বাংলা নিউজ > ময়দান > IND vs AUS 4th Test: দরকারের সময় জ্বলে উঠল কোহলির ব্যাট, চাপে পড়ল অস্ট্রেলিয়া
দুরন্ত ইনিংস খেলা কোহলিকে অভিনন্দন লিয়নের। ছবি- এপি।

IND vs AUS 4th Test: দরকারের সময় জ্বলে উঠল কোহলির ব্যাট, চাপে পড়ল অস্ট্রেলিয়া

India vs Australia 4th Test Day 4 Live Score: নিশ্চিত দ্বিশতরান হাতছাড়া করেন বিরাট কোহলি। প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড নিয়ে থামে টিম ইন্ডিয়া।

আমদাবাদ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ রান তুললেও ব্যাট হাতে পালটা লড়াই চালায় ভারত। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া রানের নিরিখে এগিয়ে ছিল। তবে ভারত ব্যাকফুটে ছিল, এমনটাও বলা যাচ্ছিল না। কেননা প্রথম ইনিংসে বড় রানের পথে যথাযথ এগিয়ে যাচ্ছিল টিম ইন্ডিয়াও। শেষমেশ চতুর্থ দিনে রোহিতরা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসকে ছাপিয়ে যান। ভারত প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড নেওয়ায় রোমাঞ্চকর রূপ নেয় চতুর্থ টেস্ট।

12 Mar 2023, 05:07:46 PM IST

চতুর্থ দিনের খেলা শেষ

অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৫৭১ রানে। প্রথম ইনিংসের নিরিখে ৯১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৩ রান সংগ্রহ করেছে। সুতরাং এখনও ৮৮ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ১৮ বলে ৩ রান করেছেন ট্রেভিস হেড। ১৮ বল খেলে এখনও খাতা খোলেননি ম্যাথিউ কুনম্যান।

12 Mar 2023, 05:01:53 PM IST

কুনম্যানের ক্যাচ ছাড়লেন ভরত

৪.৬ ওভারে অশ্বিনের বলে কুনম্যানের ক্যাচ ছাড়লেন কেএস ভরত। ৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৫ রান। ১৪ বলে ২ রান করেছেন হেড। ১৬ বল খেলে এখনও খাতা খোলেননি কুনম্যান।

12 Mar 2023, 04:52:44 PM IST

দ্বিতীয় ইনিংসে খাতা খুলল অস্ট্রেলিয়া

দ্বিতীয় ওভারে বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। পঞ্চম বলে ১ রান নিয়ে খাতা খোলেন ট্রেভিস হেড। তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন অশ্বিন। তিনি নিজের দ্বিতীয় ওভারেও কোনও রান খরচ করেননি।

12 Mar 2023, 04:47:00 PM IST

ট্রেভিস হেডের সঙ্গে ওপেনে কুনম্যান

উসমান খোয়াজা ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি। দ্বিতীয় ইনিংসে ট্রেভিস হেডের সঙ্গে ওপেন করতে নামেন ম্যাথিউ কুনম্যান। বোলিং শুরু করেন অশ্বিন। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। 

12 Mar 2023, 04:35:45 PM IST

ডাবল সেঞ্চুরি হাতছাড়া কোহলির, ১ম ইনিংসে থামল ভারত

১৭৮.৫ ওভারে টড মার্ফির বলে ছক্কা মারতে গিয়ে ল্যাবুশানের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। ৩৬৪ বলে ১৮৬ রান করেন তিনি। মারেন ১৫টি চার। ভারত ৫৭১ রানে ৯ উইকেট হারায়। চোটের জন্য শ্রেয়স আইয়ার ব্যাট করতে নামেননি। তাই ভারতের প্রথম ইনিংস শেষ হয়। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসের নিরিখে ৯১ রানের লিড নেয়। লিয়ন ও মার্ফি ৩টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন স্টার্ক ও কুনম্যান।

12 Mar 2023, 04:24:00 PM IST

রান-আউট উমেশ

১৭৬.৩ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন উমেশ যাদব। কোনও বল খেলার সুযোগই হয়নি উমেশের। ভারত ৫৬৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ শামি।

12 Mar 2023, 04:18:47 PM IST

অশ্বিনকে ফেরালেন লিয়ন

১৭৫.৬ ওভারে নাথান লিয়নের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কুনম্যানের হাতে ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ১২ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ৫৬৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমেশ যাদব। কোহলি ১৮৩ রানে ব্যাট করছেন।

