বোলারদের দোষ নেই। ব্যাটসম্যানরা লড়াইয়ের মঞ্চটাই তৈরি করতে না পারলে বোলারদের কিচ্ছু করার নেই। চলতি ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের প্রথম ২টি ম্যাচ দেখে এমনই উপলব্ধি টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার জাহির খানের।
ক্রিকবাজের আলোচনায় জাহির স্পষ্ট চিহ্নিত করেন চলতি ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের প্রধান সমস্যার দিকটি। তাঁর দাবি, টিম ইন্ডিয়ার প্রধান সমস্যা টপ অর্ডার ব্যাটিংয়ে। প্রথম দশ ওভারে ভারতীয় ব্যাটাররা শক্ত ভিত তৈরি করতে পারছেন না। মুম্বইয়ে কোনও রকমে জয় তুলে নিলেও সেকারণেই বিশাখাপত্তনমে একতরফা হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে।
সিরিজ আপাতত ১-১ সমতায় দাঁড়িয়ে। এই অবস্থায় তৃতীয় ম্যাচে উমরান মালিককে খেলানো উচিত কিনা এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে জাহির বলেন, ‘প্রথম ম্যাচের স্কোর দেখুন, ওদের (অস্ট্রেলিয়াকে) ১৮৮ রানে অল-আউট করে দেয় ভারত। এই ম্যাচে (বিশাখাপত্তনমে) বোলারদের প্রভাব ফেলার কোনও সুযোগই ছিল না। কারণ, ব্যাটসম্যানরা বোলারদের জন্য মঞ্চই গড়তে পারেনি। বোলারদের কোথায় ভুল হচ্ছে, সেই আলোচনায় যেতে চাই না। তারা প্রথম ম্যাচে নিজেদের ভূমিকা যথাযথ পালন করেছে।’
আরও পড়ুন:- IPL 2023: জেমিসনের পরিবর্তে মাত্র ৪টি আন্তর্জাতিক T20 খেলা প্রোটিয়া পেসারকে দলে নিল CSK
পরক্ষণেই জাহির বলেন, ‘শেষ ২টি ম্যাচে যা ঘটেছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সমস্যাটা কোথায়। সমস্যা প্রথম ১০ ওভারে। ব্যাট হাতে তোমরা করছটা কী? মিডল অর্ডারের জন্য তোমরা মোটেও শক্ত ভিত গড়তে পারছ না।’
জাহির শেষে যোগ করেন, ‘মিচেল স্টার্ক নতুন বলে যে চাপ তৈরি করছে, সেটা পরবর্তী বোলারদের জন্য মঞ্চ গড়ে দিচ্ছে। তারা এসে চাপ বজায় রাখর সুযোগ পাচ্ছে। একইভাবে যদি শুরুতেই পরপর উইকেট হারাতে থাকো, তবে পরের ব্যাটসম্যানদের উপরে মাঠে নেমেই সেরা বোলারদের সামলানো আরও চাপের হয়ে দাঁড়ায়। সুতরাং, কীভাবে এই পরিস্থিতি এড়ানো যাবে, সেটাই আসল চ্যালেঞ্জ। কীভাবে বোলারদের জন্য যথাযথ মঞ্চ গড়ে দেওয়া যাবে, তার উপায় খুঁজতে হবে ব্যাটসম্যানদেরই।’
বাস্তবিকই ভারত দু'টি ম্যাচেই ব্যাট হাতে ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি। মুম্বইয়ের প্রথম ওয়ান ডে ম্যাচে ১০.২ ওভারে মাত্র ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারত ৯.২ ওভারে ৪৯ রানে ৫ উইকেট হারায়। প্রথম ম্যাচের টার্গেট নিতান্ত কম হওয়ায় জয় তুলে নিতে অসুবিধা হয়নি। তবে দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে অতি সস্তায় গুটিয়ে যাওয়ায় ম্যাচ জেতা সম্ভব হয়নি রোহিতদের পক্ষে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।