বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: নেটে কি নিজের সব রাগ উগরে দিচ্ছেন শুভমন! অনুশীলনে আগুন ঝরাচ্ছেন গিল

IND vs AUS: নেটে কি নিজের সব রাগ উগরে দিচ্ছেন শুভমন! অনুশীলনে আগুন ঝরাচ্ছেন গিল

অনুশীলনে শুভমন গিল (ছবি-পিটিআই)

শুভমন গিল যে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন তাতে কোনও সন্দেহ নেই এবং তাঁকে বাইরে রাখা দলের স্বার্থে ঠিক হবে বলে বলা যাবে না। অনুশীলনেও গিল সেটি দেখাচ্ছেন। ইন্দোর টেস্ট শুরুর আগে নেটে দারুণ টাচ দেখাচ্ছেন গিল। সকলেই গিলের নেট সেশন দেখে চমকে যাচ্ছেন। অনেকেই আশা করছেন যে হয়তো গিল এবার সুযোগ পাবেন।

গত ৬ মাসে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন শুভমন গিল। তিন ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স করা কয়েকজন ব্যাটসম্যানদের মধ্যে একজন তিনি। তা সত্ত্বেও বর্ডার গাভাসকর ট্রফি টেস্ট সিরিজে গিলকে বেঞ্চে বসে থাকতে দেখা যাচ্ছে। এমনও নয় যে দলের বাকি ব্যাটসম্যানরা ভালো পারফর্ম করছেন। যখন দলের বাকি ব্যাটসম্যানরা গড় পারফরম্যান্স করে দলে থাকেন তখন একজন খেলোয়াড় ভালো পারফর্ম করার পরেও বাইরে বসে থাকতে হয় কেন। এমন অবস্থায় সেই ক্রিকেটারের চিন্তাভাবনায় নেতিবাচক প্রভাব পড়তেই পারে। রান করার পরও যখন দলে জায়গা নেই তখন কী করবেন ভাবতে পারেন না তিনি। আজকাল শুভমন গিলের মনেও একই রকম চিন্তাভাবনা আসলে অবাক হওয়ার কিছু নেই।

আরও পড়ুন… রোনাল্ডোর সাড়ে চার ঘণ্টার মূল্য ৯ কোটি টাকা! CR7 এর জন্য এই অর্থ খরচ করেছে কে?

আসলে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট বর্তমানে যে মেজাজের মধ্য দিয়ে যাচ্ছে তা যে কোনও টিম ম্যানেজমেন্টের জন্য ঝামেলার কারণ। একদিকে, ভারতীয় ম্যানেজমেন্টকে তাঁর সিনিয়র খেলোয়াড়ের (কেএল রাহুল) উপর পূর্ণ আস্থা দেখাতে হবে। একজন খেলোয়াড়, যিনি ৮-১০ বছর ধরে দলের সঙ্গে আছেন, যদি ম্যানেজমেন্ট তার খারাপ সময়ে তাঁকে সমর্থন না করে, তাহলে সেই খেলোয়াড়ের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। এটা সবসময় বলা হয় যে ফর্ম আসে এবং যায়, কিন্তু ক্লাস স্থায়ী হয়। লর্ডস থেকে সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করে কেএলও দেখিয়েছেন যে তিনি যখন ছন্দে থাকেন, যে কোনও বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করতে পারেন।

আরও পড়ুন… IND vs AUS 3rd test: নিজের ওপর রেগে গিয়েছিলাম, এরকম খুব বেশিবার হয়নি, কী প্রসঙ্গে বললেন স্মিথ

