নাগপুর ও দিল্লির প্রথম ২টি টেস্ট জিতে ভারত ইতিমধ্যেই চার ম্যাচের সিরিজ হারের সম্ভাবনা নির্মূল করেছে। এবার ইন্দোরের তৃতীয় টেস্ট জিতে এক ঢিলে তিন পাখি মারার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করবে। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও পকেটে পুরবেন রোহিত শর্মারা। তাছাড়া ইন্দোর টেস্ট জিতলেই অস্ট্রেলিয়াকে টপকে ভারত আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টেস্ট দলে পরিণত হবে।
প্রথম দিনের খেলা শেষ
ভারতের ১০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলেছে। তারা সাকুল্যে ৫৪ ওভার ব্যাট করে। ক্যামেরন গ্রিন ৬ ও পিটার হ্যান্ডসকম্ব ৭ রানে নট-আউট থাকেন। আপাতত অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ৪৭ রানের। জাদেজা ২৪ ওভার বল করে ৬টি মেডেন-সহ ৬৩ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ১৬ ওভার বল করে ৪০ রান খরচ করেন অশ্বিন। তবে তিনি উইকেট তুলতে পারেননি।
১৫০ টপকাল অস্ট্রেলিয়া
৫০ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৫১ রান। অজিদের হাতে লিড রয়েছে ৪২ রানের। হ্যান্ডসকম্ব ৫ ও গ্রিন ৩ রানে ব্যাট করছেন।
জাদেজার চতুর্থ শিকার স্মিথ
৪৮.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন স্টিভ স্মিথ। ৩৮ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৪টি চার। অস্ট্রেলিয়া ১৪৬ রানে ৪ উইকেট হারায়। চারটি উইকেটই নিয়েছেন জাদেজা। ব্যাট করতে নামেন ক্যামিরন গ্রিন।
স্মিথের ক্যাচ ছাড়লেন ভরত
৪৬.৩ ওভারে জাদেজার বলে স্টিভ স্মিথের ক্যাচ ছাড়েন কেএস ভরত। ৪৮তম ওভারে অক্ষর প্যাটেলের প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন স্মিথ। ৪৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১৪০ রান। অজিদের হাতে লিড রয়েছে ৩১ রানের। স্মিথ ২০ রানে ব্যাট করছেন।
সব রিভিউ শেষ ভারতের
৪৪.৩ ওভারে জাদেজার বলে স্টিভ স্মিথের বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নিলেও আম্পায়ারের সিদ্ধান্ত বদলায়নি। ভারত তিনটি রিভিউ খুইয়ে বসে। ৪৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১২৬ রান।
সাজঘরে ফিরলেন খোয়াজা
৪২.৩ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে গিলের হাতে ধরা পড়েন উসমান খোয়াজা। ১৪৭ বলে ৬০ রান করেন তিনি। মারেন ৪টি চার। অস্ট্রেলিয়া ১২৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পিটার হ্যান্ডসকম্ব। অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ১৬ রানের।
লড়াই জারি খোয়াজার
৪০ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১২০ রান। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ১১ রানের লিড রয়েছে অজিদের হাতে। উসমান খোয়াজা ৬০ রানে ব্যাট করছেন। ৩ রান খরেছেন স্টিভ স্মিথ।
লিড নেওয়া শুরু অস্ট্রেলিয়ার
৩৬তম ওভারে ভারতের প্রথম ইনিংসে স্কোর ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। ৩৭তম ওভারে ভারতকে টপকে যায় তারা। অজিদের স্কোর ২ উইকেটে ১১১ রান। সুতরাং, অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ২ রানের।
ল্যাবুশানকে ফেরালেন জাদেজা
৩৪.৩ ওভারে জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মার্নাস ল্যাবুশান। ৯১ বলে ৩১ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১০৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ।
ভারতের থেকে ৪ রান দূরে অস্ট্রেলিয়া
৩৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১০৫ রান। সুতরাং, ভারতের থেকে মাত্র ৪ রান দূরে দাঁড়িয় অস্ট্রেলিয়া। খোয়াজা ৫১ ও ল্যাবুশান ৩০ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি খোয়াজার
৪টি বাউন্ডারির সাহায্যে ১০২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উসমান খোয়াজা। ৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১০০ রান। খোয়াজা ৫০ ও ল্যাবুশান ২৭ রানে ব্যাট করছেন।
ল্যাবুশানের ক্যাচ ছাড়লেন ভরত
২৭.৬ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে মার্নাস ল্যাবুশানের ক্যাচ ছাড়েন উইকেটকিপার কেএস ভরত। ২৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৯৫ রান। খোয়াজা ৪৭ ও ল্যাবুশান ২৬ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় খোয়াজা
