের খেলা হওয়া জরুরি। দর্শকরা পাঁচ দিনের টেস্ট ম্যাচ দেখতে চায়। ইন্দোরের সমর্থকদের কাছেই যেমন এই টেস্টটি পাঁচ দিনের উৎসব হিসেবে বিবেচিত হচ্ছিল। এমন আড়াই দিনে ম্যাচ শেষ হলে সেটা ক্রিকেটের জন্য ভালো উদাহরণ নয়। শনি-রবিবার ছুটির দিনে ম্যাচ দেখার পরিকল্পনা ছিল যাদের, এখন এসে খালি স্টেডিয়াম দেখবে।’
ম্যাচের শেষে স্টার স্পোর্টসের আলোচনায় ভাজ্জি আরও বলেন, ‘ভারতীয় দল ম্যাচ জয়ের জন্য এমন পিচের কথা বলছে, ঠিক আছে। তবে জয়টা তো চতুর্থ বা পঞ্চম দিনেও আসতে পারে। দরকারি নয় যে, দ্বিতীয় দিনেই ম্যাচ জিততে হবে। ব্যাটসম্যানরা এখানে লড়াই করছে না, বরং শ্রমিকের মতো খাটছে বলাই উচিত। ব্যাটসম্যানরা তো পরিশ্রম করছে। বোলারদেরও বলা উচিত যে তোমরাও একটু খাটো। এমনটা নয় যে, এমন পিচ তৈরি করতে হবে যেখানে ১০ ওভার বল করেই যে কোনও বোলার (স্পিনার) ৫ উইকেট নিয়ে যাবে।’
আরও পড়ুন:- 'তোমাকে বাঁচাতে পারবে না', পারিবারিক দোকানে গুলি চালিয়ে মেসিকে খুনের হুমকি দুষ্কৃতীদের
সর্দার আরও যোগ করেন, 'লিয়ন-অশ্বিন বড় বোলার। ওরা উইকেট নেবেই। তবে জো রুটের মতো পার্টটাইম বোলারও এদেশে এসে ৫ উইকেট নিয়ে যাবে, এমন পিচ বানানো উচিত নয়। যেটা আমরা আগেও দেখেছি। আমাদের সময়েও ভারতীয় দল ম্যাচ জিতেছে। পঞ্চম দিনের শেষবেলায় এসে রোমাঞ্চকর ম্যাচ জয়ের উদাহরণ নিছক কম নেই।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup