বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: এই সব পিচে ব্যাট করা দুঃস্বপ্ন- কোহলির ফর্ম নিয়ে কথা উঠতেই যুক্তি সাজালেন পন্টিং

IND vs AUS: এই সব পিচে ব্যাট করা দুঃস্বপ্ন- কোহলির ফর্ম নিয়ে কথা উঠতেই যুক্তি সাজালেন পন্টিং

রিকি পন্টিং এবং বিরাট কোহলি।

টেস্টে কোহলির রানের খরা নিয়ে রিকি পন্টিং ব্যাখ্যা করেছেন যে, ব্যাটারদের জন্য চলতি বর্ডার-গাভাসকর সিরিজের পিচ আদর্শ নয়। পিচে যে পরিমাণ টার্ন এবং বাউন্স রয়েছে, তাতে ব্যাটারদের পক্ষে ব্যাট করাটা খুবই কঠিন হয়ে পড়ছে। এবং সেই কারণে এই প্রতিযোগিতায় কোহলির ফর্ম নিয়ে তিনি মন্তব্য করতে চান না।

বিরাট কোহলি টেস্ট ক্রিকেটের একজন বড় প্লেয়ার। এই ফরম্যাটটিই তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন। তবে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে ফর্মে ফিরতে মারাত্মক লড়াই করছেন কোহলি। লাল-বলের ক্রিকেটে শেষ সেঞ্চুরি করেছেন তিন বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে। এবং শেষ বার টেস্টে ফিফটি করার পর আরও ১৫টি ইনিংস তিনি খেলে ফেলেছেন। চলতি বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজেও কোহলি পাঁচ ইনিংসে মাত্র ১১১ রান করেছেন। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। ম্যাথু হেডেন এবং মার্ক ওয়ার মতো কিংবদন্তিরা এই ফরম্যাটে কোহলির সেঞ্চুরির খরা নিয়ে মুখ খুলেছেন। প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং কিন্তু কোহলির রান না পাওয়ার বিষয়টি নিয়ে অন্য ব্যাখ্যা দিয়েছেন।

কোহলির অন্যতম বড় সমর্থক রিকি পন্টিং। এমন কী কোহলির খারাপ সময়ে বারবার পন্টিং তাঁর পাশে দাঁড়িয়েছেন। ৩৩ বছরের তারকা দু'টি ওয়ানডে-তে সেঞ্চুরি করার আগে, গত বছর এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরি করে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন। তবে তিনি টেস্ট ক্রিকেটে এখনও চেনা ছন্দে ফেরেননি। বারবার হতাশই করছেন।

আরও পড়ুন: রান করতেই থাকব- ভারতীয় দলে ডাক পেয়েও, একাদশে সুযোগ পাননি, এ বার মুখ খুললেন পৃথ্বী

আইসিসি রিভিউতে কথা বলতে গিয়ে পন্টিং অবশ্য ব্যাখ্যা করেছেন যে, ব্যাটারদের জন্য চলতি বর্ডার-গাভাসকর সিরিজের পিচ আদর্শ নয়। পিচে যে পরিমাণ টার্ন এবং বাউন্স রয়েছে, তাতে ব্যাটারদের পক্ষে ব্যাট করাটা খুবই কঠিন হয়ে পড়ছে। এবং সেই কারণে এই প্রতিযোগিতায় কোহলির ফর্ম নিয়ে তিনি মন্তব্য করতে চান না।

আরও পড়ুন: অস্ত্রোপচার করতেই হচ্ছে, নিউজিল্যান্ডে পৌঁছে গেলেন বুমরাহ- রিপোর্ট

তিনি বলেছেন, ‘আমি সিরিজে কারও ফর্মের দিকে তাকাচ্ছি না। কারণ ব্যাটারদের জন্য এটা একেবারে দুঃস্বপ্ন ছিল। প্রথম দু'টি টেস্ট ম্যাচে হেরে, তৃতীয় ম্যাচে জয়ে ফিরে অস্ট্রেলিয়া অসাধারণ কাজ করেছে। তবে আমরা সকলেই জানি, ব্যাটিং করাটা খুবই কঠিন ছিল। এবং এটি টার্নের কারণে নয়, বরং অসম বাউন্সের কারণে হয়েছে। যা আপনাকে উইকেটের উপর আস্থা হারাতে বাধ্য করে এবং যদি এটি ঘটে, তবে ব্যাট করাটা কঠিন হয়ে ওঠে।’

প্রাক্তন অজি অধিনায়ক অবশ্য লাল বলের ক্রিকেটে বাউন্স ব্যাক করার জন্য বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘কোহলির জন্য আমি বারবার বলেছি যে, চ্যাম্পিয়ন খেলোয়াড়রা সব সময়ে একটি উপায় খুঁজে বের করে। এই মুহুর্তে ও হয়তো কিছুটা খরার মধ্যে আছে, হয়তো রান নাও করতে পারে। আমরা সকলেই আশা করি, ও স্কোর করবে। কিন্তু ও একজন বাস্তববাদীও। আপনি যখন একজন ব্যাটসম্যান হন এবং আপনি ফর্মে ফিরতে লড়াই করছেন এবং রান পাচ্ছেন না, তখন আপনি নিজেই এটি সম্পর্কে বেশ সচেতন হয়ে যান। আমি এই বিষয়ে উদ্বিগ্ন নই, কারণ আমি আত্মবিশ্বাসী যে, ও ফিরে আসবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.