অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যাট হাতে কেএস ভরত সে ভাবে নজর কাড়তে পারেননি। যে কারণে আমদাবাদ টেস্টে তিনি একাদশে থাকবেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত দুর্ঘটনার কবলে পড়ে খারাপ ভাবে চোট পান। এবং তিনি কবে আবার ২২ গজে ফিরবেন, কোনও ঠিক নেই। এই পরিস্থিতিতে পন্তের জায়গায় নাগপুর টেস্টে অভিষেক হয় ভরতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি টেস্টের যে পাঁচ ইনিংস ভরত খেলেছেন, তাতে তাঁর সংগ্রহ যথাক্রমে ৮, ৬, অপরাজিত ২৩, ১৭ এবং ৩ রান। ব্যাট হাতে ভরত সে ভাবে নজর কাড়তে পারেননি। উইকেটের পিছনেও তাঁর পারফরম্যান্স আহামরি কিছু নয়। যে কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বৃহস্পতিবার থেকে আমদাবাদে শুরু হতে চলা সিরিজের নির্ধারক ম্যাচে সাদা বলের ক্রিকেটার ইশান কিষাণের হাতে টেস্ট ক্যাপ তুলে দিতে পারে।
আরও পড়ুন: IND vs AUS, 4th Test: ভরতের পরিবর্তে ইশান? সিরাজ বাদ? কী হবে টিম ইন্ডিয়ার একাদশ?
চতুর্থ এবং শেষ টেস্টের আগে ভারতের অনুশীলন দেখে অনেকেই ধারণা করছেন, হয়তো টেস্ট ক্রিকেটে অভিষেক হতে পারে ইশান কিষাণের। বাঁ-হাতি ব্যাটার মঙ্গলবার নেটে দীর্ঘ সময় নেটে কাটিয়েছেন এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁকে বহুক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছে। তবে ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া টুইটে লিখেছেন, ‘কেএস ভরত স্টাম্পের পিছনে অসামান্যের বাইরে কিছু ছিল না। দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসেও মূল্যবান রান করেছে। ব্যাট হাতে খুব বেশি অবদান রাখতে পারেনি বলে, ওকে যদি বেঞ্চে পাঠানো হয়, তবে ওর প্রতারণাই করা হবে...দলের প্রধান ব্যাটাররাই যেখানে সে ভাবে পারফর্মই করতে পারছে না।’
তবে বুধবার সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক রোহিত শর্মাও বলে দিয়েছেন, ‘ভরত প্রচুর সময় কাটিয়েছে ঘরোয়া ক্রিকেটে। রঞ্জি ট্রফি, ভারত এ, আঞ্চলিক ক্রিকেট খেলে অনেক রানও করেছে। তাই এই উইকেটে মাত্র তিনটে ম্যাচে ভরতের কিপিং দেখে ওকে বিচার করা মুশকিল। সবাইকে যথেষ্ট ম্যাচ খেলতে দিতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: বাইরের লোক কী বলল যায় আসে না- শাস্ত্রীর ‘আত্মতুষ্টি’ মন্তব্যের কড়া জবাব রোহিতের
তিনি আরও যোগ করেছেন, ‘সিরিজের আগে ওর সঙ্গে কথা হয়েছিল। ওকে বলেছিলাম, কী ধরনের পিচে খেলা হতে চলেছে, তা নিয়ে চিন্তা কোরো না। পিচ সহজ নয় ঠিকই। কিন্তু নিজেকে প্রমাণ করার অনেক সুযোগ পাবে। আসলে এ ধরনের পিচে খেললে কিছু ম্যাচে হয়তো ব্যর্থ হতেই হবে। কিন্তু নতুন ছেলেদের পাশে দাঁড়ানোটা দরকার। ভরতের জন্যে ঠিক সেটাই করছি আমরা।’ রোহিতের ইঙ্গিত অনুযায়ী, আমদাবাদে কেএস ভরতকেই একাদশে রাখা হবে। এখন দেখার, শেষ পর্যন্ত কী হয়।