শুভব্রত মুখার্জি: চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে চার ম্যাচের সিরিজে আপাতত ২-০-তে এগিয়ে রয়েছে ভারতীয় দল। ১ মার্চ ইন্দোরে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। তার আগে অস্ট্রেলিয়া দল যেন কিছুটা হলেও দুর্বল হয়েছে। তাদের নিয়মিত বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার, অধিনায়ক প্যাট কামিন্স এবং নিয়মিত প্রথম একাদশে খেলা পেসার জস হ্যাজেলউড ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন। নাগপুরে ইনিংস এবং ১৩২ রানে হারের পরে দিল্লি টেস্টেও ৬ উইকেটে হারের মুখোমুখি হতে হয়েছে অস্ট্রেলিয়া দলকে। এমন আবহে তৃতীয় টেস্টে খেলতে নামছে অস্ট্রেলিয়া দল। বিষয়টি নিয়ে সৌরভকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি মনে করেন ইন্দোরেই ভারত ৩-০ তে এগিয়ে যাবে? যার মোক্ষম জবাব দিয়ে সৌরভ জানিয়ে দেন, ‘আমি শুধু ৩-০ দেখছি না, আমি ৪-০ দেখছি।’
আরও পড়ুন: বাপ কা বেটা- মইনের দলের বিরুদ্ধে ছেলের তাণ্ডব, বাবার মতো ছয় মেরে তাক লাগালেন আজম- ভিডিয়ো
এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, তৃতীয় টেস্ট নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণীর বিষয়ে। সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, ‘ভারত ২-০ তে এগিয়ে রয়েছে। ইন্দোর টেস্টে নামার আগে আপনি কি দেখছেন ভারত ৩-০ করবে?’ প্রশ্ন শেষ হওয়ার আগেই সৌরভ কার্যত থামিয়ে দেন সাংবাদিককে। বলেন, ‘আমি ৪-০ দেখছি।’ তাঁর জবাবে হেসে ফেলেন ওই সাংবাদিক। সৌরভ আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার পক্ষে ভারতকে হারানো খুব কঠিন হবে। এই ধরণের পরিবেশ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার থেকে ভারত অনেকটা এগিয়ে থাকবে।’
আরও পড়ুন: কোহলির হতাশ দৃষ্টিতে হাড়হিম হয়ে গিয়েছিল- কখন শ্রীধর চাকরি ছাড়ার কথা ভেবেছিলেন
ভারত এর আগে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মাত্র দু'টি টেস্ট ম্যাচ খেলেছে। ২০১৬ সালে এই মাঠে তাদের প্রথম টেস্টে তারা নিউজিল্যান্ড দলকে হারিয়েছিল ৩২১ রানে। ২০১৯ সালে এই ভেন্যুতেই বাংলাদেশকে এক ইনিংস এবং ১৩০ রানে হারিয়েছিল তারা। অজিরা এর আগে মাত্র একবার ইন্দোরে খেলেছে। তবে সেটা ওয়ানডে ম্যাচে। এ দিকে মা অসুস্থ হয়ে যাওয়ার ফলে সিডনিতে ফিরে গিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন তারকা ব্যাটার স্টিভ স্মিথ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।