বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: 'হটা উসকো', সাইটস্ক্রিনের সামনে ঘোরাফেরা করা দর্শকের উপর রেগে লাল রোহিত- ভিডিয়ো

IND vs AUS: 'হটা উসকো', সাইটস্ক্রিনের সামনে ঘোরাফেরা করা দর্শকের উপর রেগে লাল রোহিত- ভিডিয়ো

সাইটস্ক্রিনের সামনে দর্শকদের আনাগোনায় অখুশি প্রকাশ রোহিতের। ছবি- স্ক্রিনগ্র্যাব।

India vs Australia: আমদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে মনোসংযোগে বিঘ্ন ঘটানো দর্শকের উপর মেজাজ হারাতে দেখা যায় রোহিত শর্মাকে।

আমদাবাদ টেস্টের প্রথম দু'দিনে সাইটস্ক্রিন এলাকায় দর্শকদের আগাগোনা নিয়ে বেশ কয়েকবার বিব্রত হতে হয় ব্যাটসম্যানদের। বেশ কয়েকবার রান-আপ পূর্ণ করার পরেও ভারতীয় বোলারদের থামিয়ে দেন অজি ব্যাটসম্যানরা। বিশেষ করে উমেশ যাদবকে একাধিকবার ডেলিভারির ঠিক আগে রণে ভঙ্গ দিয়ে পুনরায় রান-আপে ফিরতে হয়।

শুধু অস্ট্রেলিয়ার ইনিংসেই নয়, বরং ভারত দ্বিতীয় দিনের শেষে যে ১০ ওভার ব্যাট করে, তাতেও সাইটস্ক্রিনের সামনে সমস্যা তৈরি করেন দর্শকরা। একবার তো রোহিত শর্মাকে রীতিমতো ক্ষোভ উগরে দিতে দেখা যায় মনোসংযোগে বিঘ্ন ঘটানো দর্শকের উপর।

দ্বিতীয় দিনের শেষবেলায় ভারতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে রোহিতকে রীতিমতো ক্ষুব্ধ দেখায়। নাথান লিয়নের শেষ বলে একরান নিয়ে নন-স্ট্রাইকার প্রান্তে চলে আসেন হিটম্যান। তার পরেই সাইটস্ক্রিনে সমস্যা তৈরি করা দর্শকের দিকে আম্পায়ার নীতিন মেননকে নজর দিতে বলেন রোহিত।

ভারত অধিনায়ক নিজেও নিরাপত্তাকর্মীদের দূর থেকেই নির্দেশ দেন। তাঁকে স্পষ্ট বলতে শোনা যায় যে, ‘হটা উসকো’। অর্থাৎ কিনা, 'ওকে সরা'।

আরও পড়ুন:- LLC 2023: পুরনো চাল ভাতে বাড়ে, দেখিয়ে দিলেন মিসবা, গম্ভীরের লড়াই ব্যর্থ হল ইন্ডিয়ার হারে

আমদাবাদ টেস্টের প্রথম ২ দিনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ছড়ি ঘোরান। যদিও রবিচন্দ্রন অশ্বিন প্রতিকূল পরিস্থিতিতেও দুর্দান্ত বল করেন। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা প্রথম দিনের খেলা শেষ করে ৪ উইকেটে ২৫৫ রান তুলে।

আরও পড়ুন:- PSL-এ সব থেকে কম বলে সেঞ্চুরি রিলির, পোলার্ড ঝড়ে রান তাড়া করে সব থেকে বড় জয় মুলতানের

দ্বিতীয় দিনে তার পর থেকে খেলা শুরু করে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৪৮০ রানে। উসমান খোয়াজা ১৮০ রানের অসাধারণ ইনিংস খেলেন। কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ক্যামেরন গ্রিন। তিনি ১১৪ রান করে সাজঘরে ফেরেন। অশ্বিন প্রথম ইনিংসে ৪৭.২ ওভার বল করে ১৫টি মেডেন-সহ ৯১ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন।

ভারত পালটা ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ৩৬ রান তোলে। তৃতীয় দিনে তার পর থেকে খেলা শুরু করা টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি ভাঙে দলগত ৭৪ রানের মাথায়। রোহিত শর্মা ব্যক্তিগত ৩৫ রানের মাথায় ম্যাথিউ কুনম্যানের বলে মার্নাস ল্যাবুশানের হাতে ধরা পড়েন। ৫৮ বলের ইনিংসে হিটম্যান ৩টি চার ও ১টি ছক্কা মারেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন