শুভব্রত মুখার্জি: শনিবার দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ৬২ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া দল। হাতে রয়েছে ৯টি উইকেট। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইতিমধ্যেই জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় দিনে কার্যত একার হাতে ম্যাচ জমিয়ে দিয়েছেন নাথান লিয়ন। একাই পাঁচ উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দেন তিনি। যার মধ্যে রয়েছেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারার মতোন অভিজ্ঞ ভারতীয় ব্যাটারদের উইকেটও। আর এ দিনের দুরন্ত পারফরম্যান্সের হাত ধরে তিনি গড়ে ফেলেছেন এক অনন্য নজির। বর্ডার-গাভাসকার ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে নিয়ে ফেলেছেন ১০০টি উইকেট। পাশাপাশি তিনি প্রথম অজি বোলার, যিনি এই টুর্নামেন্টে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন।
আরও পড়ুন: ব্যাট আগে না প্যাড- কোহলির আউট বিতর্কে উত্তাল নেটপাড়া, রেগে লাল বিরাটও- ভিডিয়ো
নাথান লিয়ন ছাড়াও এই তালিকায় রয়েছেন দু'জন স্পিনার। তাঁরা দু'জনেই ভারতীয়। শীর্ষে রয়েছেন কিংবদন্তি ভারতীয় স্পিনার অনিল কুম্বলে। তাঁর দখলে রয়েছে ১১১টি উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। উল্লেখ্য, অশ্বিনও এই নজির গড়েছেন চলতি দিল্লি টেস্টেই। দিল্লি টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার ইনিংসের সময়ে এই নজির গড়েন অশ্বিন। আর এর এক দিন পরে ম্যাচের দ্বিতীয় দিনেই এই নজির গডলেন নাথান লিয়নও। এ দিন লিয়নের বোলিং দাপটে একটা সময়ে ত্রাহি ত্রাহি রব উঠে যায় ভারতীয় ব্যাটিংয়ে।
আরও পড়ুন: এটাও সম্ভব! চিলের মতোন ছোঁ মেরে ক্যাচ ধরলেন হ্যান্ডসকম্ব,দেখে হাঁ শ্রেয়স- ভিডিয়ো
লিয়ন এ দিন মোট ২৯ ওভার বল করেন। পাঁচটি মেডেন ওভার বোলিং করেন। ৬৭ রান দিয়ে নেন পাঁচটি উইকেট। ইকোনমি রেট মাত্র ২.৩১ রান প্রতি ওভার। এ দিন রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পুজারা, শ্রেয়স আইয়ার এবং শ্রীকর ভরতকে আউট করেন নাথান। সকালের সেশনেই চারটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এর পর শ্রীকর ভরতের উইকেট নিয়ে ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি। তাঁকে যোগ্য সহায়তা করেন অপর দুই স্পিনার। নাগপুর টেস্টে অজিদের নায়ক টড মার্ফি নেন ২ উইকেট এবং দিল্লি টেস্টে অভিষেক হওয়া ম্যাথু কুনম্যানও নেন দু' উইকেট। প্যাট কামিন্স ১ উইকেট নিয়েছেন। দিনের শেষে ১ উইকেটে ৬১ রানে করেছে অস্ট্রেলিয়া। হাতে ৬২ রানের লিড রয়েছে তাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।