12 Mar 2023, 04:11:00 PM IST

৮৪ রানে এগিয়ে ভারত

১৭৫ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৬ উইকেটে ৫৬৪ রান। সুতরাং, টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ৮৪ রানের। বিরাট কোহলি ৩৪৯ বলে ১৮৩ রান করেছেন। তিনি ১৫টি চার মেরেছেন। রবিচন্দ্রন অশ্বিন ৬ বলে ৩ রান করেছেন।

12 Mar 2023, 03:54:45 PM IST

অক্ষরকে ফেরালেন স্টার্ক

১৭২.৩ ওভারে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অক্ষর প্যাটেল। ১১৩ বলে ৭৯ রান করে মাঠ ছাড়েন তিনি। অক্ষর ৫টি চার ও ৪টি ছক্কা মারেন। ভারত ৫৫৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন।

12 Mar 2023, 03:47:18 PM IST

৫৫০ টপকাল ভারত

১৭১তম ওভারে কুনম্যানের বলে জোড়া ছক্কা হাঁকান অক্ষর প্যাটেল। টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৫৫১ রান। কোহলি ১৭৪ রান করেছেন। ৭৮ রানে ব্যাট করছেন অক্ষর প্যাটেল।

12 Mar 2023, 03:38:26 PM IST

ভারতের লিড ছাড়াল ৫০

১৭০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৫ উইকেটে ৫৩৮ রান। সুতরাং, টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ৫৮ রানের। বিরাট কোহলি ১৭৩ ও অক্ষর প্যাটেল ৬৬ রানে ব্যাট করছেন।

12 Mar 2023, 03:18:13 PM IST

হাফ-সেঞ্চুরি অক্ষরের

৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অক্ষর প্যাটেল। চলতি সিরিজে এটি তাঁর তৃতীয় শতরান। এর আগে নাগপুরে ৮৪ ও দিল্লিতে ৭৪ রান করেন তিনি। ১৬৮ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৫১৯ রান। কোহলি ১৬৯ ও অক্ষর ৫১ রানে ব্যাট করছেন।

12 Mar 2023, 03:17:27 PM IST

লিয়নের ওভারে জোড়া বাউন্ডারি কোহলির

১৬৬তম ওভারে ক্যামেরন গ্রিনকে ১টি চার মারেন বিরাট কোহলি। ১৬৭তম ওভারে লিয়নের বলে ২টি চার মারেন তিনি। ভারতের স্কোর ৫ উইকেটে ৫১৬ রান। ৩৬ রানের লিড রয়েছে টিম ইন্ডিয়ার হাতে। কোহলি ১৬৮ রানে ব্যাট করছেন। ৪৯ রান করেছেন অক্ষর প্যাটেল।

12 Mar 2023, 03:02:58 PM IST

১৫০ টপকালেন কোহলি

১৬৪তম ওভারে ক্যামেরন গ্রিনের বলে জোড়া বাউন্ডারি মেরে ব্যাক্তিগত ১৫০ রানের গণ্ডি টপকে যান বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৫০০ রান। কোহলি ১৫৪ রানে ব্য়াট করছেন। তিনি ১২টি চার মেরেছেন। অক্ষর প্যাটেল ৪৭ রান করেছেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

12 Mar 2023, 02:51:37 PM IST

লিড নেওয়া শুরু ভারতের

১৬১.৪ ওভারে টড মার্ফিকে বাউন্ডারি মারেন অক্ষর প্যাটেল। ১৬২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৪৮৬ রান। সুতরাং ভারতের হাতে লিড রয়েছে ৬ রানের। কোহলি ১৪৪ ও অক্ষর ৪৩ রানে ব্যাট করছেন।

12 Mar 2023, 02:49:33 PM IST

স্কোর লেভেল করল ভারত

১৬১ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৪৮০ রান। সুতরাং, স্কোর লেভেল করে টিম ইন্ডিয়া। কোহলি ১৪৩ রান করেছেন। অক্ষর প্যাটেল করেছেন ৩৮ রান।

12 Mar 2023, 02:39:41 PM IST

তৃতীয় সেশনের খেলা শুরু

চায়ের বিরতির পরে নাথান লিয়নের প্রথম বলে ২ রান সংগ্রহ করেন বিরাট কোহলি। চতুর্থ বলে ১ রান নেন তিনি। ১৫৯ ওভারে শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৪৭৫ রান।

