নাগপুর টেস্টে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পরে উল্লেখযোগ্য রদবদল হল অস্ট্রেলিয়ার স্কোয়াডে। আনকোরা বাঁ-হাতি স্পিনারকে দেশ থেকে উড়িয়ে আনছেন প্যাট কামিন্সরা।
দিল্লি টেস্টের আগেই অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিচ্ছেন ম্য়াথিউ কুনম্যান, যিনি এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে মোটে ৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও টি-২০ ক্রিকেটে এখনও মাঠে নামেননি ২৬ বছর বয়সী কুইন্সল্যান্ডের স্পিনার।
লেগ স্পিনার মিচেল সোয়েপশনের পরিবর্ত হিসেবেই অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ঢুকে পড়লেন ম্যাট। সোয়েপসন নাগপুরের প্রথম টেস্টে মাঠে নামার সুযোগ পাননি। তিনি দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরছেন। প্রথম সন্তানের জন্মের সময়ে বান্ধবীর পাশে থাকতেই ব্রিসবেনে উড়ে যাচ্ছেন সোয়েপসন।
নাগপুরে অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে অভিষেক হয় অফ-স্পিনার টড মার্ফির। তিনি অভিষেক টেস্টেই ৭টি উইকেট নিয়ে চমকে দেন। অ্যাস্টন এগর ও মিচেল সোয়েপসনকে বসিয়ে রেখে অস্ট্রেলিয়ার নাগপুরে মার্ফিকে খেলানো নিয়ে বিস্তর চর্চা চলে। তবে টিম ম্যানেজমেন্টের আস্থার যথাযথ মর্যাগা দেন টড। এবার কুনম্যানকে দিয়ে বাজিমাত করতে চায় অস্ট্রেলিয়া। দিল্লির দ্বিতীয় টেস্টে বাঁ-হাতি এই স্পিনারকে মাঠে নামতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।
কে এই ম্যাট কুনম্যান:-
কুইন্সল্যান্ডের বাঁ-হাতি স্পিনার কুনম্যান অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগ খেলেন তিনি। মাঠে নেমেছেন অস্ট্রেলিয়া-এ দল ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়েও। গতবছর শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার হয়ে ৪টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে ৬টি উইকেট নেন ম্যাট।
মোটে ১২টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন কুনম্যান। নিয়েছেন ৩২টি উইকেট। ২৮টি লিস্ট-এ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৩টি উইকেট। ৩৬টি টি-২০ ম্যাচে ম্যাট ২৭টি উইকেট নিয়েছেন।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (ক্যাপ্টেন), স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), অ্যাস্টন এগর, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খোওয়াজা, মার্নাস ল্যাবুশান, ন্যাথন লিয়ঁ, ল্যান্স মরিস, টড মারফি, ম্যাট রেনশ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন (দেশে ফিরছেন), ম্যাট কুনম্যান ও ডেভিড ওয়ার্নার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।