বাংলা নিউজ > ময়দান > IND vs AUS 3rd Test: একা লড়লেন জাদেজা, ইন্দোর টেস্টের প্রথম দিনেই কোণঠাসা ভারত
উচ্ছ্বসিত জাদেজা-রোহিত। ছবি- পিটিআই।

IND vs AUS 3rd Test: একা লড়লেন জাদেজা, ইন্দোর টেস্টের প্রথম দিনেই কোণঠাসা ভারত

India vs Australia 3rd Test Day 1 Live Score: লড়াকু হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন উসামন খোয়াজা। প্রথম দিনের শেষে ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতে।

নাগপুর ও দিল্লির প্রথম ২টি টেস্ট জিতে ভারত ইতিমধ্যেই চার ম্যাচের সিরিজ হারের সম্ভাবনা নির্মূল করেছে। এবার ইন্দোরের তৃতীয় টেস্ট জিতে এক ঢিলে তিন পাখি মারার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করবে। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও পকেটে পুরবেন রোহিত শর্মারা। তাছাড়া ইন্দোর টেস্ট জিতলেই অস্ট্রেলিয়াকে টপকে ভারত আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টেস্ট দলে পরিণত হবে।

01 Mar 2023, 04:43:00 PM IST

প্রথম দিনের খেলা শেষ

ভারতের ১০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলেছে। তারা সাকুল্যে ৫৪ ওভার ব্যাট করে। ক্যামেরন গ্রিন ৬ ও পিটার হ্যান্ডসকম্ব ৭ রানে নট-আউট থাকেন। আপাতত অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ৪৭ রানের। জাদেজা ২৪ ওভার বল করে ৬টি মেডেন-সহ ৬৩ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ১৬ ওভার বল করে ৪০ রান খরচ করেন অশ্বিন। তবে তিনি উইকেট তুলতে পারেননি।

01 Mar 2023, 04:28:35 PM IST

১৫০ টপকাল অস্ট্রেলিয়া

৫০ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৫১ রান। অজিদের হাতে লিড রয়েছে ৪২ রানের। হ্যান্ডসকম্ব ৫ ও গ্রিন ৩ রানে ব্যাট করছেন।

01 Mar 2023, 04:23:33 PM IST

জাদেজার চতুর্থ শিকার স্মিথ

৪৮.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন স্টিভ স্মিথ। ৩৮ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৪টি চার। অস্ট্রেলিয়া ১৪৬ রানে ৪ উইকেট হারায়। চারটি উইকেটই নিয়েছেন জাদেজা। ব্যাট করতে নামেন ক্যামিরন গ্রিন।

01 Mar 2023, 04:16:22 PM IST

স্মিথের ক্যাচ ছাড়লেন ভরত

৪৬.৩ ওভারে জাদেজার বলে স্টিভ স্মিথের ক্যাচ ছাড়েন কেএস ভরত। ৪৮তম ওভারে অক্ষর প্যাটেলের প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন স্মিথ। ৪৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১৪০ রান। অজিদের হাতে লিড রয়েছে ৩১ রানের। স্মিথ ২০ রানে ব্যাট করছেন।

01 Mar 2023, 04:09:59 PM IST

সব রিভিউ শেষ ভারতের

৪৪.৩ ওভারে জাদেজার বলে স্টিভ স্মিথের বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নিলেও আম্পায়ারের সিদ্ধান্ত বদলায়নি। ভারত তিনটি রিভিউ খুইয়ে বসে। ৪৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১২৬ রান।

01 Mar 2023, 04:01:01 PM IST

সাজঘরে ফিরলেন খোয়াজা

৪২.৩ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে গিলের হাতে ধরা পড়েন উসমান খোয়াজা। ১৪৭ বলে ৬০ রান করেন তিনি। মারেন ৪টি চার। অস্ট্রেলিয়া ১২৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পিটার হ্যান্ডসকম্ব। অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ১৬ রানের।

