বাংলা নিউজ > ময়দান > WTC Final 2023 IND vs AUS: IPL-এ চোট পেয়েছিলেন, WTC ফাইনাল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার

WTC Final 2023 IND vs AUS: IPL-এ চোট পেয়েছিলেন, WTC ফাইনাল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার

জস হ্যাজেলউড। (ফাইল ছবি, সৌজন্যে আইসিসি)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেসার। জস হ্যাজেলউড। তাঁর পরিবর্ত হিসেবে মাইকেল নেসারের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সেই পরিস্থিতিতে মেগা ফাইনালের প্রথম একাদশে স্কট বোল্যান্ডের জায়গা কার্যত নিশ্চিত হয়ে গেল। 

আইপিএলে চোট পাওয়ার পরই আশঙ্কা তৈরি হয়েছিল। তাও আশা ছাড়েনি অস্ট্রেলিয়া। কিন্তু শেষপর্যন্ত সত্যি হল আশঙ্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জস হ্যাজেলউড। তাঁর পরিবর্ত হিসেবে মাইকেল নেসারের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সেই পরিস্থিতিতে মেগা ফাইনালের প্রথম একাদশে স্কট বোল্যান্ডের জায়গা কার্যত নিশ্চিত হয়ে গেল। যে মেগা ফাইনাল আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হবে। তবে অ্যাসেজের প্রথম টেস্টে হ্যাজেলউডকে মাঠে নামানোর আশাবাদী অজিরা। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের ঠিক পরেই যে লড়াই শুরু হবে (আগামী ১৬ জুন থেকে)।

রবিবার অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক জর্জ বেইলি বলেন, '(বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামার জন্য) সবুজ সংকেত পাওয়ার খুব কাছে ছিল জস। কিন্তু আমাদের আসন্ন সূচির (পাঁচ টেস্টের অ্যাসেজ) বিষয়টি মাথায় রাখতে হবে। অর্থাৎ (ইংল্যান্ডের মাটিতে) এটাই আমাদের একমাত্র টেস্ট ম্যাচ নয়।' সঙ্গে তিনি বলেন, 'এই সিদ্ধান্তের ফলে এজবাস্টনে (অ্যাসেজের প্রথম টেস্টের আগে) প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে জস। সাত সপ্তাহের কিছুটা বেশি সময় ছ'টি টেস্ট ম্যাচ খেলতে হবে। সেই পরিস্থিতিতে আমাদের সব পেসারদের তৈরি থাকতে হবে।'

আরও পড়ুন: WTC Final 2023: 'পন্ত না থাকলেও ওর মতো একজন আছে', WTC ফাইনালে ভারতের 'অস্ত্র' বেছে দিলেন চাহাল

উল্লেখ্য, এবার আইপিএলে তিনটি ম্যাচের পরই নাম প্রত্যাহার করে নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা হ্যাজেলউড। স্ক্যান রিপোর্টে কোনও বড় বিপদ ধরা না পড়লেও সম্প্রতি পরপর চোট পাওয়র জন্য বাড়তি সতর্কতা নেয় অস্ট্রেলিয়া। যিনি অস্ট্রেলিয়ার শেষ ১৯ টি টেস্টের মধ্যে মাত্র চারটি টেস্টে খেলেছেন। ২০২১ সালের গোড়ার দিক থেকে অস্ট্রেলিয়ার হয়ে পরপর দুটি টেস্টে খেলেননি। 

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটের দাপট এক দশক আগে ঘুচিয়েছে IPL, এরপর হয়তো প্লেয়াররা দেশের জন্য খেলতে চাইবে না- কামিন্স

নেসার কে?

নেসারকে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে নিয়েছে অস্ট্রেলিয়া, সেটার পিছনে কাউন্টি ক্রিকেটের অবদান কম নয়। সম্প্রতি গ্ল্যামরগানের হয়ে দারুণ ফর্মে আছেন ৩৩ বছরের ডানহাতি পেসার। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম একাদশে সম্ভবত জায়গা পাবেন না। বরং প্রথম একাদশে ঢোকার দৌড়ে এগিয়ে আছেন বর্ষীয়ান বোল্যান্ড। যিনি ভারত সফরে খুব একটা খারপ বোলিং করেননি। তবে একটি মহলের ধারণা, ইংল্যান্ডের মাটিতে সম্প্রতি বোলিংয়ের অভিজ্ঞতা থাকায় এবং সাফল্য পাওয়ায় নেসারকেও প্রথম একাদশে নেওয়া হতে পারে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.