বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ৪০০০ টেস্ট রান কোহলির, আর কাদের রয়েছে এই কৃতিত্ব?

IND vs AUS: পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ৪০০০ টেস্ট রান কোহলির, আর কাদের রয়েছে এই কৃতিত্ব?

হাফ-সেঞ্চুরির পরে বিরাট কোহলি। ছবি- রয়টার্স।

India vs Australia: ঘরের মাঠে মাইলস্টোন টেস্টে বিরল মাইলস্টোন টপকে গেলেন বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাদাদ টেস্টের প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করার পথে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন বিরাট কোহলি। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে টেস্টে ৪০০০ রানের মাইলস্টোন টপকে যান বিরাট।

মাইলফলক ছোঁয়ার জন্য কোহলির দরকার ছিল ৪২ রান। টেস্টের তৃতীয় দিনে ভারতীয় ইনিংসের ৮৬.৬ ওভারে নাথান লিয়নকে চার মেরে লক্ষ্য়ে পৌঁছে যান তিনি। উল্লেখযোগ্য বিষয় হল ঘরের মাঠে এটি বিরাটের ৫০তম টেস্ট ম্যাচ। সেদিক থেকে মাইলস্টোন ম্যাচে বিরল মাইলস্টোন ছুঁয়ে ফেলেন তিনি।

কোহলির আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ঘরের মাঠে ৪০০০ টেস্ট রান করেছেন কেবল সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকর ও বীরেন্দ্র সেহওয়াগ। কিংবদন্তি তেন্ডুলকর রয়েছেন তালিকার এক নম্বরে। তিনি দেশের মাঠে টেস্টে সাকুল্যে ৭২১৬ রান সংগ্রহ করেছেন। দেশের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহকারী ভারতীয় ক্রিকেটার হলেন রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ ভারতের মাটিতে টেস্টে মোট ৫৫৯৮ রান সংগ্রহ করেছেন।

আরও পড়ুন:- ফের বিতর্কে ‘বদমেজাজি’ ক্রিকেটার শাকিব আল হাসান, টুপি দিয়ে মারধর করলেন ভক্তকে- ভিডিয়ো

সুনীল গাভাসকর ভারতের মাটিতে টেস্টে সাকুল্যে ৫০৬৭ রান সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। সেহওয়াগ ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ৪৬৫৬ রান সংগ্রহ করেন। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের দেশে ৪০০০ টেস্ট রানের মাইলস্টোন টপকান বীরু। এবার পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েন কোহলি।

আমদাবাদ টেস্টের তৃতীয় দিনের শেষে বিরাট কোহলি প্রথম ইনিংসে ৫টি বাউন্ডারির সাহায্যে ১২৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। ভারতের মাটিতে ৫০টি টেস্টের ৭৭টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ৪০১৭ (এখনও ৭৭তম ইনিংস জারি) রান সংগ্রহ করেছেন বিরাট।

আরও পড়ুন:- NZ vs SL: মিচেল-হেনরির রূপকথার লড়াইয়ে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড, ভারতকে স্বস্তি দিয়ে ব্যাকফুটে শ্রীলঙ্কা

ঘরের মাঠে টেস্টে ৪০০০ রানের মাইলস্টোন টপকানো ভারতীয় ক্রিকেটাররা:-
১. সচিন তেন্ডুলকর- ৭২১৬ রান
২. রাহুল দ্রাবিড়- ৫৫৯৮ রান
৩. সুনীল গাভাসকর- ৫০৬৭ রান
৪. বীরেন্দ্র সেহওয়াগ- ৪৬৫৬ রান
৫. বিরাট কোহলি- ৪০১৭ রান (আমদাবাদ টেস্টের তৃতীয় দিনের শেষে)।

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এটিই কোহলির প্রথম অর্ধশতরান। আগের ৩টি টেস্টের ৫টি ইনিংসে তিনি যথাক্রমে ১২, ৪৪, ২০, ২২ ও ১৩ রান সংগ্রহ করেন। সুতরাং, আমদাবাদের প্রথম ইনিংসে অপরাজিত ৫৯ রান মিলিয়ে সিরিজের ৬টি ইনিংসে কোহলি সাকুল্যে ১৭০ রান সংগ্রহ করেছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন