বাংলা নিউজ > ময়দান > IND vs AUS Delhi Test: রাগে গজরাচ্ছেন রোহিত, কোহলি-জাদেজার চোখ ছানাবড়া, খোয়াজার আউট নিয়েই যত কাণ্ড- ভিডিয়ো

IND vs AUS Delhi Test: রাগে গজরাচ্ছেন রোহিত, কোহলি-জাদেজার চোখ ছানাবড়া, খোয়াজার আউট নিয়েই যত কাণ্ড- ভিডিয়ো

খোয়াজাকে আউট না দেওয়ায় হতবাক হন রোহিত-কোহলি-জাদেজারা।

২৪তম ওভারের প্রথম বলেই উসমান খোয়াজার বিরুদ্ধে এলবিডব্লিউ-এর জোরালো আবেদন করেন জাদেজা। আউটও দিয়ে দেন ফিল্ড আম্পায়ার মাইকেল গফ। কিন্তু ডিআরএস নেন খোয়াজা। এবং প্রাণেও বেঁচে যান তিনি। বিষয়টি একেবারেই হজম হয়নি রোহিতদের।

৪৮ রানে আউট হতে পারতেন উসমান খোয়াজা। কিন্তু তিনি শেষ পর্যন্ত আউট হন ৮১ রানে গিয়ে। একটুর জন্য প্রথম বার প্রাণে বাঁচেন খোয়াজা। আর তাতেই মুষড়ে পড়ে ভারতীয় শিবির। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাজের হতাশার সেই অভিব্যক্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

২৩তম ওভারের চতুর্থ বল। মার্নাস ল্যাবুশেনকে এলবিডব্লিউ করেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ফিল্ড আম্পায়ার ডান-হাতি ব্যাটসম্যানের পক্ষে রায় দেন। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মাকে চাপ দিয়েই রিভিউ নেন আত্মবিশ্বাসী অশ্বিন। রিপ্লেতে দেখা যায় যে, বল লাইনে পিচ করছে এবং স্টাম্পে আঘাত করছে। ডিআরএস নেওয়ার জন্য অশ্বিন যে অধিনায়ককে চাপ দিয়েছিলেন, সেটা একেবারে সঠিক কাজ ছিল, প্রমাণ হয়ে যায়। ১৮ করে সাজঘরে ফেরেন ল্যাবুশেন।

আরও পড়ুন: দ্রাবিড়,রোহিতদের বিশ্বাস ভেঙেছেন,সরে দাঁড়ানো ছাড়া পথ ছিল না চেতনের- BCCI সূত্র

এই ওভারের শেষ বলে স্টিভ স্মিথকে সাজঘরে ফেরান অশ্বিন। ২ বল খেললেও রানের খাত খুলতে পারেননি স্মিথ। কেএস ভরতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এক ওভারে জোড়া উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়েছিল অস্ট্রেলিয়া।

এর ঠিক পরের ওভারেই অর্থাৎ ২৪তম ওভারের প্রথম বলেই উসমান খোয়াজার বিরুদ্ধে এলবিডব্লিউ-এর জোরালো আবেদন করেন জাদেজা। আউটও দিয়ে দেন ফিল্ড আম্পায়ার মাইকেল গফ। কিন্তু ডিআরএস নেন খোয়াজা। এবং প্রাণেও বেঁচে যান তিনি। রিভিউ-তে দেখা গিয়েছে, বল উইকেট ছেড়ে বের হয়ে যাচ্ছিল। এই উইকেটটা পড়ে গেলে কিন্তু অজিরা চাপে পড়ে যেত। সেই সময়ে ৪৮ রানে ব্যাট করছিলেন খোয়াজা।

আরও পড়ুন: কখনও ভাবিনি ১০০ টেস্ট খেলব- গাভাসকরের থেকে সংবর্ধনা নিলেন পূজারা

তবে খোয়াজা আউট না হওয়ার পরের মুহুর্তটি দেখার মতো ছিল। জাদেজা, রোহিত এবং কোহলিরা সবাই হতাশ হয়ে পড়েন। কারণ তারা আর একটি উইকেটের প্রত্যাশা করেছিলেন। কারণ এ দিনের জন্য খোয়াজা বড় উইকেট ছিল। তাই হৃদয় ভাঙে রোহিতদের। আর সেই ভিডিয়োই নেটপাড়ায় এখন ভাইরাল।

খোয়াজা শেষ পর্যন্ত জাদেজার বলেই আউট হন। কেএল রাহুলকে ক্যাচ দিয়ে। তবে তখন তাঁর স্কোর ৮১। ৪৬তম পঞ্চম বলে যখন আউট হয়ে সাজঘরে ফিরছেন খোয়াজা, তখন স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ১৬৭। নিঃসন্দেহে ওপেন করতে নেমে দুরন্ত একটি ইনিংস খেলেন খোয়াজা।

শুক্রবার দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই কিছুটা নড়বড় করছিল অজিরা। তবে উসমান খোয়াজার ৮১ অস্ট্রেলিয়াকে অক্সিজেন দেয়। আর শেষ পাতে পিটার হ্যান্ডসকম্বের অপরাজিত দুুরন্ত ৭২ রান বড় পুঁজি হয় অজিদের। এর বাইরে প্যাট কামিন্সের ৩৩ কিছুটা সম্বল হয়।

অস্ট্রেলিয়ার বাকি ব্যাটারদের দশা তথৈবচ। কেউ ২০ রানের গণ্ডিই টপকাননি। শূন্যতে সাজঘরে ফিরেছেন স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি এবং টড মার্ফি। ভারতীয় বোলারদের দাপটে প্রথম দিনই ২৬৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার মহম্মদ শামি ৪ উইকেট নিয়েছেন। ৩টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি মুরগির রোস্ট নয়, এবার বানান ইলিশ মাছের রোস্ট! জমে যাবে পুজোর দুপুর বিগ বস না টাকার খনি! ১৮তম সিজনে ২৫০ কোটি টাকা নিচ্ছেন সলমন খান,এপিসোড পিছু আয় কত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.