বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, Indore Test: আত্মতৃপ্তি, আত্মতুষ্টি ভারতের হারের কারণ- রোহিতদের উপর রেগে লাল রবি শাস্ত্রী

IND vs AUS, Indore Test: আত্মতৃপ্তি, আত্মতুষ্টি ভারতের হারের কারণ- রোহিতদের উপর রেগে লাল রবি শাস্ত্রী

রোহিত শর্মা এবং রবি শাস্ত্রী।

নাগপুর এবং দিল্লিতে প্রথম দুই টেস্টে ভারত দুরন্ত ভাবে ম্যাচ জিতে সিরিজে ২-০ লিড নেয়। বোলাররাই ভারতকে প্রথম দু'টি টেস্টে সাফল্য এনে দিয়েছিল। ইন্দোরেও বোলাররা ছন্দে ছিলেন, কিন্তু চূড়ান্ত নিরাশ করেন ভারতের ব্যাটাররা।

বর্ডার-গাভাসকর ট্রফিতে এ বার মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। অজিদের কাছে লজ্জাজনক ভাবে হারল তারা। আর এই হারের পর ক্ষোভ উগরে দিলেন রবি শাস্ত্রী। তিনি বলে দিলেন, এই হারের জন্য আত্মতৃপ্তি, আত্মতুষ্টি আর গা-ছাড়া মনোভাবই ইন্দোরে ভারতের হারের আসল কারণ।

নাগপুর এবং দিল্লিতে প্রথম দুই টেস্টে ভারত দুরন্ত ভাবে ম্যাচ জিতে সিরিজে ২-০ লিড নেয়। বোলাররাই ভারতকে প্রথম দু'টি টেস্টে সাফল্য এনে দিয়েছিল। ইন্দোরেও বোলাররা ছন্দে ছিলেন, কিন্তু চূড়ান্ত নিরাশ করেন ভারতের ব্যাটাররা।

তৃতীয় টেস্টে যেটা বড় পার্থক্য ছিল, সেটা হল ভারত আগে ব্যাট করেছে। এই সিরিজে এখনও পর্যন্ত ব্যাটিং করার জন্য সবচেয়ে খারাপ পিচ ইন্দোরেই ছিল। দীর্ঘ ভারতীয় ব্যাটিং লাইন-আপও মুখ থুবড়ে পড়ে। এবং প্রথম ইনিংসে তারা মাত্র এক সেশনে ১০৯ রানে অলআউট হয়ে যায়। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি মাত্র ৩৩.২ ওভার টিকেছিল।

আরও পড়ুন: খুব খারাপ শট নির্বাচন- কোহলিকে ধুইয়ে দিলেন শাস্ত্রী, গাভাসকর, কার্তিকরা

তবে বল হাত লড়াই করেন রবীন্দ্র জাদেজা (৪/৭৮), রবিচন্দ্রন অশ্বিন (৩/৪৪) এবং উমেশ যাদব (৩/১২)। তারা অজিদের আটকে দেয় ১৯৭ রানে। ৮৮ রানের লিড পায় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে লড়াই করার প্রয়োজন ছিল ভারতের। ১৫০-র উপর যে কোনও লিড এ ধরনের পিচে তাড়া করা কঠিন ছিল। কিন্তু তার জন্য ভারতের প্রয়োজন ছিল অনন্ত ২৫০ স্কোর করা। তবে অজি তারকা অফ-স্পিনার নাথান লিয়ন এ কাই আট উইকেট তুলে নিয়ে ভারতকে ১৬৩ রানে গুঁড়িয়ে দেন।

আরও পড়ুন: বাবার মৃত্যু-শোক বুকে চেপে ঘরের মাঠে ১০০ উইকেট দখলের দিন কপিলকে টপকে গেলেন উমেশ

এই উইকেট যতই খারাপ হোক, ৭৫ রান নিয়ে লড়াই করা কার্যত অসম্ভব ছিল। অশ্বিন প্রথম ওভারেই উসমান খোয়াজাকে শূন্য রানে আউট করে প্রথমে বড় ধাক্কা দেন। কিন্তু ট্রেভিস হেড এবং মার্নাস ল্যাবুশেন জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন।

ভারতের হারের জন্য বেশির ভাগ বিশেষজ্ঞই পিচকে দায়ী করলেও, রবি শাস্ত্রী বলেছেন যে, টিম ইন্ডিয়া, বিষয়গুলি নিয়ে একটু গা-ছাড়া ভাব দেখিয়েছিল, যে কারণে এই পরিণতি হয়েছে তাদের।

তৃতীয় দিনের সকালের সেশনে অস্ট্রেলিয়া ম্যাচ পকেটে পুড়ে ফেলার পর রবি শাস্ত্রী ধারাভাষ্যে বলেছেন, ‘আত্মতুষ্টি, আত্মতৃপ্তি এবং গা-ছাড়া মনোভাবই ভারতের ব্যর্থতার কারণ।’ তিনি যোগ করেছেন, ‘সব কিছু মিলিয়েই ভারত মুখ থুবড়ে পড়েছে। প্রথম ইনিংসে মনই ছিল না। কিছু শট নির্বাচন দেখলেই সেটা বোঝা যায়।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.