ভারতের সামনে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ বলা চলে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২টি টি-২০ সিরিজে একজোট হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের জন্য নির্বাচিত হওয়া ভারতীয় তারকারা। স্বাভাবিকভাবেই নিজেদের ফাঁক-ফোকরগুলো মেরামত করার সুবর্ণ সুযোগ রেহিত শর্মাদের সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে এই সিরিজে যেমন নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে পারবে ভারত, ঠিক তেমনই শক্তিশালী অজিদের হারাতে পারলে বিশ্বকাপের আসরে অন্য দলগুলির বাড়তি সমীহ আদায় করে নেবে টিম ইন্ডিয়া। যদিও সিরিজের প্রথম টি-২০ ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় রোহিতদের।
ম্যাচের সেরা গ্রিন
৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ক্যামেরন গ্রিন। তিনি ৪৬ রানের বিনিময়ে ১টি উইকেটও নেন ও ২টি ক্যাচ ধরেন।
৪ উইকেটে জয় অস্ট্রেলিয়ার
১৯.২ ওভারে চাহালের বলে চার মেরে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন প্যাট কামিন্স। ভারতের ৬ উইকেটে ২০৮ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ২১১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাথিউ ওয়েড ২১ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। কামিন্স ১ বলে ৪ রান করে নট-আউট থাকেন। চাহাল ৩.২ ওভারে ৪২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
টিম ডেভিডকে ফেরালেন চাহাল
১৯.১ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন টিম ডেভিড। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন তিনি। অস্ট্রেলিয়া ২০৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্যাট কামিন্স।
ভুবির ওভারে ১৬ রান তোলে অস্ট্রেলিয়া
১৯তম ওভারে শুরুতেই ওয়াইড বল করেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলে ১ রান নেন ডেভিড। দ্বিতীয় বলে ১ রান নেন ওয়েড। তৃতীয় বলে লেগ-বাই হিসেবে ১ রান নেন ডেভিড। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর ৩টি চার মারেন ওয়েড। ওভারে মোট ১৬ রান ওঠে। ১৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ২০৭ রান। জয়ের জন্য শেষ ওভারে মাত্র ২ রান দরকার অজিদের। ম্যাথিউ ওয়েড ২১ বলে ৪৫ রান করেছেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। টিম ডেভিড ব্যাট করছেন ১৮ রানে। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৫২ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
হার্ষালের ওভারে ২২ রান তোলে অস্ট্রেলিয়া
১৮তম ওভারে হার্ষাল প্যাটেলের প্রথম বলে ছক্কা মারেন ওয়েড। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। তৃতীয় বলে ছক্কা মারেন টিম ডেভিড। চতুর্থ বলে ১ রান নেন তিনি। পঞ্চম বলে ছক্কা মারেন ওয়েড। শেষ বলে ২ রান তিনি। ওভারে মোট ২২ রান ওঠে। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৯১ রান। জয়ের জন্য শেষ ২ ওভারে ১৮ রান দরকার অজিদের। হার্ষাল ৪ ওভারে ৪৯ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি।
৩ ওভারে ৪০ রান দরকার অস্ট্রেলিয়ার
১৭তম ওভারে ৩টি ওয়ািড বল করেন ভুবনেশ্বর কুমার। ওভারে ২টি চার মারেন ওয়েড। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৬৯ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে ৪০ রান দরকার অজিদের। ওয়েড ১৭ ও ডেভিড ১০ রানে ব্যাট করছেন। ভুবনেশ্বর ৩ ওভারে ৩৭ রান খরচ করেছেন।
হার্ষালের ওভারে ৬ রান
১৬তম ওভারে মাত্র ৬ রান খরচ করেন হার্ষাল প্যাটেল। ১টি চার মারেন ওয়েড। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৫৪ রান। ডেভিড ৮ ও ওয়েড ৭ রানে ব্যাট করছেন।
