বাংলা নিউজ > ময়দান > IND vs AUS ভিডিয়ো- হঠাৎ করে বিরাটের ব্যাট পরীক্ষা করলেন স্মিথ, এগিয়ে এলেন ল্যাবুশান

IND vs AUS ভিডিয়ো- হঠাৎ করে বিরাটের ব্যাট পরীক্ষা করলেন স্মিথ, এগিয়ে এলেন ল্যাবুশান

বিরাটের ব্যাটে টোকা মেরে দেখছেন স্মিথ। 

আমদাবাদে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ। আর এই ম্যাচের তৃতীয় দিনে দেখা গেল বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের মধ্যে কথা বলতে। শুধু তাই নয়, বিরাটের ব্যাটে টোকা মেরে দেখলেন স্মিথ। 

কথায় বলে রতনে রতন চেনে। বিশ্বক্রিকেটের বিগ ফোর ব্যাটারের অংশ স্টিভ স্মিথ ও বিরাট কোহলি। গতবারের অজিদের সফরের সময়ে খটাখটি লাগলেও একে অপরের প্রতি শ্রদ্ধা তাদের সর্বজনাবিদিত। পরে ভারতের অস্ট্রেলিয়া সফর ও ২০১৯ বিশ্বকাপের সময় সম্পর্কে যেটুকু জটিলতা ছিল, সেটাও কেটে গিয়েছে। হয়তো বেস্ট ফ্রেন্ড নন, কিন্তু কোহলি-স্মিথের সম্পর্ক এখন অনেকটাই সরল। শনিবাসরীয় আমদাবাদ দেখল সেটারই খণ্ডচিত্র। যেখানে দুই কিংবদন্তির ব্রোমান্সের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব।

আমদাবাদ টেস্টে দুর্দান্ত লড়াই করে ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা করছে ভারত। শুভমন গিল এবং বিরাট কোহলির ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। যদিও এখনও অনেকটাই এগিয়ে রয়েছে অজিরা। শনিবার গিল তাঁর দ্বিতীয় টেস্ট শতরানটি সেরে ফেলেন। সেই সঙ্গে এক ক্যালেন্ডারে ক্রিকেটের সব ফরম্যাটে সেঞ্চুরি করে রেকর্ড তৈরি করলেন তিনি।

দ্বিতীয় দিন ৩৬ রানে শেষ করার পর তৃতীয় দিনের শুরুতে আক্রমণাত্মক ভাবে শুরু করেন রোহিত এবং গিল। তৃতীয় দিনের শেষে ২৮৯ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাট করছে ভারত। দিনের শেষে ১৫১ রান পিছিয়ে আছে রোহিত শর্মার দল। বিরাট কোহলি ৫৯ রানে ব্যাট করছেন।

এই ম্যাচ চলাকালীন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিরাট কোহলি, স্টিভ স্মিথ ও ল্যাবুশান নিজেদের মধ্যে কথা বলছেন। ক্রিকেটারদের মধ্যে চিরকালই একে অপরের ব্যাট পরখ করে দেখার চল আছে। সচিন কীরকম ব্যাট ব্যবহার করেন, সেটা যে সাধারণের থেকে অনেকটা ভার বেশি, সেই নিয়ে কথা ঘুরত মুখে মুখে। কোহলির ক্ষেত্রে যদিও তেমন কিছু জানা যায় না। তবুও গভীর আগ্রহের সঙ্গে কোহলির ব্যাট টোকা দিয়ে দেখলেন স্মিথ। সম্মুখসমরে অন্য কোনও খেলায় বোধহয় ম্যাচ চলাকালীন এমনটা পরখ করার চল নেই। কিন্তু সেই জন্যই ক্রিকেট জেন্টলম্যানস গেম। তাই সৌজন্য দেখাতে ভুললেন না কোনও কিংবদন্তি। পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন মার্নাস ল্যাবুশান। তিনিও সুযোগ ছাড়লেন কোহলির ব্যাটটিকে তারিফ করার। 

 

কমবক্সে তখন দীনেশ কার্তিক। দুই কিংবদন্তির সম্পর্কের রসায়ণ তখন তাঁকেও মুগ্ধ করেছে। এখানে কোনও রেশারেশি নেই, নেই দেশের বেড়াজাল, নেহাতই ক্রিকেটের প্রতি ভালোবাসা মিলিয়েছে দুই সেরার সেরাকে। স্মিথ সেখানে বাধ্য ছাত্র কোহলির টোলে। কাল হয়তো বদলে যাবে ভূমিকা, কিন্তু সেখানেও কমন ফ্যাক্টর হবে ক্রিকেটীয় উৎকর্ষের এভারেস্টে যাওয়ার মনোবাঞ্ছা। 

বন্ধ করুন