ভারতের সামনে হাতছানি রয়েছে সিরিজ জয়ের। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও বিশ্বব়্যাঙ্কিংয়ের সিংহাসনেও নজর রয়েছে রোহিতদের। ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই কেল্লা ফতে। তবে দ্বিতীয় দিনের শেষে ম্যাচের গতিপ্রকৃতি যে দিকে মোড় নিয়েছে, তাতে টিম ইন্ডিয়ার কাজটা নিতান্ত সহজ হবে বলে মনে হয় না। জিততে হলে তৃতীয় দিনে অস্ট্রেলিয়াকে অতি সস্তায় অল-আউট করতে হবে।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৭৬ রান
ভারত দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অল-আউট হয়। যার অর্থ প্রথম ইনিংসের ৮৮ রানের খামতি বাদ দিয়ে টিম ইন্ডিয়া এগিয়ে থাকে ৭৫ রানে। সুতরাং, জয়ের জন্য শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার দরকার মাত্র ৭৬ রান।
দ্বিতীয় ইনিংসে অল-অউট ভারত
৬০.৩ ওভারে নাথান লিয়নের বলে স্টেপ-আউট করে বোল্ড হন মহম্মদ সিরাজ। ৭ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ভারর দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অল-আউট হয়ে যায়। অক্ষর প্যাটেল ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। নাথান লিয়ন ৬৪ রানে ৮ উইকেট দখল করেন। ভারত দ্বিতীয় ইনিংসে অল-আউট হওয়া মাত্রই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়।
৭৫ রানে এগিয়ে ভারত
৫৮.৩ ওভারে লিয়নের বলে ছক্কা হাঁকান অক্ষর প্যাটেল। ৫৯ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৯ উইকেটে ১৬৩ রান। সুতরাং ৭৫ রানের লিড রয়েছে টিম ইন্ডিয়ার হাতে। অক্ষর ১৫ রানে ব্যাট করছেন।
উমেশ যাদব আউট
৫৬.৫ ওভারে লিয়নের বলে বাউন্ডারি লাইনে ক্যামেরন গ্রিনের হাতে ধরা পড়েন উমেশ যাদব। ২ বল খেলে খাতা খুলতে পারেননি উমেশ। ভারত ১৫৫ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। উল্লেখ্য উমেশকে আগের বলেই এলবিডব্লিউ আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। লিয়ন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট দখল করেন।
পূজারার অবিশ্বাস্য ক্যাচ ধরলেন স্মিথ
৫৬.৩ ওভারে নাথান লিয়নের বলে লেগ স্লিপে চেতেশ্বর পূজারার অবিশ্বাস্য ক্যাচ ধরেন স্টিভ স্মিথ। ১৪২ বলে ৫৯ রানের লড়াকু ইনিংস খেলে মাঠ ছাড়েন পূজারা। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ভারত ১৫৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমেশ যাদব। লিয়নের এটি ইনিংসে ৬ নম্বর শিকার।
১৫০ টপকাল ভারত
৫৪.৩ ওভারে নাথান লিয়নকে ছক্কা হাঁকিয়ে ভারতকে ১৫০ রানের গণ্ডি পার করান চেতেশ্বর পূজারা। ৫৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৭ উইকেটে ১৫১ রান। সুতরাং, টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ৬৩ রানের। পূজারা ১৩৮ বলে ৫৮ রান করেছেন। মেরেছেন ৫টি চার ও ১টি ছক্কা। অক্ষর প্যাটেল ১৯ বলে ৪ রান করেছেন।
শেষবেলায় ঝুঁকি নিয়ে রাজি নয় ভারত
৫২ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১৪৪ রান। জমাট ডিফেন্স করছেন পূজারা ও অক্ষর। চেতেশ্বর ৫২ রানে ব্যাট করছেন। অক্ষরের সংগ্রহ ৩ রান। ভারতের হাতে লিড রয়েছে ৫৬ রানের।
অশ্বিনকে ফিরিয়ে ৫ উইকেট লিয়নের
৪৮.১ ওভারে নাথান লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রবিচন্দ্রন অশ্বিন। ২৮ বলে ১৬ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত দ্বিতীয় ইনিংসে ১৪০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। লিয়ন দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন।
পূজারার ক্যাচ ছাড়লেন মার্নাস, ভারতের লিড ছাড়াল ৫০
৪৭.৪ ওভারে কুনম্যানের বলে পূজারার ক্যাচ ছাড়েন মার্নাস ল্যাবুশান। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৪০ রান। সুতরাং ভারতের হাতে লিড রয়েছে ৫২ রানের। পূজারা ৫১ ও অশ্বিন ১৬ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি পূজারার
