অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দেহ নেই। তবে বিরাট কোহলির কাছে ব্যক্তিগতভাবেও এই ম্যাচটি তাৎপর্যপূর্ণ। কেননা ঘরের মাঠে এটি কোহলির ৫০তম টেস্ট ম্যাচ। সুতরাং, আমদাবাদ টেস্টে মাঠে নামা মাত্রই কোহলি দুর্দান্ত এক নজির গড়বেন।
উল্লেখযোগ্য বিষয় হল, এমন মাইলস্টোন ম্যাচে অনবদ্য এক ব্যক্তিগত মাইলফলক টপকানোর হাতছানি রয়েছে কোহলির সামনে, যা তিনি ইন্দোর টেস্টে ছুঁতে পারেননি। এই ম্যাচেই পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ৪০০০ টেস্ট রান সংগ্রহ করার নজির গড়তে পারেন বিরাট।
আমদাবাদ টেস্টের আগে বিরাট কোহলি নিজের দেশে মোট ৪৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৭৬টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি ৫৮.২০ গড়ে ৩৯৫৮ রান সংগ্রহ করেছন। সুতরাং, ৪০০০ রানে পৌঁছতে কোহলির দরকার মাত্র ৪২ রান। কোহলি ভারতে মোট ১৩টি টেস্ট সেঞ্চুরি করেছেন। নিজের দেশে দীর্ঘতম ফর্ম্যাটে বিরাট হাফ-সেঞ্চুরি করেছেন ১২টি।
এখনও পর্যন্ত মাত্র চারজন ভারতীয় ক্রিকেটার ঘরের মাঠে টেস্টে ৪০০০ রানের মাইলস্টোন টপকেছেন। সচিন তেন্ডুলকর রয়েছেন তালিকার শীর্ষে। তিনি দেশের মাঠে দীর্ঘতম ফর্ম্যাটে সাকুল্যে ৭২১৬ রান সংগ্রহ করেন। ঘরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহকারী ভারতীয় ক্রিকেটার হলেন রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ দেশের মাটিতে মোট ৫৫৯৮ রান সংগ্রহ করেছেন।
এছাড়া ভারতে ৪০০০-এর বেশি টেস্ট রান সংগ্রহ করেছেন সুনীল গাভাসকর ও বীরেন্দ্র সেহওয়াগ। গাভাসকর ভারতের মাটিতে টেস্টে সাকুল্যে ৫০৬৭ রান সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। সেহওয়াগ ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ৪৬৫৬ রান সংগ্রহ করেন। চতুর্থ তথা শেষ ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের দেশে ৪০০০ টেস্ট রানের মাইলস্টোন টপকান বীরু।
ঘরের মাঠে টেস্টে ৪০০০ রানের মাইলস্টোন টপকানো ভারতীয় ক্রিকেটাররা:-
১. সচিন তেন্ডুলকর- ৭২১৬ রান
২. রাহুল দ্রাবিড়- ৫৫৯৮ রান
৩. সুনীল গাভাসকর- ৫০৬৭ রান
৪. বীরেন্দ্র সেহওয়াগ- ৪৬৫৬ রান
বিরাট কোহলি অবশ্য চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যাট হাতে মোটেও পরিচিত ছন্দে নেই। প্রথম ৩টি টেস্টের ৫টি ইনিংসে তিনি যথাক্রমে ১২, ৪৪, ২০, ২২ ও ১৩ রান সংগ্রহ করেন। অর্থাৎ ৩টি টেস্টে তিনি সাকুল্যে ১১১ রান সংগ্রহ করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে ৪৪ রানের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।