01 Mar 2023, 03:49:24 PM IST

লড়াই জারি খোয়াজার

৪০ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১২০ রান। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ১১ রানের লিড রয়েছে অজিদের হাতে। উসমান খোয়াজা ৬০ রানে ব্যাট করছেন। ৩ রান খরেছেন স্টিভ স্মিথ।

01 Mar 2023, 03:34:06 PM IST

লিড নেওয়া শুরু অস্ট্রেলিয়ার

৩৬তম ওভারে ভারতের প্রথম ইনিংসে স্কোর ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। ৩৭তম ওভারে ভারতকে টপকে যায় তারা। অজিদের স্কোর ২ উইকেটে ১১১ রান। সুতরাং, অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ২ রানের।

01 Mar 2023, 03:23:54 PM IST

ল্যাবুশানকে ফেরালেন জাদেজা

৩৪.৩ ওভারে জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মার্নাস ল্যাবুশান। ৯১ বলে ৩১ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১০৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ।

01 Mar 2023, 03:21:59 PM IST

ভারতের থেকে ৪ রান দূরে অস্ট্রেলিয়া

৩৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১০৫ রান। সুতরাং, ভারতের থেকে মাত্র ৪ রান দূরে দাঁড়িয় অস্ট্রেলিয়া। খোয়াজা ৫১ ও ল্যাবুশান ৩০ রানে ব্যাট করছেন।

01 Mar 2023, 03:06:06 PM IST

হাফ-সেঞ্চুরি খোয়াজার

৪টি বাউন্ডারির সাহায্যে ১০২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উসমান খোয়াজা। ৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১০০ রান। খোয়াজা ৫০ ও ল্যাবুশান ২৭ রানে ব্যাট করছেন।

01 Mar 2023, 03:01:03 PM IST

ল্যাবুশানের ক্যাচ ছাড়লেন ভরত

২৭.৬ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে মার্নাস ল্যাবুশানের ক্যাচ ছাড়েন উইকেটকিপার কেএস ভরত। ২৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৯৫ রান। খোয়াজা ৪৭ ও ল্যাবুশান ২৬ রানে ব্যাট করছেন।

01 Mar 2023, 02:48:10 PM IST

হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় খোয়াজা

২৫ ওভার শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮৮ রান তুলেছে। উসমান খোয়াজা ৪৫ রানে ব্যাট করছেন। তিনি ৪টি চার মেরেছেন। ৬০ বলে ২১ রান করেছেন মার্নাস ল্যাবুশান।

01 Mar 2023, 02:40:27 PM IST

জাদেজাকে জোড়া বাউন্ডারি খোয়াজার

চায়ের বিরতির পরে জাদেজার প্রথম ওভারে জোড়া বাউন্ডারি মারেন উসমান খোয়াজা। ওভারে ১০ রান ওঠে। ২৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৮১ রান। খোয়াজা ৪৩ ও ল্যাবুশান ১৬ রানে ব্যাট করছেন।

01 Mar 2023, 02:16:08 PM IST

চায়ের বিরতি

ভারতের ১০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৭১ রান তুলেছে। ৭৭ বলে ৩৩ রান করেছেন উসমান খোয়াজা। তিনি ২টি চার মেরেছেন। ৫১ বলে ১৬ রান করেছেন মার্নাস ল্যাবুশান। সুতরাং, ভারতের থেকে মাত্র ৩৮ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

01 Mar 2023, 02:06:58 PM IST

জমাট জুটি খোয়াজা-মার্নাসের

২০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬০ রান। ৬৭ বলে ২৭ রান করেছেন উসমান খোয়াজা। ৪৯ বলে ১৫ রান করেছেন মার্নাস ল্যাবুশান।

01 Mar 2023, 01:52:59 PM IST

৫০ টপকাল অস্ট্রেলিয়া

১৬তম ওভারে ভারত দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫২ রান। ৫০ বলে ২২ রান করেছেন খোয়াজা। তিনি ১টি চার মেরেছেন। ৪২ বলে ১৩ রান করেছেন ল্যাবুশান।

