নাগপুরের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এক পা অগ্রসর হয়। এবার দিল্লির দ্বিতীয় টেস্টে অজিদের উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ কাঁটামুক্ত করে টিম ইন্ডিয়া।
এতদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে ছিল চারটি দল। অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে লড়াইয়ে ছিল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে ভারতের জয়ের সঙ্গে সঙ্গেই দৌড় থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের শেষ টেস্ট সিরিজ যদি জেতে প্রোটিয়া দল, তবুও তাদের পক্ষে ফাইনালে যাওয়া সম্ভব হবে না।
নিজেদের দমে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে আর একটি জয় দরকার ভারতের। অস্ট্রেলিয়াকে সিরিজের তৃতীয় টেস্টে হারিয়ে দিলে শ্রীলঙ্কার ধরা-ছোঁয়ার বাইরে চলে যাবেন রোহিত শর্মারা এবং ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবেন। সেক্ষেত্রে লড়াই জারি থাকবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে।
আপাতত দিল্লি টেস্টে জয়ের পরে ভারত ১৬ ম্যাচে ১২৩ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দ্বিতীয় স্থান পোক্ত করে। ভারত নিঃশ্বাস ফেলছে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার ঘাড়ে। ১৭ ম্যাচে ১৩৬ সংগ্রহ করে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবল:-
১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১৭, জয়-১০, হার-৩, ড্র-৪, পয়েন্ট-১৩৬, পয়েন্টের শতকরা হার- ৬৬.৬৭।
২) ভারত: ম্যাচ-১৬, জয়-১০, হার-৪, ড্র-২, পয়েন্ট-১২৩, পয়েন্টের শতকরা হার- ৬৪.০৬।
৩) শ্রীলঙ্কা: ম্যাচ-১০, জয়-৫, হার-৪, ড্র-১, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৫৩.৩৩।
৪) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১৩, জয়-৬, হার-৬, ড্র-১, পয়েন্ট-৭৬, পয়েন্টের শতকরা হার- ৪৮.৭২।
৫) ইংল্যান্ড: ম্যাচ-২২, জয়-১০, হার-৮, ড্র-৪, পয়েন্ট-১২৪, পয়েন্টের শতকরা হার- ৪৬.৯৭।
৬) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১১, জয়-৪, হার-৫, ড্র-২, পয়েন্ট-৫৪, পয়েন্টের শতকরা হার- ৪০.৯১।
৭) পাকিস্তান: ম্যাচ-১৪, জয়-৪, হার-৬, ড্র-৪, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৩৮.১০।
৮) নিউজিল্যান্ড: ম্যাচ-১১, জয়-২, হার-৬, ড্র-৩, পয়েন্ট-৩৬, পয়েন্টের শতকরা হার- ২৭.২৭।
৯) বাংলাদেশ: ম্যাচ-১২, জয়-১, হার-১০, ড্র-১, পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ১১.১১।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজ ২-২ ড্র করেও ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে, যদি শ্রীলঙ্কা তাদের ২টি টেস্টের মধ্যে একটি হারে বা ড্র করে।
নাগপুর ও দিল্লি টেস্টে হারতে হলেও অস্ট্রেলিয়ার বিচলিত হওয়ার বিশেষ কোনও কারণ নেই। কেননা একমাত্র তখনই অস্ট্রেলিয়া ফাইনালের টিকিট হাতছাড়া করতে পারে, যদি তারা ভারতের কাছে সিরিজের চারটি টেস্টই হারে এবং শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।