আঙুলে মলম লাগানোর জন্য শাস্তি পেলেন রবীন্দ্র জাদেজা। আইসিসি-র তরফে জানানো হয়েছে, ভারতের তারকা অলরাউন্ডার নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময় আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ান লঙ্ঘন করেছেন। তার জন্য জাড্ডুর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
জাদেজার বিরুদ্ধে অভিযোগ, আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ধারা ২.২০ লঙ্ঘন করেছেন তিনি। জরিমানার পাশাপাশি জাদেজার ডিসিপ্লিনারি রেকর্ডে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্টও। ২৪ মাসের মধ্যে এটি তাঁর প্রথম অপরাধ হিসেবে রেকর্ডে নথিভুক্ত কার হয়েছে।
আরও পড়ুন: WPL 2023 -এ হান্ড্রেড জয়ী কোচকে প্রধান প্রশিক্ষক নিয়োগ করল DC
ঘটনাটি ৯ ফেব্রুয়ারি। নাগপুর টেস্টের প্রথম দিন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৬তম ওভারের সময়ে জাদেজাকে তাঁর তর্জনীতে একটা কিছু লাগাতে দেখা গিয়েছিল। ভিডিয়ো ফুটেজে দেখা যায়, মহম্মদ সিরাজের তালু থেকে একটা কিছু নিয়ে নিজের বাঁ-হাতের তর্জনীতে ঘষছেন বাঁ-হাতি স্পিনার। পরে জানা যায়, সেটি ক্রিম ছিল।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট ব্যাখ্যা করেছে যে, ফিঙ্গার স্পিনার তাঁর বোলিং হাতের তর্জনী ফুলে যাওয়ার জন্য ক্রিমটি ব্যবহার করছিলেন। তবে মাঠের আম্পায়ারদের অনুমতি ছাড়াই এটি ঘটে। যেটা অপরাধ হিসেবে বিবেচ্য। জাদেজা নিজের অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত অনুমোদন গ্রহণ করেছেন।
আরও পড়ুন: এই সুযোগ লাখ লাখ মানুষের মধ্যে কয়েক জন পায়- টেস্ট ক্যাপের মূল্য বোঝালেন দ্রাবিড়
জাদেজা যে তাঁর তর্জনিতে ক্রিমটি চিকিৎসার কারণেই লাগিয়েছিলেন, এই ব্যখ্যাতে সন্তুষ্ট হয়েছেন ম্যাচ রেফারি। কারণ বলের উপর একটি কৃত্রিম পদার্থ হিসাবে ক্রিমটি প্রয়োগ করা হয়নি। এবং ফলস্বরূপ এটি বলের অবস্থার পরিবর্তন করেনি, যা আইসিসি খেলার শর্তগুলির ৪১.৩ ধারা লঙ্ঘন করে। সে রকম কিছু ঘটেনি। তবু আম্পায়ারের থেকে অনুমতি না নেওয়ার কারণেই শাস্তির কবলে পড়তে হল জাদেজাকে।
তারকা অলরাউন্ডারকে আঙুলে কিছু একটা করতে দেখেই, অজি মিডিয়া এবং বিদেশি প্রাক্তনীরা বল ট্যাম্পারিংয়ের অভিযোগ আনে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইনরা। তবে বল ট্যাম্পারিং না করলেও শাস্তি পেতেই হল জাড্ডুকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।