ইংলিসকে ফেরালেন অক্ষর
১৪.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জোস ইংলিস। ৩টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন তিনি। অস্ট্রেলিয়া ১৪৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ম্যাথিউ ওয়েড। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৪৮ রান। ডেভিড ৭ রানে ব্যাট করছেন। অক্ষর ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
পান্ডিয়ার ওভারে ১১ রান
১৪তম ওভারে হার্দিক পান্ডিয়ার ওভারে ১১ রান ওঠে। ১টি চার মারেন ডেভিড। ১টি বাউন্ডারি মারেন ইংলিস। ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৪৫ রান। ইংলিস ১৭ ও ডেভিড ৬ রানে ব্যাট করছেন।
চাহালকে জোড়া বাউন্ডারি ইংলিসের
১৩তম ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ২টি চার মারেন জোস ইংলিস। ওভারে মোট ১১ রান ওঠে। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৩৪ রান। ইংলিস ১১ ও ডেভিড ১ রানে ব্যাট করছেন।
ম্য়াক্সওয়েল আউট
স্মিথকে ফেরানোর পরে একই ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটও তুলে নেন উমেশ যাদব। ১১.৬ ওভারে কার্তিকের দস্তানায় ধরা পড়েন ম্যাক্সওয়েল। এবারও আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন গ্লেন। অস্ট্রেলিয়া ১২৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিম ডেভিড। উমেশ ২ ওভারে ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
স্মিথকে ফেরালেন উমেশ
১২তম ওভারে উমেশকে পুনরায় বল করতে ডাকেন রোহিত। তাঁর প্রথম ২টি বলে স্মিথ ১টি ছয় ও ১টি চার মারেন। তৃতীয় বলে উইকেটকিপার কার্তিকের দস্তানায় ধরা পড়েন স্মিথ। যদিও আউট নিয়ে খুশি ছিলেন না স্মিথ। কেননা তাঁর ব্যাট যখন পিচে গিয়ে লাগে, ঠিক সেই সময় বল ছিল ব্যাটের কাছে। আল্ট্রা এজ দেখে তৃতীয় আম্পায়ার স্মিথকে আউট ঘোষণা করেন। স্মিথ ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়া ১২২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোস ইংলিস। উল্লেখ্য, উমেশ নিজের প্রথম ওভারে পরপর ৪টি চার হজম করেন।
গ্রিনকে ফেরালেন অক্ষর
১০.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন ক্যামেরন গ্রিন। ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন গ্রিন। অস্ট্রেলিয়া ১০৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১১২ রান। স্মিথ ২৫ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল অস্ট্রেলিয়া
দশম ওভারেই দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল অস্ট্রেলিয়া। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১০৯ রান। হার্ষালের ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন গ্রিন। তিনি ৬১ রানে ব্যাট করছেন। ২৩ রান করেছেন স্মিথ। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০০ রান দরকার অজিদের।
হাফ-সেঞ্চুরি গ্রিনের
৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ক্যামেরন গ্রিন। ৮.৬ ওভারে অক্ষরকে ছক্কা হাঁকিয়ে পঞ্চাশ রানের গণ্ডি টপকান অজি ওপেনার। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি তাঁর প্রথম হাফ-সেঞ্চুরি। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৯৯ রান। গ্রিন ৫৫ ও স্মিথ ২০ রানে ব্যাট করছেন।
স্মিথের ক্যাচ ছাড়লেন লোকেশ রাহুল
পরপর ২ ওভারে অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান জীবনদান পেলেন। ৮.৫ ওভারে অক্ষর প্যাটেলের বলে স্টিভ স্মিথের সহজ ক্যাচ ছাড়েন লোকেশ রাহুল। স্মিথ তখন ১৯ রানে ব্যাট করছিলেন।