12 Mar 2023, 02:14:32 PM IST

চায়ের বিরতি

অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত চতুর্থ দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৪৭২ রান সংগ্রহ করেছে। সুতরাং, অস্ট্রেলিয়ার থেকে মাত্র ৮ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ২৯১ বলে ১৩৫ রান করেছেন। তিনি ১০টি চার মেরেছেন। অক্ষর প্যাটেল ৭৫ বলে ৩৮ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

12 Mar 2023, 01:53:28 PM IST

৪৫০ টপকাল ভারত

১৫৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৪৫৫ রান। অর্থাৎ, অস্ট্রেলিয়ার থেকে মাত্র ২৫ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। কোহলি ১২৮ ও অক্ষর ৩২ রানে ব্যাট করছেন।

12 Mar 2023, 01:42:23 PM IST

৫০ রানের পার্টনারশির কোহলি-অক্ষরের

১৫০ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৪৪৪ রান। কোহলি ও অক্ষর ষষ্ঠ উইকেটের জুটিতে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন। কোহলি ২৭১ বলে ১২৫ রান করেছেন। তিনি ১০টি চার মেরেছেন। অক্ষর ৪৭ বলে ২৪ রান করেছেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

12 Mar 2023, 01:31:30 PM IST

মার্ফিকে ছক্কা অক্ষরের

১৪৬তম ওভারে মার্ফিকে ১টি চার মারেন কোহলি। ১৪৭তম ওভারে লিয়নের বলে ১টি চার মারেন তিনি। ১৪৮তম ওভারে মার্ফির প্রথম বলে ছক্কা মারেন অক্ষর। পঞ্চম বলে চার মারেন কোহলি। ১৪৮ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৫ উইকেটে ৪৪১ রান। টিম ইন্ডিয়া পিছিয়ে রয়েছে ৩৯ রানে। কোহলি ১২৫ রানে ব্যাট করছেন। অক্ষর করেছেন ২১ রান।

12 Mar 2023, 01:15:23 PM IST

৬১ রানে পিছিয়ে ভারত

১৪৫ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৫ উইকেটে ৪১৯ রান। সুতরাং, অস্ট্রেলিয়ার থেকে ৬১ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ১১০ রানে ব্যাট করছেন। তিনি ৭টি চার মেরেছেন। ৩২ বলে ১৪ রান করেছেন অক্ষর প্যাটেল। তিনি ২টি চার মেরেছেন।

12 Mar 2023, 01:06:21 PM IST

জোড়া বাউন্ডারি কোহলির

১৪২তম ওভারে মিচেল স্টার্কের বলে জোড়া বাউন্ডারি মারেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৪১১ রান। কোহলি ১১০ রানে ব্যাট করছেন। অক্ষর করেছেন ৬ রান।

12 Mar 2023, 12:44:40 PM IST

৪০ মাস পরে টেস্ট সেঞ্চুরি কোহলির

৫টি বাউন্ডারির সাহায্যে ২৪১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন বিরাট কোহলি। ১৩৮.২ ওভারে লিয়নের বলে ১ রান নিয়ে সেঞ্চুরি করেন বিরাট। দীর্ঘ ৪০ মাস পরে তিনি পুনরায় টেস্ট ক্রিকেটে শতরানের মুখ দেখেন। তিনি শেষবার টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে। এটি কোহলির টেস্ট কেরিয়ারের ২৮ নম্বর শতরান। ১৩৯ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৪০০ রান। কোহলি ১০০ ও অক্ষ ৫ রানে ব্যাট করছেন। ভারত পিছিয়ে রয়েছে ৮০ রানে।বিস্তারিত পড়ুন:- IND vs AUS: অবশেষে শাপমুক্তি, ৩ বছর পরে টেস্ট সেঞ্চুরি কোহলির, টপকালেন বর্ডারদের

12 Mar 2023, 12:37:24 PM IST

কেএস ভরত আউট

১৩৬.৪ ওভারে নাথান লিয়নের বলে পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন কেএস ভরত। ৮৮ বলে ৪৪ রান করেন ভরত। মারেন ২টি চার ও ৩টি ছক্কা। ভারত ৩৯৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। কোহলি ৯৮ রানে ব্যাট করছেন।

12 Mar 2023, 12:23:50 PM IST

ব্যাট চালাচ্ছেন ভরত

১৩৪তম ওভারে ক্যামেরন গ্রিনের বলে পরপর ২টি ছক্কা ও ১টি চার মারেন কেএঅস ভরত। ওভারে ২টি নো বল করেন গ্রিন। ওভারে মোট ২১ রান ওঠে। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৩৮৬ রান। ভরত ৪৩ রানে ব্যাট করছেন। কোহলি অপরাজিত রয়েছেন ৯২ রানে। ভারত ৯৪ রানে পিছিয়ে রয়েছে।

12 Mar 2023, 12:12:45 PM IST

লাঞ্চের পরে খেলা শুরু

লাঞ্চের পরে বাউন্সারে কেএস ভরতকে ক্রিজে স্বাগত জানান ক্যামেরন গ্রিন। যদিও গ্রিনের ফাঁদে পা দেননি ভরত। ওভারে কোনও রান ওঠেনি। অর্থাৎ, ১৩২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৩৬২ রান।

12 Mar 2023, 11:36:00 AM IST

মধ্যাহ্নভোজের বিরতি

অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত চতুর্থ দিনের লাঞ্চে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৩৬২ রান তুলেছে। তারা সাকুল্যে ১৩১ ওভার ব্যাট করেছে। ব্যক্তিগত শতরানের দিকে এগচ্ছেন বিরাট কোহলি। তিনি ২২০ বলে ৮৮ রান করেছেন। মেরেছেন ৫টি চার। কেএস ভরত ৭০ বলে ২৫ রান করেছেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ইতিমধ্যে পঞ্চম উইকেটের জুটিতে ৫৩ রান যোগ করেছেন বিরাট ও ভরত। টিম ইন্ডিয়া আপাতত অস্ট্রেলিয়ার থেকে ১১৮ রানে পিছিয়ে রয়েছে।

12 Mar 2023, 11:27:17 AM IST

৩৫০ টপকাল ভারত

১২৯তম ওভারে দলগত ৩৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৩৫৩ রান। বিরাট কোহলি ২১১ বলে ৮৫ রান করেছেন। ৬৭ বলে ২৩ রান করেছেন কেএস ভরত।

12 Mar 2023, 11:13:26 AM IST

শতরানের দিকে এগচ্ছেন কোহলি

১২৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৪১ রান। বিরাট কোহলি ২০২ বলে ৭৯ রান করেছেন। তিনি ৫টি চার মেরেছেন। ৫২ বলে ১৮ রান করেছেন কেএস ভরত। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

12 Mar 2023, 10:50:29 AM IST

১৪৮ রানে পিছিয়ে ভারত

১২০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৩২ রানে। সুতরাং, অস্ট্রেলিয়ার থেকে ১৪৮ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ৭১ রানে ব্যাট করছেন। ১৭ রান করেছেন কেএস ভরত।

12 Mar 2023, 10:26:57 AM IST

৭০ ছুঁলেন কোহলি

১১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৩২০ রান। বিরাট কোহলি ১৭৩ বলে ৭০ রান করেছেন। তিনি ধীরে সুস্থে ব্যক্তিগত শতরানের পথে এগিয়ে চলেছেন। ১৫ বলে ৮ রান করেছেন কেএস ভরত।

12 Mar 2023, 10:12:01 AM IST

লিয়নকে ছক্কা হাঁকালেন ভরত

১১০তম ওভারে নাথান লিয়নের বলে একটি ছক্কা হাঁকান কেএস ভরত। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৩১৮ রানে। ভারত পিছিয়ে ১৬২ রানে। কোহলি ৬৯ ও ভরত ৭ রানে ব্যাট করছেন।

12 Mar 2023, 10:02:06 AM IST

জাদেজাকে ফেরালেন মার্ফি

১০৬.৬ ওভারে টড মার্ফির বলে উসমান খোয়াজার হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ৮৪ বলে ২৮ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ভারত ৩০৯ রানে ৪ উইকেট হারায়। ব্য়াট করতে নামেন কেএস ভরত। কোহলি ৬৭ রানে ব্যাট করছেন।

12 Mar 2023, 09:51:28 AM IST

৫০ রানের পার্টনারশিপ কোহলি-জাদেজার

চতুর্থ উইকেটের জুটিতে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন কোহলি-জাদেজা। চলতি ইনিংসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেটের জুটিতে অন্ততপক্ষে ৫০ রানের পার্টনার গড়ে ভারত। ২০১২ সাল থেকে আজ পর্যন্ত এই নিয়ে দ্বিতীয়বার এমন নজির গড়ল টিম ইন্ডিয়া। এর আগে তারা ২০১৮ সালে নটিংহ্যাম টেস্টে এমন কৃতিত্ব দেখায়। ১০৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩০৩ রান।

12 Mar 2023, 09:43:35 AM IST

৩০০ ছুঁল ভারত

১০২তম ওভারে প্রথম ইনিংসে ৩০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৩০০ রান। কোহলি ৬৪ ও জাদেজা ২২ রানে ব্যাট করছেন। অস্ট্রেলিয়ার থেকে আপাতত ১৮০ রানে পিছিয়ে ভারত।

12 Mar 2023, 09:39:01 AM IST

দিনের প্রথম বাউন্ডারি জাদেজার ব্যাট থেকে

১০১তম ওভারে টড মার্ফির তৃতীয় বলে চার মারেন রবীন্দ্র জাদেজা। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ২৯৭ রান। জাদেজা ২১ রানে ব্যাট করছেন। আপাতত ১৮৩ রানে পিছিয়ে ভারত।

12 Mar 2023, 09:32:48 AM IST

চতুর্থ দিনের খেলা শুরু

রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে চতুর্থ দিনের সকালে পুনরায় ব্যাট করতে নামেন বিরাট কোহলি। বোলিং শুরু করেন ক্যামেরন গ্রিন। দ্বিতীয় বলে ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন কোহলি। পঞ্চম বলে ১ রান সংগ্রহ করেন জাদেজা। শেষ বলে ২ রান নেন কোহলি। ১০০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ২৯৩ রান। কোহলি ৬২ ও জাদেজা ১৭ রানে ব্যাট করছেন।

12 Mar 2023, 09:26:49 AM IST

পঞ্চম ভারতীয় হিসেবে দুর্দান্ত মাইলস্টোন কোহলির

তৃতীয় দিনে হাফ-সেঞ্চুরি করার পথে দুর্দান্ত এক মাইলস্টোন টপকে যান কোহলি। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ৪০০০ টেস্ট রান করার কৃতিত্ব অর্জন করেন তিনি। বিস্তারিত পড়ুন:- IND vs AUS: পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ৪০০০ টেস্ট রান কোহলির, আর কাদের রয়েছে এই কৃতিত্ব?

12 Mar 2023, 09:23:30 AM IST

এখনও ভাঙেনি পিচ

তিন দিন খেলা হওয়ার পরেও আমবাদের বাইশগজকে জমাট দেখাচ্ছে। চতুর্থ দিনের পিচে তাই ব্যাট করা কঠিন হবে না। তবে কয়েকটা স্পটে বল বলে ঘুরতে পারে।

12 Mar 2023, 09:00:25 AM IST

তৃতীয় দিনের স্কোর

তৃতীয় দিনের পুরো সময় ব্যাট করে ভারত। তৃতীয় দিনের শেষে ভারত তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২৮৯ রান তোলে। তারা সাকুল্যে ৯৯ ওভার ব্যাট করে। শুভমন গিল ১২৮, রোহিত শর্মা ৩৫ ও চেতেশ্বর পূজারা ৪২ রান করে আউট হন। বিরাট কোহলি ৫৯ ও রবীন্দ্র জাদেজা ১৬ রানে নট-আউট থাকেন। ১টি করে উইকেট নেন নাথাল লিয়ন, টড মার্ফি ও ম্যাথিউ কুনম্যান। ভারত আপাতত অস্ট্রেলিয়ার থেকে ১৯১ রানে পিছিয়ে।

12 Mar 2023, 09:00:25 AM IST

দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৪৮০ রানে। তারা সাকুল্য়ে ১৬৭.২ ওভার ব্যাট করে। উসমান খোয়াজা ১৮০ ও ক্যামেরন গ্রিন ১১৪ রানে আউট হন। রবিচন্দ্রন অশ্বিন ৯১ রানে ৬টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারত তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৩৬ রান সংগ্রহ করে।

12 Mar 2023, 09:00:25 AM IST

প্রথম দিনের স্কোর

আমদাবাদ টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ২৫৫ রান তোলে। উসমান খোয়াজা ১০৪ রানে নট-আউট থাকেন। ৪৯ রানে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.