২৫ ওভার শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮৮ রান তুলেছে। উসমান খোয়াজা ৪৫ রানে ব্যাট করছেন। তিনি ৪টি চার মেরেছেন। ৬০ বলে ২১ রান করেছেন মার্নাস ল্যাবুশান।
জাদেজাকে জোড়া বাউন্ডারি খোয়াজার
চায়ের বিরতির পরে জাদেজার প্রথম ওভারে জোড়া বাউন্ডারি মারেন উসমান খোয়াজা। ওভারে ১০ রান ওঠে। ২৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৮১ রান। খোয়াজা ৪৩ ও ল্যাবুশান ১৬ রানে ব্যাট করছেন।
চায়ের বিরতি
ভারতের ১০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৭১ রান তুলেছে। ৭৭ বলে ৩৩ রান করেছেন উসমান খোয়াজা। তিনি ২টি চার মেরেছেন। ৫১ বলে ১৬ রান করেছেন মার্নাস ল্যাবুশান। সুতরাং, ভারতের থেকে মাত্র ৩৮ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
জমাট জুটি খোয়াজা-মার্নাসের
২০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬০ রান। ৬৭ বলে ২৭ রান করেছেন উসমান খোয়াজা। ৪৯ বলে ১৫ রান করেছেন মার্নাস ল্যাবুশান।
৫০ টপকাল অস্ট্রেলিয়া
১৬তম ওভারে ভারত দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫২ রান। ৫০ বলে ২২ রান করেছেন খোয়াজা। তিনি ১টি চার মেরেছেন। ৪২ বলে ১৩ রান করেছেন ল্যাবুশান।
ফের আউট হয়ে বাঁচলেন ল্যাবুশান
১০.৫ ওভারে অশ্বিনের বলে মার্নাসের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানায় ভারত। আম্পায়ার এবারও আউট দেননি। ভারত আগেই ২টি রিভিউ খোয়ানোর এবার আর ডিআরএসের আবেদন জানায়নি। টেলিভিশন রিপ্লে-তে দেখা যায় যে, মার্নাস আউট ছিলেন। অর্থাৎ, ভারত রিভিউ নিলে সাজঘরে ফিরতে হতো ল্যাবুশানকে। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৪০ রান।
ফের রিভিউ খোয়াল ভারত
১০ ওভারের মধ্যেই ২টি রিভিউ খোয়াল ভারত। ৯.৬ ওভারে জাদেজার বলে খোয়াজার বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নিলেও আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করতে হয়নি। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৩৮ রান।
জাদেজার নো-বলে খুশি নন গাভাসকর
জাদেজার নো-বল করার প্রবণতায় খুশি নন সুনীল গাভাসকর। দলের হাতে যখন মাত্র ১০৯ রান রয়েছে, তখন ল্যাবুশানের মতো ব্যাটসম্যানের নো-বলে আউট হয়ে বেঁচে যাওয়া ভালো সংকেত নয় বলে মত সানির। তাঁর দাবি, অস্ট্রেলিয়া যদি ৩০-৪০ রানের লিড নিয়ে নেয়, তবে এই পিচে ভারতের লড়াই কঠিন হয়ে দাঁড়াবে।
রিভিউ খোয়াল ভারত
৫.৬ ওভারে জাদেজার বলে খোয়াজার বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নেয়। বল স্টাম্প লাইনে ড্রপ না করায় নট-আউট ঘোষিত হন খোয়াজা। রিভিউ খোয়ায় ভারত। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ২৪ রান।
নো-বলে আউট হয়ে বাঁচলেন ল্যাবুশান
চতুর্থ ওভারের শুরুতেই জাদেজার বলে বোল্ড হন ল্যাবুশান। তবে নো-বল হওয়ায় বেঁচে যান তিনি। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১৯ রান। খোয়াডা ৬ ও মার্নাস ১ রানে ব্যাট করছেন।
ট্রেভিস হেডকে ফেরালেন রবীন্দ্র জাদেজা
দ্বিতীয় ওভার বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। নিজের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন তিনি। ১.৪ ওভারে জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ট্রেভিস হেড। ৬ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১২ রান ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান।
অস্ট্রেলিয়ার রান তাড়া শুরু
উসমান খোয়াজাকে নিয়ে ওপেন করতে নামেন ট্রেভিস হেড। বোলিং শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলেই ২ রান নিয়ে খাতা খোলেন হেড। তৃতীয় বলে ফের ২ রান নেন তিনি। প্রথম ওভারে ৬ রান ওঠে।
রান-আউট সিরাজ, অল-আউট ভারত
৩৩.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন মহম্মদ সিরাজ। ৪ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ভারত প্রথম ইনিংসে ১০৯ রানে অল-আউট হয়ে যায়। অক্ষর প্যাটেল ৩৩ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার মারেন।
উমেশকে ফিরিয়ে ৫ উইকেট কুনম্যানের
