চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ২টি টেস্টের পিচ পেসারদের জন্য মোটেও অনুকূল ছিল না। তা সত্ত্বেও দুর্দান্ত বল করেন মহম্মদ শামি। খুব বেশি ওভার বল না করলেও দরকারের সময় দলকে উইকেট এনে দেন শামি। প্রথম ২টি টেস্টে ভালো বল করা সত্ত্বেও ইন্দোরের তৃতীয় টেস্টে তারকা পেসারকে বসিয়ে রাখে ভারত। টিম ম্যানেজমেন্টের তরফে যুক্তি দেওয়া হয় যে, শামির বিশ্রাম দরকার।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই বিশ্রাম তত্ত্ব নিয়ে জোরালো প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর। তাঁর দাবি, ছন্দে থাকা শামিকে বিশ্রাম দিয়ে তাঁর ছন্দ নষ্ট করেছেন সাপোর্ট স্টাফরা। একটি ম্যাচে সাকুল্যে ১৬ ওভার বল করা ক্রিকেটারকে কোন যুক্তিতে ১০ দিন পরের টেস্টে বিশ্রাম দেওয়া যায়, সেটাই বুঝে উঠতে পারছেন না সানি।
আমদাবাদ টেস্টের পঞ্চম দিনে ধারাভাষ্য দেওয়ার সময় এই নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন গাভাসকর। তিনি বলেন, 'ছন্দে থাকলে মহম্মদ শামিকে খেলা মুশকিল। (শুরুতে এলোমেলো বল করলেও) দেখুন এখন কেমন দুর্দান্ত বল করছে। ওকে হঠাৎ হঠাৎ বিশ্রাম দেওয়া উচিত নয়। অনেক বল করলে তখন না হয় বিশ্রামের কথা ভাবা যায়। ইন্দোরে যেটা করা হয়, ওকে খেলানো হয়নি, তার সঙ্গে আমি একমত নই। আমি এখনও বলছি, যে যাই বলুক না কেন, তৃতীয় টেস্টে শামিকে বিশ্রাম দেওয়া মোটেও উচিত হয়নি।'
সানি আরও বলেন, ‘টিম ম্যানেজমেন্ট বলছে ওর বিশ্রাম দরকার। দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ১৪ ওভার বল করে ও। দ্বিতীয় ইনিংসে মাত্র ২ ওভার বল করে। ম্যাচ তিনদিনে শেষ হয়ে যায়। তৃতীয় দিনে তো ভারত ব্যাট করে। সুতরাং, ম্যাচের ২ দিন এবং পরে আটদিন বিশ্রাম পেয়েছিল শামি। তার পরেও যদি বিশ্রাম দরকার হয়, তবে সাপোর্ট স্টাফদের গিয়ে জিজ্ঞাসা করা উচিত যে, কী জন্য বিশ্রাম দেওয়া দরকার? আর কত বিশ্রাম দরকার ওর? ওরা যখন জানে যে, একজন বোলারের ছন্দটাই হল আসল বিষয়, তখন সেটাকে নষ্ট করার মানে কি?’
এখানেই না থেমে গাভাসকর আরও যোগ করেন, ‘দিল্লি টেস্টে ও যদি ৪০ ওভার বল করত, তখন না হয় বিশ্রামের কথা মানা যেত। প্রথম ইনিংসে ২০ ওভার, দ্বিতীয় ইনিংসে ২০ ওভার বল করলে তাও ঠিক ছিল। তবে ১৬ ওভার বল করে ১০ দিনের বিশ্রাম যথেষ্ট না হলে, তা মানা যায় না।’
গাভাসকরের কথার রেশ টেনে সঞ্জয় বাঙ্গার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বোলাররা কেরিয়ারের সেরা ছন্দে থাকার সময়ে বিস্তর কাউন্টি ক্রিকেট খেলত। কখনও তো ওয়ার্কলোডের কথা উঠত না। আসলে ছন্দে থাকা বোলারকে যত খেলাবে তত ভালো।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup