অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে আমদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ভারত ৫৭১ রান তোলে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ৯১ রানের বড়সড় লিড নেয় টিম ইন্ডিয়া। এই অবস্থায় শেষ দিনে অস্ট্রেলিয়ার লড়াই ছিল ম্যাচ বাঁচানোর। কেননা চতুর্থ দিনের শেষে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে ছিল, তাতে চতুর্থ টেস্টে ভারতের হারার সম্ভাবনা ছিল না। শেষমেশ হেড-ল্যাবুশানের জমাট ব্যাটিংয়ে ম্যাচ বাঁচিয়ে নেয় অস্ট্রেলিয়া। ভারত যদিও শেষ টেস্ট ড্র করেও সিরিজ জয় নিশ্চিত করে।
সরিজ সেরা অশ্বিন-জাদেজা
যুগ্মভাবে সিরিজ সেরার পুরস্কার জেতেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। অশ্বিন ব্যাট হাতে ৮৬ রান করার পাশাপাশি ২৫টি উইকেট নেন। জাদেজা ব্যাট হাতে ১৩৫ রান করার পাশাপাশি ২২টি উইকেট সংগ্রহ করেন।
ম্যাচের সেরা কোহলি
১৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬৪ বলে ১৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বিরাট কোহলি।
অজিদের বিরুদ্ধে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ৪টি সিরিজ জিতল ভারত।
১. ২০১৬-১৭ মরশুমের হোম সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয় পায়।২. ভারত ২০১৮-১৯ মরশুমের অ্যাওয়ে সিরিজ জেতে ২-১ ব্যবধানে।৩. ভারত ২০২০-২১ মরশুমের অ্যাওয়ে সিরিজে ২-১ ব্যবধানে অজিদের হারায়।৪. ২০২২-২৩ মরশুমের হোম সিরিজে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায় ভারত।
সিরিজ জিতল ভারত
নাগপুর ও দিল্লির প্রথম ২টি টেস্টে জয় তুলে নেয় ভারত। ইন্দোর টেস্টে জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়া ব্যবধান কমায়। আমদাবাদের চতুর্থ টেস্ট ড্র হওয়ায় ভারত ৪ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়।
আমদাবাদ টেস্ট ড্র
অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে ৫৭১ রান তোলে। অস্ট্রলিয়া দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। ল্যাবুশান ৬৩ ও স্মিথ ১০ রানে নট-আউট থাকেন।
বল হাতে নিলেন পূজারা
৭৮তম ওভারে বল করতে আসেন চেতেশ্বর পূজারা। তিনিও নিজের প্রথম ওভারে ১ রান খরচ করেন।
বোলিংয়ে গিল
৭৭তম ওভারে বল করতে আসেন শুভমন গিল। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার বল করলেন তিনি। নিজের প্রথম ওভারে ১ রান খরচ করেন গিল।
৭৫ ওভারের খেলা শেষ
৭৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১৭৩ রান। তাদের হাতে লিড রয়েছে ৮২ রানের। মার্নাস ল্যাবুশান ৬১ রানে ব্যাট করছেন। ১০ রানে ব্যাট করছেন স্টিভ স্মিথ।
বাউন্ডারিতে খাতা খুললেন স্মিথ
চায়ের বিরতির পরে অশ্বিনকে বাউন্ডারি মেরে খাতা খোলেন স্টিভ স্মিথ। পরে জাদেজাকেও ১টি চার মারেন তিনি। ৬৮ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১৬৮ রান। তাদের হাতে লিড রয়েছে ৭৭ রানের। স্মিথ ৮ রানে ব্যাট করছেন। ৫৮ রান করেছেন ল্যাবুশান।
চায়ের বিরতি
প্রথম ইনিংসের নিরিখে ৯১ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া শেষ দিনের চায়ের বিরতিতে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তুলেছে। সুতরাং, তাদের হাতে লিড রয়েছে ৬৭ রানের। মার্নাস ল্যাবুশান ১৭৪ বলে ৫৬ রান করেছেন। তিনি ৭টি চার মারেন। স্টিভ স্মিথ এখনও খাতা খুলতে পারেননি। ১টি করে উইকেট নিয়েছেন অশ্বিন ও অক্ষর।
