বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: পূজারা বাদ, টেস্ট দলে সূর্যকে রেখে সমালোচনার মুখে প্রাক্তন নির্বাচক

IND vs AUS: পূজারা বাদ, টেস্ট দলে সূর্যকে রেখে সমালোচনার মুখে প্রাক্তন নির্বাচক

চেতেশ্বর পূজারা এবং সূর্যকুমার যাদব।

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের আগে একটি টুইট করেছেন ভারতের প্রাক্তন নির্বাচক। সেখানে তিনি নিজের পছন্দের একাদশ ঘোষণা করেছেন। সেই একাদশেই জায়গা হয়নি পূজারার। অথচ দলে রয়েছেন সূর্যকুমার যাদব। আর তাই নিয়েই যত বিতর্ক।

টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের বড় পিলার চেতেশ্বর পুজারা। এবং তিনি ভালো ফর্মেও রয়েছেন। তবু তাঁকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে প্রথম একাদশ থেকে বাদ দিয়ে, সূর্যকুমার যাদবকে দলে রাখলেন ভারতের প্রাক্তন জাতীয় নির্বাচক সুনীল জোশির। আর এর পর থেকেই তীব্র সমালোচনার ঝড় বয়ে চলেছে। প্রাক্তন নির্বাচককে ধুইয়ে দিচ্ছে নেটপাড়া। প্রাক্তন ক্রিকেটাররাও ছেড়ে কথা বলছেন না।

আরও পড়ুন: রবিচন্দ্রনকে দেখেই প্রণাম নকল অশ্বিনের, ফাঁস করলেন স্মিথের মুখ পোড়ার কাহিনি

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের আগে একটি টুইট করেছেন সুনীল জোশি। সেখানে তিনি নিজের পছন্দের একাদশ ঘোষণা করেছেন। সেই একাদশেই জায়গা হয়নি পূজারার। অথচ দলে রয়েছেন সূর্যকুমার যাদব। আর তাই নিয়েই যত বিতর্ক।

আরও পড়ুন: গুড লেংথে জল দিচ্ছে না কিউরেটর, নাগপুরে কি প্রথম দিন থেকেই ঘুরবে বল?

জোশির একাদশে জায়গা পেয়েছেন, রোহিত শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রীকর ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। অর্থাৎ এই দলে পুজারার জায়গায় জোশি রেখেছেন সূর্যকে। সেই সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম টেস্টে ভারত কি এই একাদশ বাছবে? পূজারা এবং সূর্যের মধ্যে অদলবদল হবে, দুই বাঁ-হাতি কুলদীপ এবং অক্ষরের মধ্যে কঠিন লড়াই হবে।’

সুনীলের এই টুইটের পরেই ক্ষোভ উগরে পড়ছে নেেটপাড়ায়। ভারতের প্রাক্তন ক্রিকেটার ডোড্ডা গণেশ রীতিমতো ক্ষিপ্ত হয়ে পাল্টা টুইটে লিখেছেন, ‘এক জন প্রাক্তন নির্বাচক চান, পুজারার বদলে সূর্যকে একাদশে বেছে নেওয়া হোক। এটা ভাবতেই পারছি না। পুজারার বদলে কাউকে এমন একজনকে দলে নেওয়ার কথা বলা হয়েছে, যে এখনও একটি টেস্টও খেলেনি। এই কথা বলার স্পর্ধা কারও কী ভাবে হয়? এতে আমি স্তম্ভিত। তবে এতে অবাক হওয়ার মতো কিছু নেই। পুজারাকে সারা জীবন বলির পাঁঠা করা হয়েছে।’ পুরো নেট পাড়াই এই নিয়ে রীতিমতো স্তম্ভিত।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পরে নির্বাচকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল চেতন শর্মা-সহ পুরো নির্বাচকদের প্যানেলকে। সেই তালিকায় ছিলেন সুনীল জোশিও। পরে চেতনকে আবার নেওয়া হলেও, সুনীলদের আর জায়গা দেয়নি বোর্ড। তবে বর্ডার-গাভাসকর ট্রফির প্রাক্কালে প্রাক্তন নির্বাচকের মন্তব্যকে ঘিরেই হচ্ছে জলঘোলা। তবে নাাগপুরে প্রথম টেস্টে ভারতীয় একাদশ কী হতে চলেছে, তা নিয়ে আগ্রহ কিন্তু চরমে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ট্রুডোর মুখোশ খুললেন তাঁরই দেশের লোক! বিষ্ণোই গ্যাংয়ের যোগের দাবি কানাডার ‘থুতু মিশিয়ে খাবার পরিবেশন’! জোড়া অধ্যাদেশ জারি করে কড়া আইন আনছে যোগী সরকার প্যানগং সো-র কাছে বিশাল ঘাঁটি চিনের, খাঁ খাঁ করা জমিতে ৮ মাসেই উঠল ৭০ বিল্ডিং আতসবাজি প্রদর্শনীর সময় হাহাকার, ভিড়ে ঠাসা বারান্দা ভেঙে মৃত ২ IPL-এ বন্ধু! বর্ডার গাভাসকর সিরিজে শত্রু! সিরিজ শুরুর আগে গুরুর প্রশংসায় স্টার্ক প্রথম স্ত্রীর মৃত্যুর কয়েক বছর পরই হরিবংশের সঙ্গে আলাপ অমিতাভের মায়ের! বললেন… গোমড়া মুখ কেন? একটু তো হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন ফুরফুরে এই ৮ পানীয় খেতে হবে খালি পেটে, তাহলেই দূরে পালাবে রোগ বালাই বাবা সিদ্দিকিকে ছোড়া গুলি এসে লাগল ২২ বছরের যুবকের পায়ে, তারপর...? ধর্ষণের ঘটনায় নাম জড়ালো এমবাপের! PSGর থেকে বকেয়া চাওয়ার ‘শাস্তি’...দাবি তারকার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.