অন্যদিকে, শুভমন গিল গত ৬-৮ মাসে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেছেন। ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। তা সত্ত্বেও, গিল যদি একাদশের বাইরে বসে থাকেন এবং দলের দ্বিতীয় ওপেনার রান করতে না পারেন, তাহলে তার ধৈর্য নষ্ট হয়ে যেতে পারে। ক্রিকেটের সর্বজনীন নীতি হল একজন খেলোয়াড়কে সুযোগ দেওয়ার সেরা সময় হল যখন সে ফর্মে থাকে। শুভমন গিল যে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন তাতে কোনও সন্দেহ নেই এবং তাঁকে বাইরে রাখা দলের স্বার্থে ঠিক হবে বলে বলা যাবে না। অনুশীলনেও গিল সেটি দেখাচ্ছেন। ইন্দোর টেস্ট শুরুর আগে নেটে দারুণ টাচ দেখাচ্ছেন শুভমন গিল। নেটে যেন নিজের সব রাগ উগরে দিচ্ছেন শুভমন। অনুশীলনে আগুন ঝরাচ্ছেন গিল। সকলেই গিলের নেট সেশন দেখে চমকে যাচ্ছেন। অনেকেই আশা করছেন যে হয়তো গিল এবার সুযোগ পাবেন।

এমন অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন উঠছে আউট অফ ফর্ম সিনিয়রদের আস্থা রাখবেন নাকি ফর্মে থাকা তরুণদের সুযোগ দেবেন। অনেই মনে করেন দ্বিতীয় বিকল্পটি বেছে নেওয়া ভালো হবে। এটি উপযুক্ত হবে যে অবহিত শুভমন গিলকে একাদশে অন্তর্ভুক্ত করা উচিত এবং কেএল রাহুলের আস্থা বজায় রেখে তাকে বিরতি দেওয়া উচিত। এমন সময়ে প্রায়ই বিরতি উপকারী। কেএল রাহুল এমন একজন প্রতিভাবান খেলোয়াড় যিনি তাঁর ক্যারিয়ার বিপদে পড়েছে এমনটা ভাবাটা ভুল বোঝাবুঝি হবে। কেএলকে বিরতি দেওয়া হলেও তিনি অবশ্যই ফিরে আসবেন।

এই মুহূর্তে আরেকটি তুলনা হচ্ছে তা হল কেএস ভরত এবং ইশান কিষাণের। কেএস ভরত এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা উইকেটরক্ষক। তিনি ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দুর্দান্ত উইকেটকিপিং করেছেন। কম উইকেটে স্পিনারদের রাখা সহজ নয়। কে এস ভরত খুব সহজেই এই কাজটি করেছেন। সিরিজের বাকি ম্যাচেও তার সুযোগ পাওয়া উচিত। এমন পরিস্থিতিতে মনে হচ্ছে সাদা জার্সিতে তারকাকে দেখতে আরও অপেক্ষা করতে হতে পারে ইশান কিষাণের ভক্তদের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দ্বিতীয় দফার ভোটের আগেই শৈলশহরে অমিত শাহ, নবাবের জেলায় সভা রাজনাথের নিজের ভোটটা ঘাসফুলে কেমন করে দেবেন?‌ জনগণকে টিপস দিলেন মুখ্যমন্ত্রী জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI মঙ্গলের মীনে গমন, ৫ রাশির শুভ সময় হবে শুরু, কর্মক্ষেত্রে হবে দুর্দান্ত অগ্রগতি পাককে মিসাইল-উপাদান সরবরাহকারী চিনা সংস্থা সহ ৪ ফার্মের ওপর মার্কিনি নিষেধাজ্ঞা IPL-এর ইতিহাসে সব থেকে বেশি রান, ডি'ভিলিয়র্সকে টপকে সেরা ৬-এ ধোনি আজ কারা ঘনিষ্ঠ বন্ধুর প্রতি আকৃষ্ট হতে পারেন? কী বলছে আজকের প্রেম রাশিফল এবার সলমনের বাড়ির বাইরে পৌঁছে গেল লরেন্স বিষ্ণোই! তুলতে গেল অ্যাপ ক্যাবের চালক ৫০ এর বেশি যাত্রী নিয়ে মহানদীতে নৌকাডুবি!ওড়িশায় মৃত ১, নিখোঁজ ৭, চলছে উদ্ধারকাজ IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির

Latest IPL News

জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.