স্মিথের ক্যাচ ছাড়লেন ভরত
৬১.৬ ওভারে অক্ষরের বলে স্টিভ স্মিথের ক্যাচ ছাড়েন কেএস ভরত। বল স্মিথেক ব্যাটের কানায় লাগার পরে ভরতের প্যাডে গিয়ে লাগে। ভরত বল দস্তানাবন্দি করতে পারেননি।
ট্রেভিস হেডকে ফেরালেন অক্ষর
৫৯.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ট্রেভিস হেড। ১৬৩ বলে ৯০ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ১০টি চার ও ১টি ছক্কা। অস্ট্রেলিয়া ১৫৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ। টেস্টে অক্ষরের এটি কেরিয়ারের ৫০ নম্বর উইকেট।
হাফ-সেঞ্চুরি ল্যাবুশানের
৬টি বাউন্ডারির সাহায্যে ১৫০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মার্নাস ল্য়াবুশান।
অস্ট্রেলিয়ার লিড ছাড়াল ৫০
৫৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১৪৪ রান। সুতরাং, অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ৫৩ রানের। হেড ৮৭ ও ল্যাবুশান ৪৫ রানে ব্যাট করছেন।
জমাট জুটি মার্নাস-হেডের
৫১ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ১২৩ রান। সুতরাং, ৩২ রানের লিড রয়েছে অজিদের হাতে। ট্রেভিস হেড ১৩৬ বলে ৭৬ রান করেছেন। তিনি ৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ১৩৬ বলে ৩৭ রান করেছেন মার্নাস ল্যাবুশান। তিনি ৪টি চার মেরেছেন।
হাফ-সেঞ্চুরি হেডের, লিড নেওয়া শুরু অজিদের
৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ট্রেভিস হেড। ৪৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১০৫ রান। সুতরাং, অজিদের হাতে রয়েছে ১৪ রানের লিড। হেড ১২১ বলে ৬৪ রান করেছেন। মেরেছেন ৭টি চার ও ২টি ছক্কা। ১১৪ বলে ৩৫ রান করেছেন ল্যাবুশান। তিনি ৪টি চার মেরেছেন।
৪০ ওভারের খেলা শেষ
৪০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৭৭ রান। ১০০ বলে ২৫ রান করেছেন মার্নাস ল্যাবুশান। ১০৫ বলে ৪৬ রান করেছেন ট্রেভিস হেড।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত ভারতের
লাঞ্চের বিরতির পরেই সুখবর পেল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায়। বিস্তারিত পড়ুন:- NZ vs SL: উইলিয়ামসনের ব্যাটে স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত
মধ্যাহ্নভোজের বিরতি
প্রথম ইনিংসের নিরিখে ৯১ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া পঞ্চম দিনের লাঞ্চে তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৭৩ রান তুলেছে। তারা সাকুল্যে ৩৬ ওভার ব্যাট করেছে। সুতরাং, এখনও অজিরা পিছিয়ে ১৮ রানে। ট্রেভিস হেড ৯৬ বলে ৪৫ রান করেছেন। মেরেছেন ৫টি চার ও ১টি ছক্কা। ৮৫ বলে ২২ রান করেছেন মার্নাস ল্যাবুশান। তিনি ২টি চার মেরেছেন।
৩০ ওভারের খেলা শেষ
দ্বিতীয় ইনিংসে ৩০ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া ১ উইকেটের বিনিময়ে ৫৭ রান তুলেছে। ৭৮ বলে ৩২ রান করেছেন ট্রেভিস হেড। ৬৭ বলে ১৯ রান করেছেন ল্যাবুশান।
৫০ ছুঁল অস্ট্রেলিয়া
দ্বিতীয় ইনিংসে ২৬তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। তাদের স্কোর ১ উইকেটে ৫০ রান। ট্রেভিস হেড ৩০ রানে ব্য়াট করছেন। ১৪ রান করেছেন মার্নাল ল্যাবুশান। অস্ট্রেলিয়া ৪১ রানে পিছিয়ে রয়েছে।
ঝুঁকি নিতে রাজি নয় অস্ট্রেলিয়া
২০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ২৬ রান। সুতরাং, ধীর শুরু করে অস্ট্রেলিয়া বুঝিয়ে দিচ্ছে যে, তারা টেস্ট ড্র করতে চাইছে। হেড ১৩ ও ল্যাবুশান ৭ রানে ব্যাট করছেন।