01 Mar 2023, 01:42:00 PM IST

ফের আউট হয়ে বাঁচলেন ল্যাবুশান

১০.৫ ওভারে অশ্বিনের বলে মার্নাসের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানায় ভারত। আম্পায়ার এবারও আউট দেননি। ভারত আগেই ২টি রিভিউ খোয়ানোর এবার আর ডিআরএসের আবেদন জানায়নি। টেলিভিশন রিপ্লে-তে দেখা যায় যে, মার্নাস আউট ছিলেন। অর্থাৎ, ভারত রিভিউ নিলে সাজঘরে ফিরতে হতো ল্যাবুশানকে। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৪০ রান।

01 Mar 2023, 01:34:57 PM IST

ফের রিভিউ খোয়াল ভারত

১০ ওভারের মধ্যেই ২টি রিভিউ খোয়াল ভারত। ৯.৬ ওভারে জাদেজার বলে খোয়াজার বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নিলেও আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করতে হয়নি। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৩৮ রান।

01 Mar 2023, 01:29:38 PM IST

জাদেজার নো-বলে খুশি নন গাভাসকর

জাদেজার নো-বল করার প্রবণতায় খুশি নন সুনীল গাভাসকর। দলের হাতে যখন মাত্র ১০৯ রান রয়েছে, তখন ল্যাবুশানের মতো ব্যাটসম্যানের নো-বলে আউট হয়ে বেঁচে যাওয়া ভালো সংকেত নয় বলে মত সানির। তাঁর দাবি, অস্ট্রেলিয়া যদি ৩০-৪০ রানের লিড নিয়ে নেয়, তবে এই পিচে ভারতের লড়াই কঠিন হয়ে দাঁড়াবে।

01 Mar 2023, 01:23:31 PM IST

রিভিউ খোয়াল ভারত

৫.৬ ওভারে জাদেজার বলে খোয়াজার বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নেয়। বল স্টাম্প লাইনে ড্রপ না করায় নট-আউট ঘোষিত হন খোয়াজা। রিভিউ খোয়ায় ভারত। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ২৪ রান।

01 Mar 2023, 01:12:15 PM IST

নো-বলে আউট হয়ে বাঁচলেন ল্যাবুশান

চতুর্থ ওভারের শুরুতেই জাদেজার বলে বোল্ড হন ল্যাবুশান। তবে নো-বল হওয়ায় বেঁচে যান তিনি। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১৯ রান। খোয়াডা ৬ ও মার্নাস ১ রানে ব্যাট করছেন।

01 Mar 2023, 01:04:26 PM IST

ট্রেভিস হেডকে ফেরালেন রবীন্দ্র জাদেজা

দ্বিতীয় ওভার বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। নিজের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন তিনি। ১.৪ ওভারে জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ট্রেভিস হেড। ৬ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১২ রান ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান।

01 Mar 2023, 12:56:40 PM IST

অস্ট্রেলিয়ার রান তাড়া শুরু

উসমান খোয়াজাকে নিয়ে ওপেন করতে নামেন ট্রেভিস হেড। বোলিং শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলেই ২ রান নিয়ে খাতা খোলেন হেড। তৃতীয় বলে ফের ২ রান নেন তিনি। প্রথম ওভারে ৬ রান ওঠে।

01 Mar 2023, 12:45:41 PM IST

রান-আউট সিরাজ, অল-আউট ভারত

৩৩.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন মহম্মদ সিরাজ। ৪ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ভারত প্রথম ইনিংসে ১০৯ রানে অল-আউট হয়ে যায়। অক্ষর প্যাটেল ৩৩ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার মারেন।

01 Mar 2023, 12:42:50 PM IST

উমেশকে ফিরিয়ে ৫ উইকেট কুনম্যানের

৩২.২ ওভারে কুনম্যানের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন উমেশ যাদব। ১৩ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। ভারত ১০৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। কুনম্যান ১৬ রানে ৫ উইকেট দখল করেন।

01 Mar 2023, 12:34:34 PM IST

১০০ টপকাল ভারত

২৯.৬ ওভারে নাথাল লিয়নের বলে ছক্কা মারেন উমেশ যাদব। পরে ৩০.২ ওভারে টড মার্ফিকে একটি ছক্কা মেরে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করান তিনি। ৩০.৬ ওভারে একটি চার মারেন উমেশ। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১০৬ রান। উমেশ ১৬ ও অক্ষর ১০ রানে ব্যাট করছেন।

01 Mar 2023, 12:25:43 PM IST

রবিচন্দ্রন অশ্বিন আউট

২৮.৩ ওভারে কুনম্যানের বলে অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ১২ বলে ৩ রান করেন তিনি। ভারত ৮৮ রান ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমেশ যাদব।

01 Mar 2023, 12:17:41 PM IST

লাঞ্চের পরে লড়াই শুরু ভারতের

লাঞ্চের পরে কুনম্যানের প্রথম ওভারে ২ রান সংগ্রহ করে ভারত। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৮৬ রান। অক্ষর ৭ ও অশ্বিন ২ রানে ব্যাট করছেন।

01 Mar 2023, 11:34:30 AM IST

মধ্যাহ্নভোজের বিরতি

প্রথম দিনের প্রথম সেশনে সাকুল্যে ২৬ ওভার ব্যাট করে ভারত। তারা ৭ উইকেট হারিয়ে ৮৪ রান তোলে। লাঞ্চে ১৩ বলে ৬ রান করে নট-আউট থাকেন অক্ষর প্যাটেল। তিনি ১টি চার মেরেছেন। অশ্বিন নট-আউট থাকেন ৫ বলে ১ রান করে। নাথান লিয়ন ৮ ওভারে ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন। ১৪ রানে ৩টি উইকেট নিয়েছেন কুনম্যান। ১টি উইকেট নিয়েছেন মার্ফি।

01 Mar 2023, 11:25:38 AM IST

ভরতকে ফেরালেন লিয়ন

২৪.৫ ওভারে নাথান লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কেএস ভরত। ৩০ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ভারত ৮২ রানে ৭ উইকে হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন।

01 Mar 2023, 11:11:23 AM IST

কোহলিকে ফেরালেন মার্ফি

২১.৪ ওভারে টড মার্ফির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৫২ বলে ২২ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত ৭০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।

01 Mar 2023, 11:06:01 AM IST

বিপর্যয় মোকাবিলায় কোহলি

২০ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৬৯ রান। বিরাট কোহলি ৪৪ বলে ২১ রান করেছেন। মেরেছেন ২টি চার। কেএস ভরত ২০ বলে ১০ রান করেছেন। মেরেছেন ১টি চার।

01 Mar 2023, 10:44:10 AM IST

৫০ টপকাল ভারত

১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ভারত। ১৫ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৫৮ রান। বিরাট কোহলি ১৬ রানে ব্যাট করছেন। ৪ রানে ব্যাট করছেন ভরত।

01 Mar 2023, 10:30:37 AM IST

শ্রেয়স আইয়ার আউট

১১.২ ওভারে কুনম্যানের বলে বোল্ড হন শ্রেয়স আইয়ার। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে প্লেড-অন হন শ্রেয়স। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি আইয়ার। ভারত ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা। ব্যাট করতে নামেন কেএস ভরত।

01 Mar 2023, 10:26:54 AM IST

জাদেজাকে ফেরালেন লিয়ন

১০.৫ ওভারে নাথান লিয়নের বলে কুনম্যানের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ৯ বলে ৪ রান করেন তিনি। ভারত ৪৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। লিয়ন ২ ওভারে ১টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

01 Mar 2023, 10:14:33 AM IST

পূজারাকে ফেরালেন লিয়ন

নবম ওভারে প্রথমবার বল করতে আসেন নাথান লিয়ন। নিজের প্রথম ওভারেই চেতেশ্বর পূজারার উইকেট তুলে নেন তিনি। ৮.২ ওভারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন পূজারা। ৪ বলে ১ রান করেন তিনি। ভারত ৩৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।

01 Mar 2023, 10:08:05 AM IST

শুভমন গিল আউট

নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে শুভমন গিলের উইকেট তুলে নিলেন ম্যাথিউ কুনম্যান। ৭.২ ওভারে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন গিল। ১৮ বলে ২১ রান করেন তিনি। মারেন ৩টি চার। ভারত ৩৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। ৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৫ রান। কুনম্যান ২ ওভারে ২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

01 Mar 2023, 09:58:46 AM IST

রোহিত শর্মা আউট

পঞ্চম ওভারে স্টার্কের বলে ১টি চার মারেন রোহিত শর্মা। ষষ্ঠ ওভারেই অস্ট্রেলিয়া স্পিন আক্রমণ শুরু করে। ৫.৬ ওভারে ম্যাথিউ কুনম্যানের বলে স্টেপ-আউট করে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন রোহিত। বলের লাইন মিস করেন তিনি। ফলে স্টাম্প-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ভারত অধিনায়ককে। ২৩ বলে ১২ রান করেন রোহিত। মারেন ৩টি চার। ভারত ২৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতেশ্বর পূজারা।

01 Mar 2023, 09:49:03 AM IST

আগ্রাসী শুরু ভারতের

তৃতীয় ওভারে স্টার্কের পঞ্চম বলে চার মারেন রোহিত। চতুর্থ ওভারে গ্রিনের দ্বিতীয় ও পঞ্চম বলে জোড়া বাউন্ডারি মারেন গিল। ৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২২ রান। গিল ১৪ ও রোহিত ৮ রানে ব্যাট করছেন।

01 Mar 2023, 09:39:47 AM IST

বাউন্ডারি মেরে খাতা খোলেন গিল

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ক্যামেরন গ্রিন। দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে খাতা খোলেন শুভমন গিল। দ্বিতীয় ওভারে ৬ রান ওঠে। ১ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০ রান।

01 Mar 2023, 09:30:14 AM IST

প্রথম ওভারেই দু'বার আউট হয়ে বাঁচলেন রোহিত

শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম বলেই নিশ্চিত আউট হয়ে বেঁচে যান রোহিত। রোহিতের ব্যাটের কানা ছুঁয়ে বল ক্যারির দস্তানায় জমা পড়ে। অস্ট্রেলিয়া জোরালো আবেদন করলেও রিভিউ নেয়নি। আল্ট্রা এজে স্পষ্ট হয়ে যায় যে, রোহিত এক্ষেত্রে আউট ছিলেন। চতুর্থ বলে রোহিতের বিরুদ্ধে এলবিডব্লিউর হালকা আবেদন জানায় অস্ট্রেলিয়া। আম্পায়ার আউট দেননি। পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায় যে, রোহিত এক্ষেত্রে এলবিডব্লিউ ছিলেন। অর্থাৎ, অস্ট্রেলিয়া রিভিউ নিলে রোহিত এক্ষেত্রেও আউট হয়ে সাজঘরে ফিরতেন। শেষমেশ ওভারের পঞ্চম বলে চার মেরে খাতা খোলেন হিটম্যান। প্রথম ওভারে চার রান ওঠে।

01 Mar 2023, 09:18:20 AM IST

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।

01 Mar 2023, 09:16:22 AM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।

01 Mar 2023, 09:07:12 AM IST

জোড়া বদল অস্ট্রেলিয়ার প্রথম একাদশে

প্যাট কামিন্স তৃতীয় টেস্ট খেলছেন না। তাঁর বদলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। কামিন্সের বদলে দলে ঢোকেন মিচেল স্টার্ক। ডেভিড ওয়ার্নারও ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। তাঁর বদলে চোট সারিয়ে দলে ফেরেন ক্যামেরন গ্রিন।

01 Mar 2023, 09:04:41 AM IST

বাদ পড়লেন লোকেশ রাহুল

সিরিজের তৃতীয় টেস্টে বাদ পড়লেন লোকেশ রাহুল। তাঁর পরিবর্তে দলে ঢোকেন শুভমন গিল। মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়ার কথা জানান রোহিত শর্মা। তাঁর বদলে মাঠে নামার সুযোগ পান উমেশ যাদব।