গ্রিনের ক্যাচ ছাড়লেন অক্ষর
অষ্টম ওভারে হার্দিকের প্রথম বলে চার মারেন স্মিথ। ৭.৩ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ক্যামেরন গ্রিনের ক্যাচ ছাড়েন অক্ষর প্যাটেল। গ্রিন তখন ৪৩ রানে ব্যাট করচিলেন। পঞ্চম বলে চার মারেন গ্রিন। ওভারে মোট ১১ রান ওঠে। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৯০ রান। গ্রিন ২২ বলে ৪৮ রান করেছেন। স্মিথ ১৩ বলে ১৮ রান করেছেন।
চাহালের ওভারে ১৯ রান তোলে অস্ট্রেলিয়া
সপ্তম ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন গ্রিন। ওভারে মোট ১৯ রান ওঠে। ৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৭৯ রান। গ্রিন ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৪৩ রান করেছেন। স্মিথ ১০ বলে ১২ রান করেছেন। চাহাল ২ ওভারে ২৭ রান খরচ করেছেন।
৫০ টপকাল অস্ট্রেলিয়া
পাওয়ার প্লে-র ৬ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬০ রান। ১৫ বলে ২৭ রান করেছেন গ্রিন। তিনি ৬টি চার মেরেছেন। স্টিভ স্মিথ ৮ বলে ৯ রান করেছেন। হার্ষাল চোট সারিয়ে মাঠে ফেরার পরে নিজের প্রথম ওভারে ১২ রান খরচ করেন। ষষ্ঠ ওভারে তাঁর তৃতীয় বলে চার মারেন স্মিথ। শেষ বলে চার মারেন গ্রিন।
চাহালের ওভারে ৮ রান
পঞ্চম ওভারে বল করতে আসেন যুজবেন্দ্র চাহাল। ওভারের শেষ বলে চার মারেন গ্রিন। ওভারে মোট ৮ রান ওঠে। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৪৮ রান। গ্রিন ২২ রানে ব্যাট করছেন।
ফিঞ্চকে ফেরালেন অক্ষর
পেসাররা মার খাচ্ছেন দেখে চতুর্থ ওভারেই স্পিন বোলিং আক্রমণ শুরু করেন রোহিত। সাফল্য মেলে তাতেই। ৩.৩ ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অ্যারন ফিঞ্চ। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২২ রান করে মাঠ ছাড়েন অজি দলনায়ক। অস্ট্রেলিয়া ৩৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৪০ রান।
ভুবিকে ৩টি চার মারেন ফিঞ্চ
তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে ৩টি চার মারেন অ্যারন ফিঞ্চ। ওভারে মোট ১৪ রান ওঠে। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৩৮ রান। ফিঞ্চ ২২ ও গ্রিন ১৬ রানে ব্যাট করছেন।
৪,৪,৪,৪, উমেশকে বিধ্বস্ত করলেন গ্রিন
দ্বিতীয় ওভারে বল করতে আসেন উমেশ যাদব। প্রথম ৪টি বলে টানা চারটি চার মারেন ক্যামেরন গ্রিন। ওভারে মোট ১৬ রান ওঠে। ২ ওভার শেষ অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২৪ রান।
ছক্কায় শুরু অস্ট্রেলিয়ার ইনিংস
ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন অ্যারন ফিঞ্চ। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলেই ছক্কা মারেন ফিঞ্চ। প্রথম ওভারে ৮ রান ওঠে। ৮ রানই করেছেন ফিঞ্চ।
২০০ টপকে বিরাট ইনিংস ভারতের
শেষ ওভারে ক্যামেরন গ্রিনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর তিনটি ছক্কা হাঁকান হার্দিক পান্ডিয়া। ওভারে মোট ২১ রান ওঠে। নির্ধারিত ২০ ওভারে ভারত ৬ উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। হার্দিক পান্ডিয়া ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৭ রান করে নট-আউট থাকেন হার্ষাল প্যাটেল। গ্রিন ৪ ওভারে ৪৬ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ২০৯ রান।
হাফ সেঞ্চুরি হার্দিকের
৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হার্দিক পান্ডিয়া। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮৭ রান। এলিস ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
কার্তিককে ফেরালেন এলিস
