বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: প্রত্যাশার থেকে বেশি বল ঘুরেছে, ইন্দোরের বিপর্যয় নিয়ে সাফাই ভারতের ব্যাটিং কোচের

IND vs AUS: প্রত্যাশার থেকে বেশি বল ঘুরেছে, ইন্দোরের বিপর্যয় নিয়ে সাফাই ভারতের ব্যাটিং কোচের

ইন্দোরের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা নিয়ে সাফাই গাইলেন ব্যাটিং কোচ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অল-আউট হয়ে গিয়েছে ভারত। প্রথম দিনের প্রথম সেশনেই গড়ে ৪.৮ ডিগ্রি ঘুরেছে বল। তা নিয়ে সাফাই গেয়েছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।

প্রত্যাশার তুলনায় বেশি বল ঘুরেছে ইন্দোরে। এমনই দাবি করলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তাঁর দাবি, রোহিত শর্মা, বিরাট কোহলিরা আজ বাজে শট খেলে আউট হননি। বরং সার্বিকভাবে ব্যাটিং ইউনিট হিসেবে একটা ‘অফ ডে’ গিয়েছে ভারতের। 

ইন্দোরে তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে ভারতের ব্যাটিং কোচ  বলেন, 'নিশ্চিতভাবে এটা চ্যালেঞ্জিং পিচ। আমরা যা আশা করেছিলাম, তার থেকে বেশি বল ঘুরেছে। সম্ভবত আর্দ্রতার কারণে সকালের দিকে অনেকটা ঘুরছিল বল। নিশ্চিতভাবে আমরা আরও বেশি রান করতে পারবেন। তবে আমার মতে, কেউ আজ বাজে বা উলটো-পালটা শট মারেনি। ব্যাটিং ইউনিট হিসেবে আজ আমাদের একটা বাজে দিন কেটেছে।'

বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অল-আউট হয়ে গিয়েছে ভারত। প্রথম দিনের প্রথম সেশনেই গড়ে ৪.৮ ডিগ্রি ঘুরেছে বল। সেই পরিস্থিতিতে স্পিনিং পিচ কি আদতে ভারতের ‘ব্যাকফায়ার’ করে গিয়েছে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত অতীতের মতো স্পিনিং পিচে যে এখন ভারতীয় ব্যাটাররা পুরোপুরি বিপক্ষকে শাসন করতে পারেন না, সেই প্রমাণ মিলেছে। তারপরও কেন টার্নিং পিচ তৈরি করা হয়, তা নিয়ে বুধবার প্রশ্নের মুখে পড়েন বিক্রম। 

আরও পড়ুন: IND vs AUS in World Test Championship: ইন্দোরের পিচ শাস্তির মুখে পড়লে WTC ফাইনালের লড়াইয়ে ধাক্কা খাবে ভারত? নিয়ম কী?

যদিও ভারতীয় ব্যাটিং কোচের বক্তব্য, 'ব্যাটিং ইউনিট হিসেবে (এরকম পিচে) কখনও কখনও আউট হয়ে যেতে পারেন। কিন্তু আমরা টার্নিং পিচে খেলতে পছন্দ করি। সেটাই আমাদের শক্তি। দল হিসেবে সেই জায়গায় আমরা খুব ভালো।' সঙ্গে তিনি বলেন, 'আমার মনে হয় না যে আগের দুটি টেস্টের পিচ খারাপ ছিল। আমরা যা আশা করেছিলাম, তার তুলনায় কিছুটা বেশি শুষ্ক ছিল। সেটা আমরা দেখেছি।'

আরও পড়ুন: IND vs AUS, Khawaja takes dig at India: 'এই পিচে ব্যাটিং কোনও রকেট সায়েন্স নয়', ৬০ রান করে ভারতীয়দের চরম খোঁটা খোয়াজার

তবে ইন্দোরের কিউরেটরের উপর দোষ চাপিয়ে জিতে রাজি নন ভারতের ব্যাটিং কোচ। তিনি বলেন, 'সত্যি কথা বলতে কিউরেটররা উইকেট তৈরি করতে কার্যত কোনও সময় পাননি। এই মাঠে রঞ্জি ট্রফির ম্যাচ হয়েছে। অনেকটা পরে সিদ্ধান্ত হয়েছে যে ধর্মশালা থেকে ম্যাচ সরে এখানে আসবে। তাঁরা পর্যাপ্ত সময় পাননি।'

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.