শুভব্রত মুখার্জি: দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারতীয় দল। ঘরের মাটিতে এই টেস্ট সিরিজ হলেও নিঃসন্দেহে কঠিন হতে চলেছে তা রোহিত শর্মাদের জন্য। ভারতে সাধারণত ২২ গজ স্পিনারদের ক্ষেত্রে সহায়ক হয়। সে কথা মাথাতে রেখেই অজি সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষিত হয়েছে, তাতে জায়গা করে নিয়েছেন চার স্পিনার। এ বার প্রথম টেস্টের আগেই ভারতীয় দলের সঙ্গে ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর সহ চার নেট বোলারকে জুড়ে দেওয়া হয়েছে। এঁরা সকলেই আবার স্পিন বোলার।
আরও পড়ুন: শাহিদ আফ্রিদির মেয়েকে বিয়ে শাহিনের, হাজির বাবররা- ভিডিয়ো
বিসিসিআইয়ের হয়ে নির্বাচকরা এই চার নেট বোলারকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এঁরা হলেন উত্তরপ্রদেশের ২৯ বছর বয়সি বাঁ-হাতি স্পিনার সৌরভ কুমার, রাজস্থানের ২৩ বছর বয়সি বাঁ-হাতি স্পিনার রাহুল চাহার, তামিলনাড়ুর ২৬ বছর বয়সি বাঁ-হাতি স্পিনার সাই কিশোর। এ ছাড়াও রয়েছেন ওয়াশিংটন সুন্দর, যিনি আবার সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে নিয়মিত খেলেন। ইংল্যান্ডের বিপক্ষে ২০২১ সালের মার্চে শেষ টেস্ট খেলেছেন সুন্দর। উল্লেখ্য, তাঁর অভিষেক হয়েছিল এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দেশে ভারতের হয়ে। ২৩ বছর বয়সি সুন্দর ব্যাট হাতেও আবার যথেষ্ট ভালো।
আরও পড়ুন: ফের রঞ্জির সেমিতে মুখোমুখি বাংলা-মধ্যপ্রদেশ, মনোজরা কি পারবেন গতবারের বদলা নিতে?
ভারতের স্কোয়াডে ইতিমধ্যেই চার স্পিনার রয়েছেন। এঁরা হলেন রবিচন্দ্রন অশ্বিন,অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। বিসিসিআই অথবা টিম ম্যানেজমেন্টের কেউ অতিরিক্ত পেসারের প্রয়োজনীয়তা অনুভব করেননি। ভারতের প্রস্তুতির জন্য তারা নেটে স্থানীয় পেস বোলারদের দিয়েই কাজ চালিয়ে নিচ্ছেন। ভারত প্রথম ম্যাচ খেলবে নাগপুরে। ৯ তারিখ খেলা হবে এই ম্যাচ। দ্বিতীয় টেস্ট খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তৃতীয় টেস্ট হবে ধর্মশালাতে। আর চতুর্থ টেস্ট খেলা হবে আমেদাবাদে। পাশাপাশি গোটা সিরিজ অর্থাৎ চারটি সিরিজেই অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন ভারতের নীতিন মেনন। যদিও প্রতি ম্যাচেই পরিবর্তন হবে তাঁর অনফিল্ড সঙ্গী আম্পায়ারের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।