01 Mar 2023, 09:01:16 AM IST

টস জিতলেন রোহিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে টস জিতল ভারত। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ইন্দোরের স্পিন সহায়ক পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে অস্ট্রেলিয়াকে।

01 Mar 2023, 08:57:51 AM IST

পিচ দেখে উৎসাহী ভারত

ইন্দোরের পিচে ঘাস চোখে পড়ছে না। কালো মাটির পিচে ফাটল চোখে পড়ছে শুরু থেকেই। সময়ের সঙ্গে সঙ্গে ফাটল বাড়বে। স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করা নিতান্ত কঠিন হয়ে দাঁড়াবে এই বাইশগজে।

01 Mar 2023, 08:38:51 AM IST

অজিদের আশা দেখছেন না গাভাসকর

ইন্দোর টেস্টের আগে সুনীল গাভাসকর স্পষ্ট জানান যে, এই পিচেও তিনি অস্ট্রেলিয়ার কোনও সম্ভাবনা দেখছেন না। তবে ক্যাপ্টেন স্টিভ স্মিথ যদি বড় রান করতে পারেন, তবে অস্ট্রেলিয়া ম্যাচ চতুর্থ দিনে টেনে নিয়ে যেতে পারে। না হলে এখানেও তিনদিনে ম্যাচ শেষ হতে পারে।

01 Mar 2023, 08:21:22 AM IST

মাঠে নেমেই মাইলস্টোন ছোঁবেন কোহলি

ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামা মাত্রই দুর্দান্ত মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলি। তিন ফর্ম্যাট মিলিয়ে ঘরের মাঠে এটি তাঁর ২০০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে চলেছে। সেদিক থেকে বিরল ‘ডাবল সেঞ্চুরির’ নজির গড়বেন কোহলি।

01 Mar 2023, 08:21:22 AM IST

এক ঢিলে তিন পাখি মারার হাতছানি ভারতের সামনে

ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়াকে হারালে আক্ষরিক অর্থেই এক ঢিলে তিন পাখি মারবে ভারত।
১. এক ম্যাচ বাকি থাকতেই ৪ টেস্টের সিরিজ জয় নিশ্চিত করবে টিম ইন্ডিয়া।
২. আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পকেটে পুরবে ভারত।
৩. অস্ট্রেলিয়াকে টপকে বিশ্বের এক নম্বর টেস্ট দলে পরিণত হবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে তিন ফর্ম্যাটেই আইসিসি ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে পৌঁছে যাবে ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ‘আমার শেষকৃত্যে অন্তত আসবেন’, ভোটারদের আবেগঘন আবেদন মল্লিকার্জুন খাড়গের আরও বিপাকে শাহজাহানরা, সন্দেশখালিকাণ্ডে প্রথম ধর্ষণের অভিযোগ দায়ের করল CBI ক্যানসার আক্রান্ত তরুণ ৬ বার ঘুরলেন এসএসকেএম হাসপাতালে, তারপর ঠিক কী মিলল?‌‌ আদালত নিয়ে মমতার মন্তব্য, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে হাইকোর্টে আবেদন বিকাশের টাকার জোয়ার কেউ রুখতে পারবে না! রুচক রাজযোগে ভাগ্যে সোনার চমক ৩ রাশির ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের বিপাকে তামান্না ভাটিয়া ও সঞ্জয় দত্ত, সমন পাঠাল মহারাষ্ট্র পুলিশ, কী অভিযোগ? শিলিগুড়িতে বিয়েবাড়ি থেকে চা বাগানে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, ধৃত ৫ ‘জীবন একটাই…’, আটকে ৭ লাখের খোরপোশ মামলা, একাধিক বিয়ে নিয়ে জবাব শ্রাবন্তীর

Latest IPL News

‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের CSK-র পরিবেশ অনেক ভালো, MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি? রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.