ভারতের বিরুদ্ধে লন্ডনের ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ঘণ্টায় অস্ট্রেলিয়ান দলের ফিজিয়োকে মাঠে নামতে হয়েছিল। আসলে মহম্মদ সিরাজের একটি খারাপ লিফটার মার্নাস ল্যাবুশানের বুড়ো আঙুলে এসে সজোরে লাগে। যার পর যন্ত্রণায় কঁকিয়ে ওঠেন ল্যাবুশান।
তার আগে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজাকে শূন্য রানে (১০ বলে) সাজঘরে ফিরিয়েছিলেন সিরাজ। ৩.৪ ওভারে দলের ২ রানের মাথায় খোয়াজা আউট হলে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে মাঠে নামেন ল্যাবুশান। তিনি ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়াকে কিছুটা অক্সিজেন দেওয়ার চেষ্টা করেন।
ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/ind-vs-aus-wtc-final-live-score-all-updates-of-india-vs-australia-icc-world-test-championship-2023-final-at-oval-31686123327148.html
তার মাঝেই সিরাজ অষ্টম ওভার বল করতে আসেন। সিরাজের একটি শর্ট বল করেন এবং এটি একটি লিফটার ছিল, যেটা ল্যাবুশানকে বিভ্রান্ত করে। এবং তিনি এটিকে ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে দেরী হয়ে গিয়েছিল। বল এসে সজোরে লাগে অজি ব্যাটারের বাঁ-হাতের বুড়ো আঙুলে।
এত জোরে বলটি লেগেছিল যে, ল্যাবুশান সঙ্গে সঙ্গে হাত থেকে ব্যাট ফেলে দেন। এবং তাঁকে যন্ত্রণায় কঁকিয়ে উঠতে দেখা যায়। বারবার তিনি হাত ঝারছিলেন। অস্ট্রেলিয়া টিমের ফিজিয়ো মাঠে ছুটে আসেন। ল্যাবুশানের চোটের চিকিৎসা করেন। শেষ পর্যন্ত তারকা ব্যাটারকে পেনকিলার খেয়ে তার পর ফের খেলা শুরু করতে হয়।
আরও পড়ুন: ICC টুর্নামেন্টের স্কোয়াডে থেকেও ফাইনাল খেলা হল না, ১২ বছর পর ফের ধাক্কা খেলেন অশ্বিন
ল্যাবুশান কিন্তু এ দিন শুরু থেকেই খুব একটা ভালো ছন্দে ছিলেন না। ১৫.৫ ওভারে শার্দুল ঠাকুরের বলে এলবিডব্লিউয়ের জন্য জোরালে অ্যাপিল করা হয়েছিল। ফিল্ড আম্পায়ার নটআউট দিলে, তৃতীয় আম্পায়ারও নটআউটই দেন। অল্পের জন্য বেঁচে যান ল্যাবুশান। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে। কারণ দেখা গিয়েছে, বল উইকেট ভেঙে দিচ্ছিল, তার পরেও আউট দেওয়া হয়নি বলে দাবি অনেক ক্রিকেট বিশেষজ্ঞরই।
এর পর ১৭.৪ ওভারে আরও একটি এলবিডব্লিউয়ের জন্য ল্যাবুশানের বিরুদ্ধে অ্যাপিল করা হয়। সেটাও শার্দুলের ওভারেই। তবে বল হাঁটুর উপরে লেগেছিল। রোহিত আবার রিভিউ নিলে, সেটা নষ্ট হয়।
তবে জীবনদান পাওয়ার পর খুব বেশীক্ষণ টিকতে পারেননি তারকা ব্যাটার। লাঞ্চের ঠিক পরে ২৫তম ওভারের প্রথম বলেই শামি বোল্ড করেন ল্যাবুশানকে। ৬২ বলে ২৬ করে শেষ পর্যন্ত সাজঘরে ফেরেন ল্যাবুশান। তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই উসমান খোয়াজার উইকেট হারিয়ে চাপে পড়েছিল। তার পর লাঞ্চের আগে অজিরা ডেভিড ওয়ার্নারের উইকেটও হারায়। শার্দুলের বলে খোঁচা মেরে কেএস ভরতকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। তাঁর সংগ্রহ ৬০ বলে ৪৩ রান। আর লাঞ্চের পর পড়ে ল্যাবুশানের উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।