৭০ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া
১৬ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ২১ রান। সুতরাং, এখনও ৭০ রানে পিছিয়ে রয়েছে তারা। ট্রেভিস হেড ৪০ বলে ১২ রান করেছেন। মার্নাস ল্যাবুশান ব্যাট করছেন ২১ বলে ৩ রান করে।
কুনম্যানকে ফেরালেন অশ্বিন
১০.৪ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ম্য়াথিউ কুনম্যান। ৩৫ বলে ৬ রান করেন তিনি। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১৪ রানে ১ উইকেট হারায়। যদিও অস্ট্রেলিয়া রিভিউ নিলে বেঁচে যেতেন কুনম্যান। কেননা বল ট্র্যাকিংয়ে দেখা যায় যে, স্টাম্প মিস করছিল। সেক্ষেত্রে বলাই যায় যে, দুর্ভাগ্যের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় কুনম্যানকে। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান।
সতর্ক শুরু অস্ট্রেলিয়ার
১০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ১৪ রান। ম্য়াথিউ কুনম্যান ৬ রান করেছেন। ট্রেভিস হেড ৮ রানে ব্যাট করছেন। অস্ট্রেলিয়া পিছিয়ে রয়েছে ৭৭ রানে।
শেষ দিনের খেলা শুরু
শেষ দিনে পুনরায় ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাথিউ কুনম্যান ও ট্রেভিস হেড। বোলিং শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় বলে ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন হেড। পঞ্চম বলে চার মারেন কুনম্যান। ৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৮ রান।
কয়েকটা স্পট তৈরি হয়েছে পিচে
পঞ্চম দিনের পিচ ব্য়াটিংয়ের জন্য নিতান্ত কঠিন হয়ে উঠছে, এমনটা বলা যাবে না মোটেও। তবে কয়েকটা স্পট তৈরি হয়েছে, যেখান থেকে স্পিনাররা সুবিধা আদায় করে নিতে পারেন। বল হঠাৎ করে লাফিয়ে ওঠা বা নীচু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
চতুর্থ দিনের স্কোর
অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৫৭১ রানে। তারা সাকুল্যে ১৭৮.৫ ওভার ব্যাট করে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ৯১ রানের লিড নেয় টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ১৮৬ রান করেন। অক্ষর প্যাটেল ৭৯, জাদেজা ২৮ ও কেএস ভরত ৪৪ রানের যোগদান রাখেন। ৩টি করে উইকেট নেন নাথান লিয়ন ও টড মার্ফি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া চতুর্থ দিনের শেষে ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩ রান সংগ্রহ করে। সুতরাং, তারা অপাতত পিছিয়ে ৮৮ রানে।
তৃতীয় দিনের স্কোর
তৃতীয় দিনের পুরো সময় ব্যাট করে ভারত। তৃতীয় দিনের শেষে ভারত তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২৮৯ রান তোলে। শুভমন গিল ১২৮, রোহিত শর্মা ৩৫ ও চেতেশ্বর পূজারা ৪২ রান করে আউট হন। বিরাট কোহলি ৫৯ ও রবীন্দ্র জাদেজা ১৬ রানে নট-আউট থাকেন।
দ্বিতীয় দিনের স্কোর
দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৪৮০ রানে। তারা সাকুল্য়ে ১৬৭.২ ওভার ব্যাট করে। উসমান খোয়াজা ১৮০ ও ক্যামেরন গ্রিন ১১৪ রানে আউট হন। রবিচন্দ্রন অশ্বিন ৯১ রানে ৬টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারত তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৩৬ রান সংগ্রহ করে।
প্রথম দিনের স্কোর
আমদাবাদ টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ২৫৫ রান তোলে। উসমান খোয়াজা ১০৪ রানে নট-আউট থাকেন। ৪৯ রানে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।