গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ঋষভ পন্ত এই মুহূর্তে হাসপাতালে ভরতি রয়েছেন। সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর বেশ কিছুদিন সময় লাগবে। স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে পন্তের মাঠে নামা ঘোর অনিশ্চিত।
এই অবস্থায় জল্পনা শুরু হয়ে গিয়েছে যে, পন্ত না থাকলে অস্ট্রেলিয়া সিরিজে ভারতের হয়ে উইকেটকিপিং করবেন কে? কেএস ভরত রিজার্ভ উইকেটকিপার হিসেবে বেশ কিছুদিন দলের সঙ্গে রয়েছেন। তিনি পরিবর্ত কিপার হিসেবে টেস্টে উইকেটরক্ষকের দায়িত্বও পালন করেছেন। যদিও সরকারিভাবে এখনও টেস্ট অভিষেক হয়নি ভরতের।
সুতরাং, পন্ত না থাকলে তাঁর জায়গায় ভরতেরই সুযোগ পাওয়ার কথা। তবে হাই-ভোল্টেজ অস্ট্রেলিয়া সিরিজের গুরুত্ব উপলব্ধি করে ঋদ্ধিমান সাহার মতো অভিজ্ঞ কাউকে ভারত টেস্ট স্কোয়াডে ফেরায় কিনা, সেটাই হবে দেখার। ঋদ্ধি রঞ্জিতে ব্যাট হাতে ছন্দে রয়েছেন। তিনি পঞ্জাবের বিরুদ্ধে সেঞ্চুরিও করেন। তাছাড়া চার টেস্টের সিরিজে অন্তত দু'জন উইকেটকিপারকে দলে রাখতে চাইবেন জাতীয় নির্বাচকরা। সেক্ষেত্রে ভরতের পাশাপাশি আরও একজন উইকেটকিপারের টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার কথা।
প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিম অবশ্য ঋদ্ধির দিকে ভোট দিচ্ছেন না। কে এস ভরতের উপরেও তিনি চোখ বন্ধ করে ভরসা করতে পারছেন না। বরং, তাঁর পছন্দ এক্ষেত্রে ইশান কিষাণ, যিনি পন্তের মতোই আগ্রাসী মেজাজে ব্যাট করতে পারেন। ইশানও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন। বাংলাদেশ সফরের ওয়ান ডে ম্য়াচে ডাবল সেঞ্চুরি করে আসার পরে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জিতে সেঞ্চুরি করেন তিনি।
India News-এর আলোচনায় সাবা করিম বলেন, ‘এটা ঠিক যে, টেস্টে কিপিং করার জন্য কেএস ভরতকে প্রস্তুত করে তোলা হচ্ছে। তবে ওর প্রতি আস্থা বজায় রেখেই বলছি, পন্তের পরিবর্ত হিসেবে আরও যথাযথ হবে ইশান কিষাণ। আসলে টেস্ট দলে পন্ত যে রকম ভূমিকা পালন করে, সেটা দেখেই এমন কথা বলতে বাধ্য হচ্ছি। ইশান রঞ্জি ট্রফি খেলছে এবং দ্রুত গতিতে শতরানও করেছে।’
সাবা করিম আরও বলেন, 'পন্ত ম্যাচ জেতানো ইনিংস খেলত বলে আমরা টেস্ট জিততাম এমনটা নয়। বরং ও দ্রুত রান তুলত বলে ম্যাচ জিততে সুবিধা হতো আমাদের। এটা প্রতিপক্ষের উপর চাপ বাড়াত। সেই সঙ্গে বোলাররাও ২০টি উইকেট নেওয়ার জন্য বাড়তি সময় হাতে পেত। হতে পারে ইশান ভারতীয়-এ দলের হয়ে লাল বলের ক্রিকেট খেলেনি। তবে ও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত লাল বলের ক্রিকেট খেলে।'