বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে এখন টেনশনের পারদ একদম চরমে। যদিও চতুর্থ দিনেও ভারত অনেকটাই ব্যাকফুটে। তবে এরই মাঝে শুভমন গিলের প্রেমে মত্ত এক অনুরাগী তারকা ক্রিকেটারকে বিয়ের প্রস্তাব দিয়েই ফেললেন।
উঠতি তারকাদের মধ্যে শুভমন গিল এখন বেশ জনপ্রিয়। তাঁকে ঘিরে তরুণীদের উন্মাদনা তুঙ্গে। শুভমন গত কয়েক মাস ধরেই লাইমলাইটে রয়েছেন। ২০২৩ আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ জিতেছেন। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে-তে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এর পর টি-২০তেও সেঞ্চুরি করেন।
আরও পড়ুন: রাহানে-শার্দুল জুটি টপ অর্ডারকে বড় বার্তা দিয়েছে- রোহিত, কোহলিকে চিমটি সৌরভের
শুভমনের ফ্যান ফলোয়িং এখন অসংখ্য। তার মধ্যে মহিলা ভক্ত অগণিত। মেগা ম্যাচে ভারত যতই ব্যাকফুটে থাকুন না কেন, তৃতীয় দিনের শেষে লাইমলাইটে কিন্তু শুভমনই। টিম ইন্ডিয়ার তারকা ওপেনার ওভালে তৃতীয় দিনেই পেলেন বিয়ের প্রস্তাব ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনে তখন ফিল্ডিং করছিল ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। ৮ রানেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে বসে অজিরা। ঠিক সেই সময়েই ক্যামেরা গ্যালারির দিকে ঘুরতেই দেখা যায় এক তরুণী শুভমনকে বিয়ের প্রস্তাব দিয়ে প্ল্যাকার্ড তুলে ধরেছেন। পোস্টারে লেখা রয়েছে, ‘আমাকে বিয়ে করো শুভমন’।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে T20 Series-এ দলে ফিরতে মরিয়া বুমরাহ- বড় আপডেট দিলেন কার্তিক
এই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়ে যায়। শুভমন প্রথম ইনিংসে হতাশ করেছেন। মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরেছেন। তাতেও ওভালের গ্যালারিতে উপস্থিত তরুণীদের মুগ্ধতা শুভমনকে ঘিরে এতটুকু কমেনি।
মজার বিষয় হল, টিভি স্ক্রিনে ওই মহিলা অনুরাগীর পোস্টার দেখানোর মাত্র এক বল আগেই বড় ভুল করে বসেছিলেন শুভমন। মহম্মদ সিরাজের বল মার্নাস ল্যাবুশেন গালির দিকে খেলার চেষ্টা করেন। তৃতীয় স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করা গিল ডাইভ দিয়ে বল আটকান। এদিকে নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা ল্যাবুশেন এবং খোয়াজার মধ্যে ভুল বোঝাবুঝি হয়। দু'জনেই এক প্রান্তে পৌঁছে যান। গিলের কাছে আরামে বল থ্রো করার সুযোগ ছিল। কিন্তু সে দিকে তাকিয়েও দেখেননি তিনি। উইকেট নেওয়ার সহজ সুযোগ মিস করে ভারত। তাতে কী আর প্রেম-ভালোবাসার কথা আটকে থাকতে পারে। মন খুলে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন শুভমনের প্রেমে আত্মহারা প্রেমিকা। কিন্তু এই বার্তা কি আদৌ শুভমনের মনে কোনও রকম প্রভাব ফেলল?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।