একে তো আমদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিরাট রানের ইনিংস টপকে যাওয়ার চ্যালেঞ্জ ভারতের সামনে। তার উপর চোট-আঘাত সমস্যা তাড়া করল টিম ইন্ডিয়াকে। চতুর্থ দিনের সকালেই দুঃসংবাদ উড়ে আসে ভারতীয় শিবির থেকে।
তৃতীয় দিনে শুভমন গিল আউট হওয়ার পরে ব্যাট হাতে ক্রিজে নামতে দেখা যায় রবীন্দ্র জাদেজাকে। অথচ ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে নাম ছিল শ্রেয়স আইয়ারের। বড় রানের বোঝা ঘাড়ে নিয়ে এমন গুরুত্বপূর্ণ টেস্টে ব্যাট করতে নামা ভারত ব্যাটিং অর্ডার নিয়ে অকারণ পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হাঁটবে বলে বিশ্বাস হয়নি অনেকেরই। তাই অশঙ্কা দেখা দিয়েছিল সেই থেকে।
চতুর্থ দিনের সকালে জানা যায় শ্রেয়স আইয়ারের ব্যাট করতে না নামার আসল কারণ। ম্যাচের তৃতীয় দিনে শ্রেয়স আইয়ার পিঠের নীচের দিকে ব্যথা অনুভব করেন। তাই তাঁকে স্ক্য়ান করানোর জন্য নিয়ে যাওয়া হয়। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন শ্রেয়স। সে কারণেই তিনি ব্যাট করতে নামেননি।
চতুর্থ দিনের সকালে জাদেজা আউট হলে ব্যাট হাতে মাঠে নামেন কেএস ভরত। শ্রেয়স আদৌ ব্যাট করতে নামতে পারবেন কিনা, সে বিষয়ে বিসিসিআইয়ের তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
শ্রেয়স আইয়ার যদি নিতান্ত ব্যাট করতে না পারেন, তবে তাঁকে ছাড়াই খেলা চালিয়ে যেতে হবে টিম ইন্ডিয়াকে। কেননা পিঠের চোটে এক্ষেত্রে কনকাশন পরিবর্তের কোনও প্রশ্নই থাকবে না।
উল্লেখ্য, শ্রেয়স কিছুদিন মাত্র হল চোট সারিয়ে দলে ফিরেছেন। চোটের জন্যই নাগপুরের প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি তিনি। তাঁর জায়গায় নাগপুরে ভারত সূর্যকুমার যাদবকে মাঠে নামায়। দিল্লির দ্বিতীয় টেস্টে চোট সারিয়ে দলে ফেরেন আইয়ার।
শ্রেয়স অবশ্য দিল্লি ও ইন্দোর টেস্টে ব্য়াট হাতে বড় রানের ইনিংস খেলতে পারেননি। দিল্লি টেস্টের প্রথম ইনিংসে তিনি ব্যক্তিগত ৪ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেন ১২ রান। ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে খাতা খুলতে পারেননি শ্রেয়স। দ্বিতীয় ইনিংসে করেন ২৬ রান। সুতরাং, ২টি টেস্টের ৪টি ইনিংসে ব্যাট করতে নেমে আইয়ার সাকুল্যে ৪২ রান সংগ্রহ করেন। ২টি টেস্টের পিচ ব্যাটসম্যানদের পক্ষে অনুকূল ছিল না বলেই শ্রেয়স তৃতীয় টেস্টের প্রথম একাদশে জায়গা ধরে রাখেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।