বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, WTC Final 2023: পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম- অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে সাফাই বোলিং কোচের

IND vs AUS, WTC Final 2023: পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম- অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে সাফাই বোলিং কোচের

রবিচন্দ্রন অশ্বিন।

গত তিন দিন ধরেই ওভালে সকালের দিকে পরিস্থিতি শীতল এবং মেঘাচ্ছন্ন ছিল। কিন্তু প্রথম দিন বিকেলে এবং সন্ধ্যার সেশনে উজ্জ্বল রোদ দেখা গিয়েছে। মামব্রে বলেছেন, ‘ওর মতো একজন চ্যাম্পিয়ন বোলারকে বাদ দেওয়া সব সময়েই খুব কঠিন সিদ্ধান্ত। সকালের অবস্থা দেখে, আমরা ভেবেছিলাম অতিরিক্ত সিমার খেলালে সুবিধা পাব।’

বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিং বোলার রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে বাদ দিয়ে টিম ইন্ডিয়া যে কত বড় ভূল করেছে, তা প্রথম দিনের খেলা শেষেই বোঝা গিয়েছে। এখন কপাল চাপড়েও লাভ নেই। তবে এত বড় ভুল এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন, অশ্বিনকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্তটি সম্পূর্ণ ভাবে পরিস্থিতির উপর ভিত্তি করেই নেওয়া হয়েছিল।

গত তিন দিন ধরেই ওভালে সকালের দিকে পরিস্থিতি শীতল এবং মেঘাচ্ছন্ন ছিল। কিন্তু প্রথম দিন বিকেলে এবং সন্ধ্যার সেশনে উজ্জ্বল রোদ দেখা গিয়েছে। মামব্রে বলেছেন, ‘ওর মতো একজন চ্যাম্পিয়ন বোলারকে বাদ দেওয়া সব সময়েই খুব কঠিন সিদ্ধান্ত। সকালের অবস্থা দেখে, আমরা ভেবেছিলাম অতিরিক্ত সিমার খেলালে সুবিধা পাব।’

আরও পড়ুন: ICC টুর্নামেন্টের স্কোয়াডে থেকেও ফাইনাল খেলা হল না, ১২ বছর পর ফের ধাক্কা খেলেন অশ্বিন

তিনি যোগ করেছেন, ‘এটি অতীতেও আমাদের জন্য কাজ করেছে। পেসাররা আমাদের জন্য এখানে ভালো করেছে। আপনি সব সময়েই পিছনে ফিরে তাকাতে পারেন এবং বলতে পারেন যে, অতিরিক্ত স্পিনার উপকারী হবে। তবে আমরা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম।’ আর পেসারদের ছাতু করেই ট্রেভিস হেড এবং স্টিভ স্মিথ রানের পাহাড় গড়ার দিকে এগোচ্ছেন। চতুর্থ উইকেটে তারা ইতিমধ্যেই ২৫১ রান যোগ করেছেন। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর তিন উইকেটে ৩২৭ রান।

মামব্রে বলেছেন, টিম কম্বিনেশন নিয়ে বহু দিন ধরেই আলোচনা চলছে। এবং প্লেয়ারদের সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে। মামব্রে বলেছেন, ‘যখন দল নিয়ে আলোচনা হয়, আমরা কয়েক দিন ধরেই কম্পোজিশন নিয়ে কথা বলি। আমরা এখানে খেলার আগে তিন থেকে চার দিন অনুশীলন করেছি এবং উইকেট দেখে খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা হয়। খেলোয়াড়রাও এটা বোঝে (টিম কম্বিনেশনের গুরুত্ব)।’

আরও পড়ুন: অশ্বিনকে না রাখাটা বড় মিসটেক- রীতিমতো ক্ষোভ উগরালেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক

বোলিং কোচ বলেছেন ভারত অবশ্যই খেলায় বাউন্স ব্যাক করতে পারে। তাঁর মতে, ‘দ্বিতীয় নতুন বল কিছুটা কার্যকরী হতে পারে। সকালের অধিবেশন গুরুত্বপূর্ণ হবে। আজকের (বুধবার) শেষ দুই সেশনে উইকেট আমাদের প্রত্যাশা মতো কাজ করেনি।’

উমেশ যাদবের ফিটনেস নিয়ে কথা উঠেছে। উমেশ দিনে মাত্র ১৪ ওভার বল করেছিলেন। কিন্তু মামব্রে বলেছেন যে, ওর কোনও ফিটনেস সমস্যা নেই। তিনি বরং মনে করেন, বোলাররা আরও ভালো পারফরম্যান্স করতে পারত।

বোলিং কোচ বলেও দিয়েছেন, ‘আমরা আরও শৃঙ্খলাবদ্ধ হতে পারতাম। ১২-১৩ ওভারের পরে, আমাদের শৃঙ্খলার অভাব ছিল। আমি মনে হয়, আমরা অনেক বেশি রান হজম করেছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নিশিকান্ত দুবের সংসদীয় প্যানেল থেকে মহুয়াকে সরান, ওম বিড়লাকে আবেদন তৃণমূলের বন্যাত্রাণে ঋণ দিয়েছিল বিশ্বব্যাঙ্ক, ভুলভাল খরচ করেছে পাকিস্তান, অবাক আমেরিকা! ‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.