বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে সম্ভবত পড়তে চলেছেন রোহিত শর্মা। এর মাঝেই পিচ নিয়ে চলছে তীব্র বিতর্ক। অস্ট্রেলিয়া টিম খেলতে নামার আগেই পিচ দেখে কার্যত রেরে করে উঠেছে। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা আইসিসি-র হস্তক্ষেপ চাইছেন।
প্রথম টেস্টের জন্য নাগপুরে যে পিচ বানানো হয়েছে, সেটা নিঃসন্দেহে স্পিনারদের সাহায্য করবে। ভারতীয় স্পিনারদের খেলা এই পিচে অজি ব্যাটারদের জন্য সহজ হবে না। স্বাভাবিক ভাবেই অস্ট্রেলিয়া খেলতে নামার আগেই বড় চ্যালেঞ্জের মুখে।
প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে রোহিতের কাছে অস্ট্রেলিয়ার সংবাদিকেরা পিচ সম্মাপর্ধ্যকে জানতে চেয়েছিলেন। রোহিত এর উত্তর খুব ঠাণ্ডা মাথায় বুদ্ধি করে দিয়েছেন। কোনও বিতর্কেই তিনি ঢোকেননি। ভারত অধিনায়ক বলেছেন, ‘শুধু ক্রিকেটে ফোকাস করুন, পিচে নয়। কারণ ২২ জন ভালো মানের ক্রিকেটাররা খেলবেন।’
আরও পড়ুন: পূজারা বাদ, টেস্ট দলে সূর্যকে রেখে সমালোচনার মুখে প্রাক্তন নির্বাচক
রোহিতও স্পিন খেলার গুরুত্ব নিয়ে বলেছেন, ‘একটি পরিকল্পনা থাকা এবং একটি উপায় বের করা গুরুত্বপূর্ণ। প্রত্যেকের আলাদা পদ্ধতি আছে। কেউ সুইপ করতে পছন্দ করেন, কেউ রিভার্স, কেউ বোলারের উপর হিট করেন। আপনাকে স্ট্রাইক রোটেড করতে হবে এবং কখনও কখনও পাল্টা আক্রমণ করতে হবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘অধিনায়করা স্পষ্টতই বিভিন্ন জিনিস চেষ্টা করবেন এবং সে ভাবেই বোলার ও ফিল্ডিং পরিবর্তন করবেন। তাই আপনাকে পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী খেলতে হবে।’
বর্ডার-গাভাসকর ট্রফির পরিসংখ্যা ভারতই এগিয়ে। এ ছাড়া ২০০৪ সালের পর ভারতে এসে অস্ট্রেলিয়া কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি। তাও রোহিত মনে করছেন, এ বার সিরিজ হাড্ডাহাড্ডি লড়াই হবে। তিনি বলেছেন, ‘বর্ডার-গাভাসকর ট্রফিতে আমাদের চারটি বেশ কঠিন টেস্ট ম্যাচ খেলতে হবে এবং আমরা সিরিজ জিততে চাই। এটি একটি চ্যালেঞ্জিং সিরিজ হতে চলেছে এবং আমাদের এটির জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতিই মূল বিষয়। ভালো ভাবে প্রস্তুতি নিলে ফল পাওয়া যাবেই।’
আরও পড়ুন: রবিচন্দ্রনকে দেখেই প্রণাম নকল অশ্বিনের, ফাঁস করলেন স্মিথের মুখ পোড়ার কাহিনি
এখনও প্রথম একাদশ সম্পর্কে ভারতীয় শিবিরের তরফে কিছু জানা যায়নি। রোহিত সাংবাদিক সম্মেলনে বলেন, ‘একাদশ নির্বাচন করাটা বেশ কঠিন কাজ হবে। ছেলেরা ভালো ফর্মে আছে। দলে জায়গা পাওয়ার জন্য প্রত্যেকেই চাপ দিচ্ছে এবং সত্যিই ভালো পারফরম্যান্স করছে। কিছু প্লেয়ারকে বাদ দেওয়া তো খুবই কঠিন।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘কিন্তু সামগ্রিক ভাবে এটা একটা ভালো লক্ষণ যে, সব ছেলেরাই ভালো পারফর্ম করছে এবং নির্বাচনের জন্য প্রত্যেকেই যোগ্য। তবে আমরা কন্ডিশন দেখব এবং সেই অনুযায়ী দল বাছাই করব। বিভিন্ন পিচে আলাদা দক্ষতার প্রয়োজন হবে। বার্তাটি পরিষ্কার, আমরা অবশ্যই ঘোড়াদেরই বাছাই করব এবং সমস্ত বিকল্পও খোলা রয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।