৩২.২ ওভারে কুনম্যানের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন উমেশ যাদব। ১৩ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। ভারত ১০৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। কুনম্যান ১৬ রানে ৫ উইকেট দখল করেন।
১০০ টপকাল ভারত
২৯.৬ ওভারে নাথাল লিয়নের বলে ছক্কা মারেন উমেশ যাদব। পরে ৩০.২ ওভারে টড মার্ফিকে একটি ছক্কা মেরে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করান তিনি। ৩০.৬ ওভারে একটি চার মারেন উমেশ। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১০৬ রান। উমেশ ১৬ ও অক্ষর ১০ রানে ব্যাট করছেন।
রবিচন্দ্রন অশ্বিন আউট
২৮.৩ ওভারে কুনম্যানের বলে অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ১২ বলে ৩ রান করেন তিনি। ভারত ৮৮ রান ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমেশ যাদব।
লাঞ্চের পরে লড়াই শুরু ভারতের
লাঞ্চের পরে কুনম্যানের প্রথম ওভারে ২ রান সংগ্রহ করে ভারত। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৮৬ রান। অক্ষর ৭ ও অশ্বিন ২ রানে ব্যাট করছেন।
মধ্যাহ্নভোজের বিরতি
প্রথম দিনের প্রথম সেশনে সাকুল্যে ২৬ ওভার ব্যাট করে ভারত। তারা ৭ উইকেট হারিয়ে ৮৪ রান তোলে। লাঞ্চে ১৩ বলে ৬ রান করে নট-আউট থাকেন অক্ষর প্যাটেল। তিনি ১টি চার মেরেছেন। অশ্বিন নট-আউট থাকেন ৫ বলে ১ রান করে। নাথান লিয়ন ৮ ওভারে ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন। ১৪ রানে ৩টি উইকেট নিয়েছেন কুনম্যান। ১টি উইকেট নিয়েছেন মার্ফি।
ভরতকে ফেরালেন লিয়ন
২৪.৫ ওভারে নাথান লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কেএস ভরত। ৩০ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ভারত ৮২ রানে ৭ উইকে হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন।
কোহলিকে ফেরালেন মার্ফি
২১.৪ ওভারে টড মার্ফির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৫২ বলে ২২ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত ৭০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।
বিপর্যয় মোকাবিলায় কোহলি
২০ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৬৯ রান। বিরাট কোহলি ৪৪ বলে ২১ রান করেছেন। মেরেছেন ২টি চার। কেএস ভরত ২০ বলে ১০ রান করেছেন। মেরেছেন ১টি চার।
৫০ টপকাল ভারত
১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ভারত। ১৫ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৫৮ রান। বিরাট কোহলি ১৬ রানে ব্যাট করছেন। ৪ রানে ব্যাট করছেন ভরত।
শ্রেয়স আইয়ার আউট
১১.২ ওভারে কুনম্যানের বলে বোল্ড হন শ্রেয়স আইয়ার। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে প্লেড-অন হন শ্রেয়স। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি আইয়ার। ভারত ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা। ব্যাট করতে নামেন কেএস ভরত।
জাদেজাকে ফেরালেন লিয়ন
১০.৫ ওভারে নাথান লিয়নের বলে কুনম্যানের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ৯ বলে ৪ রান করেন তিনি। ভারত ৪৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। লিয়ন ২ ওভারে ১টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
পূজারাকে ফেরালেন লিয়ন
নবম ওভারে প্রথমবার বল করতে আসেন নাথান লিয়ন। নিজের প্রথম ওভারেই চেতেশ্বর পূজারার উইকেট তুলে নেন তিনি। ৮.২ ওভারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন পূজারা। ৪ বলে ১ রান করেন তিনি। ভারত ৩৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।
শুভমন গিল আউট
নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে শুভমন গিলের উইকেট তুলে নিলেন ম্যাথিউ কুনম্যান। ৭.২ ওভারে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন গিল। ১৮ বলে ২১ রান করেন তিনি। মারেন ৩টি চার। ভারত ৩৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। ৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৫ রান। কুনম্যান ২ ওভারে ২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
রোহিত শর্মা আউট
পঞ্চম ওভারে স্টার্কের বলে ১টি চার মারেন রোহিত শর্মা। ষষ্ঠ ওভারেই অস্ট্রেলিয়া স্পিন আক্রমণ শুরু করে। ৫.৬ ওভারে ম্যাথিউ কুনম্যানের বলে স্টেপ-আউট করে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন রোহিত। বলের লাইন মিস করেন তিনি। ফলে স্টাম্প-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ভারত অধিনায়ককে। ২৩ বলে ১২ রান করেন রোহিত। মারেন ৩টি চার। ভারত ২৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতেশ্বর পূজারা।
আগ্রাসী শুরু ভারতের
তৃতীয় ওভারে স্টার্কের পঞ্চম বলে চার মারেন রোহিত। চতুর্থ ওভারে গ্রিনের দ্বিতীয় ও পঞ্চম বলে জোড়া বাউন্ডারি মারেন গিল। ৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২২ রান। গিল ১৪ ও রোহিত ৮ রানে ব্যাট করছেন।
বাউন্ডারি মেরে খাতা খোলেন গিল
দ্বিতীয় ওভারে বল করতে আসেন ক্যামেরন গ্রিন। দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে খাতা খোলেন শুভমন গিল। দ্বিতীয় ওভারে ৬ রান ওঠে। ১ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০ রান।
প্রথম ওভারেই দু'বার আউট হয়ে বাঁচলেন রোহিত
শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম বলেই নিশ্চিত আউট হয়ে বেঁচে যান রোহিত। রোহিতের ব্যাটের কানা ছুঁয়ে বল ক্যারির দস্তানায় জমা পড়ে। অস্ট্রেলিয়া জোরালো আবেদন করলেও রিভিউ নেয়নি। আল্ট্রা এজে স্পষ্ট হয়ে যায় যে, রোহিত এক্ষেত্রে আউট ছিলেন। চতুর্থ বলে রোহিতের বিরুদ্ধে এলবিডব্লিউর হালকা আবেদন জানায় অস্ট্রেলিয়া। আম্পায়ার আউট দেননি। পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায় যে, রোহিত এক্ষেত্রে এলবিডব্লিউ ছিলেন। অর্থাৎ, অস্ট্রেলিয়া রিভিউ নিলে রোহিত এক্ষেত্রেও আউট হয়ে সাজঘরে ফিরতেন। শেষমেশ ওভারের পঞ্চম বলে চার মেরে খাতা খোলেন হিটম্যান। প্রথম ওভারে চার রান ওঠে।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।
জোড়া বদল অস্ট্রেলিয়ার প্রথম একাদশে
প্যাট কামিন্স তৃতীয় টেস্ট খেলছেন না। তাঁর বদলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। কামিন্সের বদলে দলে ঢোকেন মিচেল স্টার্ক। ডেভিড ওয়ার্নারও ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। তাঁর বদলে চোট সারিয়ে দলে ফেরেন ক্যামেরন গ্রিন।
বাদ পড়লেন লোকেশ রাহুল
সিরিজের তৃতীয় টেস্টে বাদ পড়লেন লোকেশ রাহুল। তাঁর পরিবর্তে দলে ঢোকেন শুভমন গিল। মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়ার কথা জানান রোহিত শর্মা। তাঁর বদলে মাঠে নামার সুযোগ পান উমেশ যাদব।
টস জিতলেন রোহিত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে টস জিতল ভারত। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ইন্দোরের স্পিন সহায়ক পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে অস্ট্রেলিয়াকে।
পিচ দেখে উৎসাহী ভারত
ইন্দোরের পিচে ঘাস চোখে পড়ছে না। কালো মাটির পিচে ফাটল চোখে পড়ছে শুরু থেকেই। সময়ের সঙ্গে সঙ্গে ফাটল বাড়বে। স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করা নিতান্ত কঠিন হয়ে দাঁড়াবে এই বাইশগজে।
অজিদের আশা দেখছেন না গাভাসকর
ইন্দোর টেস্টের আগে সুনীল গাভাসকর স্পষ্ট জানান যে, এই পিচেও তিনি অস্ট্রেলিয়ার কোনও সম্ভাবনা দেখছেন না। তবে ক্যাপ্টেন স্টিভ স্মিথ যদি বড় রান করতে পারেন, তবে অস্ট্রেলিয়া ম্যাচ চতুর্থ দিনে টেনে নিয়ে যেতে পারে। না হলে এখানেও তিনদিনে ম্যাচ শেষ হতে পারে।
মাঠে নেমেই মাইলস্টোন ছোঁবেন কোহলি
ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামা মাত্রই দুর্দান্ত মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলি। তিন ফর্ম্যাট মিলিয়ে ঘরের মাঠে এটি তাঁর ২০০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে চলেছে। সেদিক থেকে বিরল ‘ডাবল সেঞ্চুরির’ নজির গড়বেন কোহলি।
এক ঢিলে তিন পাখি মারার হাতছানি ভারতের সামনে
ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়াকে হারালে আক্ষরিক অর্থেই এক ঢিলে তিন পাখি মারবে ভারত।
১. এক ম্যাচ বাকি থাকতেই ৪ টেস্টের সিরিজ জয় নিশ্চিত করবে টিম ইন্ডিয়া।
২. আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পকেটে পুরবে ভারত।
৩. অস্ট্রেলিয়াকে টপকে বিশ্বের এক নম্বর টেস্ট দলে পরিণত হবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে তিন ফর্ম্যাটেই আইসিসি ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে পৌঁছে যাবে ভারত।