ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে মিচেল স্টার্ককে বোল্ড করার সঙ্গে সঙ্গেই দুর্দান্ত মাইলস্টোন ছুঁয়ে ফেলেন উমেশ যাদব। পঞ্চম ভারতীয় পেসার হিসেবে ঘরের মাঠে ১০০টি টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।
ভারতীয় পেসারদের মধ্যে উমেশের আগে ঘরের মাঠে ১০০-র বেশি টেস্ট উইকেট নিয়েছেন কপিল দেব, জাভাগল শ্রীনাথ, জাহির খান ও ইশান্ত শর্মা। ঘরের মাঠে সব থেকে থেকে বেশি টেস্ট উইকেট নেওয়া ভারতীয় পেসার হলেন কপিল দেব। তিনি ভারতের মাটিতে মোট ২১৯টি টেস্ট উইকেট নিয়েছেন। আর কোনও ভারতীয় পেসার অবশ্য ঘরের মাঠে ২০০ উইকেটের গণ্ডি ছুঁতে পারেননি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জাভাগল শ্রীনাথ। তিনি ঘরের মাঠে ১০৮টি উইকেট নিয়েছেন। জাহির খান রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। তাঁর দখলে রয়েছে ১০৪টি উইকেট। ঘরের মাঠে ইশান্ত শর্মাও নিয়েছেন ১০৪টি টেস্ট উইকেট।
ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ৩টি উইকেট নেওয়ার পরে ভারতের মাটিতে উমেশের টেস্ট উইকেট সংখ্যা দাঁড়ায় ১০১টি। উমেশ দেশের মাঠে ৩১টি টেস্টের ৬১টি ইনিংসে বল করে ১০০ উইকেটের মাইলস্টোন টপকান। তিনি নিজের দেশে টেস্টে ২ বার ইনিংসে ৫ উইকেট দখল করেন।
দেশের মাটিতে সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়া ভারতীয় পেসাররা:-
১. কপিল দেব- ২১৯টি
২. জাভাগল শ্রীনাথ- ১০৮টি
৩. জাহির খান- ১০৪টি
৪. ইশান্ত শর্মা- ১০৪টি
৫. উমেশ যাদব- ১০১টি
উল্লেখ্য, ঘরের মাঠে ১০০-র বেশি উইকেট নেওয়া বাকি চার ভারতীয় পেসারের তুলনায় উমেশের বোলিং গড় ভালো। দেখে নেওয়া যাক ৫ পেসারের বোলিং অ্যাভারেজ।
১. উমেশ যাদব- ২৪.৫৩
২. কপিল দেব- ২৬.৪৯
৩. জাভাগল শ্রীনাথ- ২৬.৬১
৪. ইশান্ত শর্মা- ৩১.৬৪
৫. জাহির খান- ৩৫.৮৭
উমেশ ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ৭১.৬ ওভারে ক্যামেরন গ্রিনকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান। পরে ৭৩.৩ ওভারে উমেশ যাদবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মিচেল স্টার্ক। শেষে ৫.৩ ওভারে টড মার্ফির স্টাম্প ছিটকে দেন উমেশ যাদব। প্রথম ইনিংসে তিনি ৫ ওভার বল করে ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
সার্বিকভাবে উমেশ যাদব ঘরে-বাইরে ৫৫টি টেস্টের ১০৭টি ইনিংসে বল করে মোট ১৬৮টি উইকেট নিয়েছেন। মোট ৩ বার ইনিংসে ৫ উইকেট দখল করেন তিনি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup