বাংলা নিউজ > ময়দান > T20I World Record: এক বছরও টিকল না পাকিস্তানের বিশ্বরেকর্ড, ভেঙে চুরমার করল ভারত

T20I World Record: এক বছরও টিকল না পাকিস্তানের বিশ্বরেকর্ড, ভেঙে চুরমার করল ভারত

ট্রফি নিয়ে টিম ইন্ডিয়ার উচ্ছ্বাস। ছবি- এএনআই (ANI)

হায়দরাবাদে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাদে টিম ইন্ডিয়া একই সঙ্গে একজোড়া বিশ্বরেকর্ড গড়ে।

একবছরও টিকল না পাকিস্তানের বিশ্বরেকর্ড। ভেঙে চুরমার করল টিম ইন্ডিয়া। গত বছরেই বাবার আজমদের দখলে গিয়েছিল যে নজির, এবছর তা ছিনিয়ে নিলেন রোহিত শর্মারা।

হায়দরাবাদে অস্ট্রেলিয়াকে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে ৬ উইকেটে পরাজিত করে ভারত। চলতি ক্যালেন্ডার বর্ষে অর্থাৎ ২০২২ সালে এটি ভারতের ২১ নম্বর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়। এক ক্যালেন্ডার বর্ষে কোনও একটি দলের সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড এটি।

এতদিন এই রেকর্ড ছিল পাকিস্তানের নামে। গত বছর, অর্থাৎ ২০২১ সালে পাকিস্তান ২৯টি টি-২০ ম্যাচে মাঠে নেমে ২০টিতে জয় তুলে নিয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হল, রোহিতরা বছরের ২৯ নম্বর টি-২০ ম্যাচে মাঠে নেমে পাকিস্তানের রেকর্ড ভেঙে দেন।

আরও পড়ুন:- IND vs AUS: ১ বল বাকি থাকতে টানটান জয় ভারতের, ঘরের মাঠে সিরিজ জিতলেন রোহিতরা

শুধু পাকিস্তানেরই নয়, বরং হায়দরাবাদের জয়ের সুবাদে টিম ইন্ডিয়া জিম্বাবোয়েরও একটি বিশ্বরেকর্ড ভেঙে দেয়। চলতি বছরে ঘরের মাঠে ভারতের এটি ১০ নম্বর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়। এক ক্যালেন্ডার বর্ষে ঘরের মাঠে কোনও দলের সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের বিশ্বরকর্ড এটি। জিম্বাবোয়ে এবছরই ঘরের মাঠে ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছে।

আরও পড়ুন:- IND vs AUS 3rd T20I: বল স্টাম্পে লাগার আগেই বেল ফেলে দেন কার্তিক, তবু রান-আউট হন ম্যাক্সওয়েল, কারণ কী? ভিডিয়ো

২০২২ সালে ভারতের টি-২০ ম্যাচ জয়:-
১. ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে।
২. ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে।
৩. ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে।
৪. আয়ারল্যান্ড সফরে ২-০ ব্যবধানে সিরিজ জেতে।
৫. ইংল্য়ান্ড সফরে ২-১ ব্যবধানে সিরিজ জেতে।
৬. ওয়েস্ট ইন্ডিজ সফরে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে।
৭. এশিয়া কাপের গ্রুপ লিগে ২টি ও সুপার ফোরে ১টি ম্যাচ জেতে এবং সুপার ফোরে ২টি ম্যাচ হারে।
৮. ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জেতে।

বন্ধ করুন