৫টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন চেতেশ্বর পূজারা। ৪৬ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬ উইকেটে ১৩৩ রান। টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ৪৫ রানের। পূজারা ৫০ ও অশ্বিন ১০ রানে ব্যাট করছেন।
৪০ রানের লিড ভারতের হাতে
৪৪ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬ উইকেটে ১২৮ রান। সুতরাং, টিম ইন্ডিয়ার হাতে রয়েছে ৪০ রানের লিড। পূজারা ব্যক্তিগত ৪৭ রানে ব্যাট করছেন। অশ্বিন সংগ্রহ করেছেন ৮ রান।
লিয়নের চতুর্থ শিকার ভরত
৪০.১ ওভারে নাথান লিয়নের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কেএস ভরত। ৮ বলে ৩ রান করেন তিনি। ভারত ১১৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের হাতে লিড ৩০ রানের
দ্বিতীয় ইনিংসে ৪০ ওভার ব্যাট করে ভারত ৫ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করেছে। সুতরাং, টিম ইন্ডিয়ার হাতে রয়েছে ৩০ রানের লিড। পূজারা ৪৬ রানে ব্যাট করছেন।
শ্রেয়স আইয়ার আউট
৩৭.২ ওভারে মিচেল স্টার্কের বলে শ্রেয়স আইয়ারের দুর্দান্ত ক্যাচ ধরেন উসমান খোয়াজা। ২৭ বলে ২৬ রান করেন শ্রেয়স। মারেন ৩টি চার ও ২টি ছক্কা। ভারত দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেএস ভরত।
ব্যাট চালাচ্ছেন শ্রেয়স
৩৬তম ওভারে কুনম্যানের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন শ্রেয়স। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১১ রান। সুতরাং, ভারতের হাতে লিড রয়েছে ২৩ রানের। শ্রেয়স ২৩ বলে ২৫ রান করেছেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। পূজারা ব্যাট করছেন ৪৩ রানে।
১০০ টপকাল ভারত
৩৫তম ওভারে লিয়নের বলে পরপর ২টি চার মারেন শ্রেয়স আইয়ার। ৩৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ১০১ রান। পূজারা ৪৩ ও শ্রেয়স ১৫ রানে ব্যাট করছেন।
লিড নেওয়া শুরু ভারতের
চায়ের বিরতির পরে নাথান লিয়নের প্রথম ওভারে ১ রান সংগ্রহ করে ভারত। কুনম্যানের দ্বিতীয় ওভারে একটি চার মারেন পূজারা। একটি ছক্কা হাঁকান শ্রেয়স। ৩৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৯১ রান। সুতরাং, ভারতের হাতে লিড রয়েছে ৩ রানের। পূজারা ৪২ ও শ্রেয়স ৬ রানে ব্যাট করছেন।
চায়ের বিরতি
প্রথম ইনিংসের নিরিখে ৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে ভারত। তারা দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে। সুতরাং, এখনও ৯ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। চেতেশ্বর পূজারা ৭৬ বলে ৩৬ রান করে অপরাজিত রয়েছেন। তিনি ৪টি চার মেরেছেন। ৬ বল খেলে এখনও খাতা খোলেননি শ্রেয়স আইয়ার।
জাদেজাকে ফেরালেন লিয়ন
৩০.৫ ওভারে নাথান লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রবীন্দ্র জাদেজা। আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় অস্ট্রেলিয়া। ৩৬ বলে ৭ রান করে মাঠ ছাড়েন জাদেজা। ভারত দ্বিতীয় ইনিংসে ৭৮ রানে ৪ উইকেট হারায়। সুতরাং এখনও ১০ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। পূজারা ব্যাট করছেন ৩৫ রানে।
১৩ রানে পিছিয়ে ভারত
দ্বিতীয় ইনিংসে ২৯ ওভার ব্যাট করে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৭৫ রান সংগ্রহ করেছে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে এখনও ১৩ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। পূজারা ৩৩ ও জাদেজা ৬ রানে ব্যাট করছেন।
ব্যাট চালাচ্ছেন পূজারা
২৫তম ওভারে কুনম্যানের বলে জোড়া বাউন্ডারি মারেন চেতেশ্বর পূজারা। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৬৯ রান। সুতরাং, তারা পিছিয়ে রয়েছে ১৯ রানে। চেতেশ্বর ৭১ বলে ৩৩ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন। জাদেজা ব্যাট করছেন ২ রানে।
কোহলিকে ফেরালেন কুনম্যান
২২.৪ ওভারে কুনম্যানের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ২৬ বলে ১৩ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।
৫০ ছুঁল ভারত
২২তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৫০ রান। কোহলি ৯ ও পূজারা ২০ রানে ব্যাট করছেন।
নির্ভরতা দিচ্ছেন পূজারা
২০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ২ উইকেটে ৪৮ রান। সুতরাং, ভারত আপাতত পিছিয়ে রয়েছে ৪০ রানে। পূজারা ৫২ বলে ২০ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন। কোহলি ২০ বলে ৭ রান করেছেন। তিনি ১টি চার মেরেছেন।
রোহিত শর্মা আউট
১৪.৪ ওভারে নাথান লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। ৩৩ বলে ১২ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ২ উইকেট হারায়ষ ব্যাট করতে নামেন বিরাট কোহলি। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৩ রান। ভারত এখনও ৫৫ রানে পিছিয়ে।
প্রতিরোধ গড়ার চেষ্টায় রোহিত-পূজারা
১০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ২২ রান সংগ্রহ করেছে ভারত। রোহিত শর্মা ২৪ বলে ১০ রান করেছেন। ২১ বলে ৩ রান করেছেন পূজারা।
সাজঘরে ফিরলেন শুভমন
লাঞ্চের পরে প্রথম ওভারেই আউট হয়ে সাজঘরে ফেরেন শুভমন গিল।৪.৬ ওভারে লিয়ানের বলে স্টেপ-আউট করে বড় শট খেলার চেষ্টায় বোল্ড হন গিল। ১৫ বলে ৫ রান করে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে ভারত ১৫ রানে ১ উইকেটল হারায়। ব্যাট করতে নামেন চেতেশ্বর পূজারা।
মধ্যাহ্নভোজের বিরতি
প্রথম ইনিংসের নিরিখে ৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। তারা দ্বিতীয় দিনের লাঞ্চে ৪ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১৩ রান সংগ্রহ করেছে। সুতরাং, এখনও অস্ট্রেলিয়ার থেকে ৭৫ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। শুভমন গিল ১১ বলে ৪ রান করেছেন। ১৩ বলে ৫ রান করেছেন রোহিত শর্মা।
ভারতের দ্বিতীয় ইনিংস শুরু
যথারীতি দ্বিতীয় ইনিংসেও ভারতের হয়ে ওপেন করতে নামেন গিল ও রোহিত। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম বলেই লেগ-বাই হিসেবে চার রান পেয়ে যায় ভারত। প্রথম ওভারে মোট ৮ রান ওঠে। দ্বিতীয় ওভারেই স্পিনার কুনম্যানের হাতে বল তুলে দেয় অস্ট্রেলিয়া। ২ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৯ রান।
৮৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
ভারতের ১০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস শেষ করে ১৯৭ রানে। সুতরাং, ৮৮ রানে লিড নেয় অস্ট্রেলিয়া। জাদেজা ৭৮ রানে ৪টি, অশ্বিন ৪৪ রানে ৩টি ও উমেশ যাদব ১২ রানে ৩টি উইকেট দখল করেন।
লিয়নকে ফেরালেন অশ্বিন
৭৬.৩ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নাথান লিয়ন। ৮ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১১ রানের মধ্যে শেষ ৬টি উইকেট হারা। তারা প্রথম ইনিংসে ১৯৭ রানে অল-আউট হয়।
মার্ফিকে ফেরালেন উমেশ
৭৫.৩ ওভারে উমেশ যাদবের বলে বোল্ড হন টড মার্ফি। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি মার্ফি। অস্ট্রেলিয়া ১৯৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ম্যাথিউ কুনম্যান। অস্ট্রেলিয়া এগিয়ে ৮৮ রানে।
অশ্বিনের বলে সাজঘরে ক্যারি
৭৪.১ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন অ্যালেক্স ক্যারি। ৭ বলে ৩ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ১৯৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টড মার্ফি।
স্টার্কের স্টাম্প ছিটকে দিলেন উমেশ
৭৩.৩ ওভারে উমেশ যাদবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মিচেল স্টার্ক। ৩ বলে ১ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ১৯২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাথান লিয়ন। অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ৮৩ রানের।
গ্রিনকে ফেরালেন উমেশ
৭১.৬ ওভারে ক্যামেরন গ্রিনকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন উমেশ যাদব। রিভিউ নিয়েও বাঁচেননি গ্রিন। ৫৭ বলে ২১ রান করেন তিনি। মারেন ২টি চার। অস্ট্রেলিয়া ১৮৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্টার্ক।
হ্যান্ডসকম্বকে ফেরালেন অশ্বিন
৭০.৬ ওভারে পিটার হ্যান্ডসকম্বকে ফিরিয়ে ভারতকে দিনের প্রথম সাফল্য এনে দেন অশ্বিন। ৯৮ বলে ১৯ রান করে শর্ট-লেগ ফিল্ডার শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন হ্যান্ডসকম্ব। তিনি ১টি চার মারেন। অস্ট্রেলিয়া ১৮৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালেক্স ক্যারি।
আক্রমণে অশ্বিন
দ্বিতীয় দিনে প্রায় এক ঘণ্টা খেলা হওয়ার পরে অশ্বিনকে আক্রমণে নিয়ে আসে ভারত। ৬৯তম ওভারে বল করতে আসেন রবিচন্দ্রন। অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৮০ রান। তাদের হাতে লিড রয়েছে ৭১ রানের।
ফের নো বল জাদেজার
৬৮তম ওভারের তৃতীয় বল করতে গিয়ে ফের ওভার স্টেপে নো বল করেন রবীন্দ্র জাদেজা। প্রথম দিনে জাদেজার নো বলে আউট হয়ে বেঁচে যান মার্নাস ল্যাবুশান, যা নিয়ে বিস্তর চর্চা হয়।
৬৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
৬৫ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৭২ রান। সুতরাং, অজিদের হাতে রয়েছে ৬৩ রানের লিড। ১৭ রানে ব্যাট করছেন ক্যামেরন গ্রিন। ১২ রান করেছেন হ্যান্ডসকম্ব।
দিনের শুরুতে সিরাজ কেন? প্রশ্ন মঞ্জরেকরের
ভারত মহম্মদ সিরাজকে দিয়ে দিনের শুরুতে বোলিং করানোয় খুশি নন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর দাবি, একপ্রান্ত দিয়ে জাদেজা ও অন্য প্রান্ত দিয়ে অশ্বিনের বল করা উচিত ছিল। দুই অজি ব্যাটসম্যান দিনের শুরুতে সেট হওয়ার সুযোগ পেয়ে যান বলে মত, প্রাক্তন তারকার। অশ্বিন প্রথম ৩০ মিনিটেও বল করতে না আসায় বিস্ময় প্রকাশ করেন গাভাসকরও।
সতর্ক ব্যাটিং গ্রিনদের
৬০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৬৪ রান। ক্যামেরন গ্রিন ২৫ বলে ১২ রান করেছেন। মেরেছেন ১টি চার। ৫৭ বলে ৯ রান করেছেন পিটার হ্যান্ডসকম্ব।
ভারতীয় দলকে সতর্ক করলেন ভাজ্জি
ধারাভাষ্য দেওয়ার সময় ভারতীয় দলকে সতর্ক করেন হরভজন সিং। তাঁর দাবি, অস্ট্রেলিয়ার লিড যদি ১০০ ছাড়িয়ে যায়, তবে বিপদে পড়তে পারে ভারত।
অস্ট্রেলিয়ার লিড ছাড়াল ৫০
৫৬.১ ওভারে সিরাজের বলে বাউন্ডারি মেরে দ্বিতীয় দিনে স্কোরবোর্ড চালু করেন গ্রিন। ৫৭ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৬০ রান। সুতরাং, অজিদের হাতে লিড রয়েছে ৫১ রানের।
দ্বিতীয় দিনের খেলা শুরু
দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব ও ক্যামেরন গ্রিন। বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। দিনের দ্বিতীয় ওভারে বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। তিনিও কোনও রান খরচ করেননি।
ফের ৫ উইকেটের দোরগোড়ায় জাদেজা
নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ৪৭ রানে ৫ উইকেট নেন জাদেজা। দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ৪২ রানে ৭টি উইকেট দখল করেন। এবার ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ইতিমধ্যেই ৪টি উইকেট নিয়েছে রবীন্দ্র। সুতরাং, পরপর ৩টি টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার হাতছানি রয়েছে জাদেজার সামনে।
অস্ট্রেলিয়া বড় লিড নিলে বিপদে পড়বে ভারত
অস্ট্রেলিয়ার হাতে রয়েছে ৬টি উইকেট। অজিরা প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড নিলে ঘোর সমস্যায় পড়বে ভারত। কেননা, ইন্দোরের পিচে প্রথম দিনেই ১৪টি উইকেট নিয়েছেন স্পিনাররা। তাই সময় যত গড়াবে, স্পিনারদের সামলানো যে কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না।
প্রথম দিনের স্কোর
ইন্দোরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। চূড়ান্ত ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১০৯ রানে। তাদের ইনিংস স্থায়ী হয় ৩৩.২ ওভার। বিরাট কোহলি ২২, শুভমন গিল ২১, কেএস ভরত ১৭, উমেশ যাদব ১৭, রোহিত শর্মা ১২ ও অক্ষর প্যাটেল অপরাজিত ১২ রান করেন। ম্যাথিউ কুনম্যান ৫টি, নাথান লিয়ন ৩টি ও টড মার্ফি ১টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে। উসমান খোয়াজা ৬০, মার্নাস ল্যাবুশান ৩১ ও স্টিভ স্মিথ ২৬ রান করে আউট হন। পিটার হ্যান্ডসকম্ব ৭ ও ক্যামেরন গ্রিন ৬ রানে নট-আউট থাকেন। ৪টি উইকেটই নেন রবীন্দ্র জাদেজা। প্রথম দিনেই অস্ট্রেলিয়া লিড নেয় ৪৭ রানের।