১৮.১ ওভারে ন্যাথন এলিসের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন দীনেশ কার্তিক। ৫ বলে ৬ রান করেন তিনি। ভারত ১৭৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্ষাল প্যাটেল। তিনি ক্রিজে এসে প্রথম বলেই চার মারেন। ওভারের তৃতীয় বলে দুর্দান্ত ফিল্ডংয়ে ছক্কা বাঁচিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই বলে ১ রান ওঠে। শেষ বলে ফের চার মারেন হার্দিক। ওভারে মোট ১১ রান ওঠে।
খরুচে বোলিং কামিন্সের
১৮তম ওভারে প্যাট কামিন্সের প্রথম বলে ছক্কা মারেন হার্দিক। পঞ্চম বলে চার মারেন তিনি। ওভারে ১৬ রান ওঠে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৭৬ রান। হার্দিক পান্ডিয়া ২৩ বলে ৪৬ রান করেছেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। কার্তিক ব্যাট করছেন ৪ বলে ৬ রান করে। কামিন্স ৪ ওভারে ৪৭ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
১৫০ টপকাল ভারত
১৭তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। হ্যাজেলউডের ওভারের তৃতীয় ও পঞ্চম বলে জোড়া বাউন্ডারি মারেন হার্দিক পান্ডিয়া। ওভারে মোট ১২ রান ওঠে। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৬০ রান। হার্দিক ১৯ বলে ৩৩ রান করেছেন। হ্য়াজেলউড ৪ ওভারের বোলিং কোটায় ৩৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
অক্ষর প্যাটেল আউট
১৫.৫ ওভারে ন্যাথন এলিসের স্লো বলে ব্যাট চালিয়ে গ্রিনের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন অক্ষর। ভারত ১৪৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। তিনি ক্রিজে এসে প্রথম বলেই ২ রান নেন। ১৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৪৮ রান। হার্দিক ২৩ রানে ব্যাট করছেন।
কামিন্সের ওভারে জোড়া বাউন্ডারি
১৫তম ওভারে প্যাট কামিন্সের দ্বিতীয় বলে ৪ মারেন অক্ষর প্যাটেল। পঞ্চম বলে তার মারেন হার্দিক পান্ডিয়া। ওভারে মোট ১০ রান ওঠে। ১৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ ওভারে ১৪১ রান। ১০ বলে ১৮ রান করেছেন হার্দিক। ৪ বলে ৬ রান করেছেন অক্ষর। কামিন্স ৩ ওভারে ৩১ রান খরচ করেছেন।
সাজঘরে ফিরলেন সূর্যকুমার
১৩.১ ওভারে ক্যামেরন গ্রিনের বলে ছক্কা মারেন হার্দিক। ১৩.৩ ওভারে উইকেটকিপার ওয়েডের দস্তানায় ধরা পড়ে যান সূর্যকুমার। ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪৬ রান করে মাঠ ছাড়ছেন যাদব। ভারত ১২৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। ওভারের পঞ্চম বলে চার মারেন হার্দিক। ১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৩১ রান। হার্দিক ১৩ রানে ব্যাট করছেন।
থামছেন না সূর্যকুমার
১৩তম ওভারে অ্যাডাম জাম্পার পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর ২টি ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ১৬ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১১৯ রান। সূর্যকুমার ২৪ বলে ৪৬ রান করেছেন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। হার্দিক ব্যাট করছেন ব্যক্তিগত ২ রানে। জাম্পা ৪ ওভারে ৩৬ রান খরচ করেন। কোনও উইকেট পাননি।
লোকেশ রাহুল আউট
১২তম ওভারে জোস হ্যাজেলউডের দ্বিতীয় বলে ছক্কা মারেন সূর্যকুমার যাদব। চতুর্থ বলে চার মারেন লোকেশ রাহুল। পঞ্চম বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে এলিসের হাতে ধরা পড়েন লোকেশ। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন রাহুল। ভারত ১০৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া।
হাফ-সেঞ্চুরি রাহুলের
৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রাহুলের এটি ১৮তম হাফ-সেঞ্চুরি। ১১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৯১ রান। রাহুল ৫০ ও সূর্যকুমার ২৫ রানে ব্যাট করছেন।
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ উইকেটে ৮৬ রান। লোকেশ রাহুল ২৮ বলে ৪৭ রান করেছেন। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। সূর্যকুমার যাদব ১৬ বলে ২৩ রান করেছেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
ম্যাক্সওয়েলকে ছক্কা হাঁকালেন সূর্যকুমার
নবম ওভারে বল করতে আসেন গ্লেন ম্য়াক্সওয়েল। তিনি ওভারে ৯ রান খরচ করেন। ওভারের শেষ বলে ছক্কা হাঁকান সূর্যকুমার। ৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৭৮ রান। রাহুল ৩৯ ও সূর্যকুমার ২৪ রানে ব্যাট করছেন।
গ্রিনকে চার-ছক্কায় স্বাগত
অষ্টম ওভারে বল করতে আসেন ক্যামেরন গ্রিন। ওভারের চতুর্থ বলে দুর্দান্ত একটি ছক্কা হাঁকান লোকেশ রাহুল। পঞ্চম বলে একটি চার মারেন তিনি। ওভারে ১৩ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৯ রান। রাহুল ২২ বলে ৩৭ রান করেছেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ১০ বলে ১৭ রান করেছেন সূর্যকুমার যাদব। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
৫০ টপকাল ভারত
সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। জাম্পার ওভারের চতুর্থ বলে দুর্দান্ত একটি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ১০ রান ওঠে। ৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৫৬ রান। লোকেশ রাহুল ১৭ বলে ২৫ রান করেছেন। সূর্যকুমার যাদব ৯ বলে ১৬ রান করেছেন।
এসেই ব্যাট চালাচ্ছেন সূর্যকুমার
ষষ্ঠ ওভারে প্যাট কামিন্সের তৃতীয় বলে চার মারেন সূর্যকুমার যাদব। পঞ্চম বলে ছক্কা হাঁকান তিনি। ওভারে মোট ১১ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪৬ রান। লোকেশ রাহুল ২২ ও সূর্যকুমার ১০ রানে ব্যাট করছেন।
বিরাট কোহলি আউট
পঞ্চম ওভারে ন্য়াথন এলিসকে বল করতে পাঠান ফিঞ্চ। ওভারের পঞ্চম বলে তিনি তুলে নেন বিরাট কোহলির উইকেট। ৭ বলে ২ রান করে গ্রিনের হাতে ধরা পড়েন কোহলি। ভারত দলগত ৩৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।
তড়িঘড়ি স্পিন আক্রমণ অস্ট্রেলিয়ার
ইনিংসের চতুর্থ ওভারেই স্পিনার অ্যাডাম জাম্পাকে বোলিং আক্রমণে নিয়ে আসে অস্ট্রেলিয়া। ওভারের শেষ বলে চার মারেন লোকেশ রাহুল। ওভারে মোট ৫ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩০ রান। লোকেশ রাহুল ১৮ রানে ব্যাট করছেন।
রোহিত শর্মা আউট
তৃতীয় ওভারে জোস হ্যাজেলউডের প্রথম বলে ছক্কা মারেন লোকেশ রাহুল। চতুর্থ বলে আউট হয়ে বসেন রোহিত শর্মা। ছক্কা হাঁকাতে গিয়ে ন্যাথন এলিসের হাতে ধরা পড়েন হিটম্যান। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১১ রান করেন ভারত অধিনায়ক। ভারত ২১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। ওভারের পঞ্চম বলে চার মারেন লোকেশ রাহুল। ৩ ওভার শেষ টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ২৫ রান।
কামিন্সকে আক্রমণ রোহিতের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন প্য়াট কামিন্স। ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন রোহিত। শেষ বলে চার মারেন হিটম্যান। ওভারে ১০ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৪ রান।
রোহিতের সঙ্গে ওপেনে রাহুল
রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। বোলিং শুরু করেন জোস হ্যাডেলউড। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন রাহুল। প্রথম ওভারে ৪ রান ওঠে।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্য়াক্সওয়েল, জোস ইংলিস, টিম ডেভিড, ম্য়াথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, ন্যাথন এলিস, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।
অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক টিম ডেভিডের
সিঙ্গাপুরের হয়ে মাঠে নেমেছেন। তবে এই প্রথমবার অস্ট্রেলিয়ার স্কোয়াডে সুযোগ পেয়েছেন টিম ডেভিড। বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলা টিম ডেভিড ভারতের বিরুদ্ধে এই ম্যাচে প্রথমবার মাঠে নামছেন অজিদের হয়ে। ফিঞ্চ টস জেতার পরে এও জানিয়েছেন যে, তাঁর সঙ্গে এই ম্যাচে ওপেন করবেন ক্যামেরন গ্রিন।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল ও উমেশ যাদব।
হার্ষাল ফিরলেও দলে নেই বুমরাহ
চোট সারিয়ে স্কোয়াডে ফেরা হার্ষাল প্যাটেল প্রথম ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন। তবে বুমরাহকে প্রথম ম্যাচে বসিয়ে রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চোট সারিয়ে স্কোয়াডে ফেরার পরে তাঁকে একটু সময় দিতে চান রোহিতরা। টসের পরে হিটম্যান নিজেই জানালেন যে, বুমরাহ সম্ভবত সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামবেন। উল্লেখযোগ্য বিষয় হল, করোনা আক্রান্ত শামির বদলে শেষ মুহূর্তে স্কোয়াডে ঢোকা উমেশ যাদব সিরিজের প্রথম ম্যাতেই মাঠে নামার সুযোগ পেলেন।
বাদ পড়লেন পন্ত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ঋষভ পন্তকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখল ভারত। বদলে দীনেশ কার্তিককে প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে মাঠে নামান রোহিত শর্মারা।
টস জিতলেন ফিঞ্চ
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অ্যারন ফিঞ্চ ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, মোহালিতে টস হেরে শুরুতে ব্যাট করবে ভারত।
পিচ রিপোর্ট
সুনীল গাভাসকর পিচ রিপোর্টে জানান যে, মোহালির বাইশগজে ঘাস রয়েছে। নতুন বলে পেসাররা সাহায্য পাবেন। তবে বল পুরনো হলেই ব্যাটসম্যানরা রান তুলতে পারবেন অনায়াসে। সানি ইনিংসে ১৭০-১৮০ রান উঠতে পারে বলে ধারণা পোষণ করেন।
সম্মানিত করা হবে ভাজ্জি ও যুবরাজকে
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে মোহালির পিসিএ স্টেডিয়ামের দু'টি স্ট্যান্ডের নামকরণ করা হবে যুবরাজ সিং ও হরভজন সিংয়ের নামে। যুবরাজ জানান, এটা তাঁর কাছে অত্যন্ত সম্মানের। তিনি এও দাবি করেন যে, সব রাজ্য সংস্থারই উচিত শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটারদেরই নয়, বরং ঘরোয়া ক্রিকেটেও যাঁরা দীর্ঘদিন রাজ্য দলের সেবা করেছেন, তাঁদেরও সম্মানিত করা।
কার্তিক নাকি পন্ত, উত্তর খুঁজতে হবে ভারতকে
ঋষভ পন্ত নাকি দীনেশ কার্তিক, টি-২০ বিশ্বকাপের ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার কে হবেন, এই প্রশ্নেক উত্তর খুঁজতে হবে রোহিতদের। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজেই জবাব খুঁজে পেতে পারে টিম ইন্ডিয়া।
চোখ থাকবে বুমরাহ ও হার্ষালের দিকে
চোট সারিয়ে দলে ফেরা ক্রিকেটারদের ছন্দ ফিরে পেতে একটু সময় লাগে। সেদিক থেকে জসপ্রীত বুমরাহ ও হার্ষাল প্যাটেল বিশ্বকাপের আগে এই সিরিজে নিজেদের সড়গড় করে তুলতে পারবেন। স্বাভাবিকভাবেই নজর থাকবে তাঁদের দিকে। তাছাড়া ভারত নিজেদের যথাযথ কম্বিনেশন খুঁজে বার করারও চেষ্টা করবে এই সিরিজেই। বিশেষ করে রবীন্দ্র জাদেজার বদলে প্রথম একাদশে কে যথাযথ হতে পারেন, সেটা খুঁজে বার করাই হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের বড় চ্যালেঞ্জ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ ও উমেশ যাদব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।