বর্ডার-গাভাসকর ট্রফির আগে ভারত এবং অস্ট্রেলিয়া- দুই দলের স্পিন বোলিং নিয়ে বহু চর্চা চলছে। অজিরা ভারতীয় স্পিনারদের সামলানোর জন্য বিশেষ প্র্যাকটিসও করছে। তবে এত সবের মাঝে অজি অধিনায়ক প্যাট কামিন্স সিরিজ শুরুর আগেই ভারতকে কিছুটা হুমকি দেওয়ার ঢঙেই বলেছেন, তাঁর দলের ভয়ঙ্কর পেস বোলিং আক্রমণের কথা ভুলে যাওয়া উচিত নয়।
ভারতে আসার পর প্যাট কামিন্স শনিবার প্রথম সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, ‘আমি মাঝে মাঝে ভাবি, দু'একজন স্পিনার নিয়ে আলোচনা চলছে ঠিকই। তবে ভুলে যাবেন না, আমাদের অনেক ফাস্ট বোলাররা সব কন্ডিশনেই কতটা ভয়ঙ্কর হতে পারে। এমন কী এসসিজির উইকেট কার্যত দ্রুত বোলারদের জন্য ছিলই না। সেখানে তারা কার্যকরী ভূমিকা নিয়েছে।’
আরও পড়ুন: অ্যাশটনের হাফসেঞ্চুরিতেই বাজিমাত, পঞ্চমবার BBL চ্যাম্পিয়ন পারথ স্করচার্স
কামিন্স বলেছেন যে, তাঁর দল তার স্পিন নিয়ে উদ্বিগ্ন নয়। কারণ বৃহস্পতিবার নাগপুরে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে হাই-প্রোফাইল চার ম্যাচের টেস্ট সিরিজে অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লিয়নকে সাপোর্ট দেওয়ার দন্য অনেক বিকল্প রয়েছে।
অস্ট্রেলিয়া টিমে মিচেল সুইপসনের সঙ্গে রয়েছেন অ্যাশটন অ্যাগার। আর নাথান লিয়ন তো রয়েছেনই। কামিন্স বলেছেন, ‘আমাদের দলে (মিচেল) স্টারসি ফিরে আসার পর ফিঙ্গার স্পিন, রিস্ট স্পিন, বাঁ-হাতি (পেস) সহ অনেক বিকল্প আছে। আমরা স্পষ্টতই এমন বোলারদের বাছাই করব, যারা ২০ উইকেট তুলে নিতে পরারবে বলে আমরা মনে করব। কিন্তু আমরা কী ভাবে কাকে খেলাব, সেই ব্যাপারে আমরা এখনও ১০০ শতাংশ নিশ্চিত নই।’
এই সিরিজটি দ্বিমুখী স্পিন আক্রমণ হবে কিনা জানতে চাইলে কামিন্স বলেন, ‘পুরো বিষয়টি পরিস্থিতির উপর নির্ভর করবে। বিশেষ করে প্রথম টেস্টে। নাগপুরে গেলে, আমরা সেই পরিস্থিতিটা দেখতে পাব।’
আরও পড়ুন: কোন মার্জিনে অজিদের হারালে WTC ফাইনালের টিকিট ও এক নম্বর দলের খেতাব পাবে ভারত?
অস্ট্রেলিয়া সোমবার নাগপুরে যাওয়ার আগে একটি প্রশিক্ষণ শিবিরের জন্য বেঙ্গালুরুতে রয়েছে। কামিন্স বলেছেন, ‘ভাল ব্যাপার হল, অ্যাশটন অ্যাগারের মতো প্লেয়ার আমাদের শেষ সিরিজে দলে ছিল, সুইপসন শেষ দু'টি বিদেশ সফরে খেলেছে, তাই কিছুটা অভিজ্ঞতা রয়েছে। গত সফরে মারফি খেলেছে। আমরা মনে করি লিয়নের জন্য ওই বিভাগে আমরা অনেক বিকল্প পাব।’
২৯ বছরের কামিন্স উল্লেখ করেছেন যে, মিডল অর্ডার ব্যাটসম্যান ট্রেভিস হেডও তাদের অফ-স্পিন বিকল্প হিসেবে রয়েছে। তিনি বলেছেন, ‘ট্রেভিস হেডও সত্যিই ভালো অফস্পিন বোলিং করে। আমাদের ভারসাম্য বজায় রেখে দল তৈরি করতে হবে। আমাদের দল বেছে নেওয়ার জন্য প্রচুর বিকল্প আছে। আমরা এখনও পর্যন্ত কোনও বোলিং লাইন আপ ঠিক করিনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।