বাংলা নিউজ > ময়দান > IND vs AUS WTC Final 2023: পা তুলে ঘুমোচ্ছিলেন, ওয়ার্নার আউট হতেই তড়াক করে উঠতে হল ল্যাবুশানকে- ভিডিয়ো

IND vs AUS WTC Final 2023: পা তুলে ঘুমোচ্ছিলেন, ওয়ার্নার আউট হতেই তড়াক করে উঠতে হল ল্যাবুশানকে- ভিডিয়ো

মার্নাস ল্যাবুশান। (ছবি সৌজন্যে টুইটার)

বেঘোরে ঘুমোচ্ছিলেন। আচমকা ডেভিড ওয়ার্নারের উইকেট পড়তেই ভেঙে যায় ঘুম। তড়িঘড়ি উঠে গ্লাভস পরে মাঠে দৌড়াতে থাকেন মার্নাস ল্যাবুশান। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার তারকার সেই কীর্তি দেখে হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা।

ফিল্ডিংয়ের শেষে ড্রেসিংরুমে প্যাড পরে বেঘোরে ঘুমোচ্ছিলেন। আচমকা ডেভিড ওয়ার্নারের উইকেট পড়তেই ভেঙে যায় ঘুম। তড়িঘড়ি উঠে গ্লাভস পরে মাঠে দৌড়াতে থাকেন মার্নাস ল্যাবুশান। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার তারকার সেই কীর্তি দেখে হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা। এমনকী ল্যাবুশানের সেই কাণ্ড দেখে হাসি থামাতে পারেননি ধারাভাষ্যকাররাও। ধারাভাষ্যের সময় তাঁরা হাসতে থাকেন। নেটিজেনরা আবার বলতে থাকেন, বেচারা ল্যাবুশানের ঘুমটা ভাঙিয়ে দিলেন মহম্মদ সিরাজ। যিনি অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নারকে আউট করে দেওয়ায় তিন নম্বর ব্যাটার হিসেবে ল্যাবুশানকে মাঠে নামতে হয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ভারত ৬৯.৪ ওভার ব্যাট করে। ভারত অল-আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নামেন ওয়ার্নার এবং উসমান খোয়াজা। চতুর্থ ওভারের তৃতীয় বলে আউট হয়ে যান অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ওয়ার্নার। তারপর মাঠে নামেন ল্যাবুশান। চা-পানের বিরতিতে ১১ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়িয়েছে এক উইকেটে ২৩ রান।

আরও পড়ুন: WTC Final 2023 Viral Memes: ‘লর্ড’ শার্দুল হলেন ‘ভাইরাস’! WTC ফাইনালে রাহানেদের ইনিংসে নেটপাড়ায় মিমের বন্যা

তবে সেইসব ছাড়িয়ে যাবতীয় দৃষ্টি কেড়ে নিয়েছেন ল্যাবুশান। ওয়ার্নার যে বলে আউট হন, সেই বলটা যখন সিরাজ করতে আসছিলেন, তখন সরকারি সম্প্রচারকারী সংস্থায় ল্যাবুশেনকে দেখানো হচ্ছিল। চেয়ারে বসে ড্রেসিংরুমের রেলিংয়ে দু'পা তুলে ঘুমোচ্ছিলেন তিনি। ওয়ার্নারের উইকেট পড়তেই সম্ভবত প্রবল আওয়াজে ঘুম ভেঙে যায়। একটা ঘোরের মধ্যে চেয়ারের বসে উঁকি মেরে দেখেন। কী হয়েছে বুঝতে পেরে কয়েক মাইক্রো-সেকেন্ডের মধ্যে তড়িঘড়ি উঠে পড়েন ল্যাবুশেন। কিছুটা যেন ঘুমের ঘোরেই তাঁকে গ্লাভস পরতে দেখা যায়। তারপর মাঠে নেমে পড়েন। সেই বিষয়টি দেখে হাসতে থাকেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। তিনি বলেন, ‘আর ল্যাবুশান....অ্যালার্ম বেজে উঠেছে। ওকে উঠে পড়তে হল।’

ল্যাবুশানের সেই কীর্তির ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, 'শান্তির সঙ্গে ঘুমোচ্ছিলেন ল্যাবুশান। সিরাজ উইকেট নিল এবং ওকে অবিলম্বে উঠে পড়তে হল।' অপর এক নেটিজেন বলেন, '(ফিল্ডিংয়ের মধ্যে) ঘুমোচ্ছিলেন ল্যাবুশান। ওয়ার্নারকে আউট করে দেন সিরাজ। ল্যাবুশানকে উঠে পড়তে হয়।' একজন আবার বলেন, 'ল্যাবুশানের ঘুম তাড়িয়ে দিলেন সিরাজ।' অপর একজন লেখেন, ‘সিরাজের দুর্দান্ত বাউন্সারে ল্যাবুশানের ঘুম পুরো কেটে গেল।’

আরও পড়ুন: IND vs AUS WTC Final Live: চায়ের বিরতিতে অস্ট্রেলিয়ার লিড ২০০-র দোরগোড়ায়

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)