বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, Indore Test: ভারতের মুখ বন্ধ করে খেলা উচিত- পিচ নিয়ে মাতব্বরিতে ক্ষোভ উগরালেন ইয়ান চ্যাপেল

IND vs AUS, Indore Test: ভারতের মুখ বন্ধ করে খেলা উচিত- পিচ নিয়ে মাতব্বরিতে ক্ষোভ উগরালেন ইয়ান চ্যাপেল

রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা এবং ইয়ান চ্যাপেল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে লড়াই করার প্রয়োজন ছিল ভারতের। ১৫০-র উপর যে কোনও লিড এ ধরনের পিচে তাড়া করা কঠিন ছিল। কিন্তু তার জন্য ভারতের প্রয়োজন ছিল অনন্ত ২৫০ স্কোর করা। তবে অজি তারকা অফ-স্পিনার নাথান লিয়ন একাই আট উইকেট তুলে নিয়ে ভারতকে ১৬৩ রানে গুঁড়িয়ে দেন।

বুধবার বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বিশ্রি ভাবে হেরে গিয়েছে ভারত। অজিরা চার ম্যাচের সিরিজ ২-১ করে ফেলল। ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ওভালে ৭-১১ জুন অনুষ্ঠিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল। বরং চাপ বাড়ল রোহিত শর্মাদের উপর। আর ইন্দোরে ভারত নয় উইকেটে হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এক হাত নিয়েছেন।

ইন্দোরে টেস্টের প্রথম দিন দিনের প্রথম সেশনে বল মারাত্মক টার্ন করছিল এবং অসম বাউন্স ব্যাটারদের বেশ বেকায়দায় ফেলেছিল। প্রথম ইনিংসে ভারত মাত্র এক সেশনে ১০৯ রানে অলআউট হয়ে যায়। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি মাত্র ৩৩.২ ওভার টিকেছিল। প্রাথমিক ভাবে মনে হয়েছিল, প্রথম দুই দিনের মধ্যেই টেস্ট শেষ হয়ে যাবে। মার্নাস ল্যাবুশেন এবং উসমান খোয়াজা প্রথম ইনিংসে ৯৬ রানের জুটি গড়ে ভারতের উপর চাপ বাড়ান। অস্ট্রেলিয়া ১৯৭ রান করে ৮৮ রানের লিড পায়।

আরও পড়ুন: আত্মতৃপ্তি, আত্মতুষ্টি ভারতের হারের কারণ- রোহিতদের উপর রেগে লাল রবি শাস্ত্রী

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে লড়াই করার প্রয়োজন ছিল ভারতের। ১৫০-র উপর যে কোনও লিড এ ধরনের পিচে তাড়া করা কঠিন ছিল। কিন্তু তার জন্য ভারতের প্রয়োজন ছিল অনন্ত ২৫০ স্কোর করা। তবে অজি তারকা অফ-স্পিনার নাথান লিয়ন একাই আট উইকেট তুলে নিয়ে ভারতকে ১৬৩ রানে গুঁড়িয়ে দেন।

এই উইকেট যতই খারাপ হোক, ৭৫ রান নিয়ে লড়াই করা কার্যত অসম্ভব ছিল। অশ্বিন প্রথম ওভারেই উসমান খোয়াজাকে শূন্য রানে আউট করে প্রথমে বড় ধাক্কা দেন। কিন্তু ট্রেভিস হেড এবং মার্নাস ল্যাবুশেন জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন।

মাত্র আড়াই দিনের আগেই টেস্টের ফলাফল নির্ধারিত হয়ে যাওয়ার পর ইয়ান চ্যাপেল দাবি করেন, খেলার যোগ্য পিচ তৈরি করেই ভারত জিততে পারত।

আরও পড়ুন: খুব খারাপ শট নির্বাচন- কোহলিকে ধুইয়ে দিলেন শাস্ত্রী, গাভাসকর, কার্তিকরা

ইয়ান চ্যাপেল ইএসপিএনক্রিকইনফোতে বলেছেন, ‘ভারতকে তাদের ভুলটা বুঝতে হবে। আমি এর আগেও ভারতকে উপযোগী পিচ প্রস্তুত করার কথা বলেছি… ভারত কি ভুলে গিয়েছে যে, অস্ট্রেলিয়ায় শেষ দু'টি সিরিজ তারা জিতেছিল? আমি আবার এটিতে ফিরে যাই, কিউরেটরের বাইরে প্রশাসক, খেলোয়াড়, কোচ কি করছেন? কেন তাঁরা পিচ তৈরি করার জন্য ইনপুট দিচ্ছে? এটি কিউরেটরের উপর ছেড়ে দেওয়া উচিত, তাঁকে এমন একটি পিচ তৈরি করতে দিন, যা তিনি ভালো মনে করেন। আর খেলোয়াড়দের সেই পিচে খেলতে দিন।’

চ্যাপেল জোর দিয়েছেন যে, কিউরেটরের একটি পিচ প্রস্তুত করার স্বাধীনতা থাকা উচিত। তিনি বলেছেন, ‘ভারতের প্রতি আমার কোনও সহানুভূতি নেই, কারণ ওরাই এ রকম পিচ তৈরি করতে বলেছে। যদি ফের পরবর্তী টেস্টের জন্যও পিচ নিয়ে কিউরেটরের বাইরে কেউ কথা বলে, তবে কিউরেটরের উচিত তাদের মুখের উপর বলে দেওয়া, নিজের কাজে মন দিন। ভারতীয়দের এ বার মুখ বন্ধ করা উচিত এবং ক্রিকেটটাই মন দিয়ে খেলা উচিত। ওরা কি সত্যিই ভুলে গিয়েছে কী ভাবে ওরা অস্ট্রেলিয়ায় জিতেছে? ভালো অলরাউন্ড ক্রিকেট খেলে জিতেছিল। মনে রাখবেন, একটি বড় পার্থক্য হল এই ভারতীয় দলে ঋষভ পন্ত নেই। ওরা এখন বুঝতে পারছে যে, তিনি কতটা গুরুত্বপূর্ণ।’

আমেদাবাদে ৯ মার্চ সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এই টেস্টে জিততে পারলে, তবেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে। এবং অস্ট্রেলিয়ারই মুখোমুখি হবে তারা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন