বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, WTC Final 2023: রঙিন রবারের বলে ক্যাচ অনুশীলন কোহলিদের, অভিনব প্র্যাক্টিসের রহস্য জানলে অবাক হবেন

IND vs AUS, WTC Final 2023: রঙিন রবারের বলে ক্যাচ অনুশীলন কোহলিদের, অভিনব প্র্যাক্টিসের রহস্য জানলে অবাক হবেন

অভিনব ক্যাচিং অনুশীলন করছে টিম ইন্ডিয়া।

ফিল্ডিং প্র্যাক্টিসের সময় বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলদের দেখা যাচ্ছে বিভিন্ন রংয়ের বলে ক্যাচিংয়ের অনুশীলন করতে। কখনও সেটা লাল বল, তো কখনও সবুজ বা নীল বলে ক্যাচ ধরছেন ক্রিকেটারেরা। দেখতেও বেশ চমকপ্রদ লাগছে। বলগুলি আবার রাবারের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলা ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। তার আগে দুই দলই লন্ডনে পৌঁছে জোরদার অনুশীলন শুরু করে দিয়েছে। ভারত প্রথম সংস্করণের ফাইনালে উঠেও জিততে পারেনি। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তাই এ বার টিম ইন্ডিয়া শিরোপা জিততে মরিয়া। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইটা মোটেও সহজ হবে না।

আইপিএল শেষ হওয়ার পর টিম ইন্ডিয়ার অনুশীলনে যোগ দিয়েছে সব ক্রিকেটারই। অজি বধ করার সব রকম অস্ত্রে শান দিয়ে চলেছে ভারত। তাদের প্র্যাক্টিসে অভিনবত্বের ছোঁয়াও দেখা যাচ্ছে। ফিল্ডিং প্র্যাক্টিসের সময় বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলদের দেখা যাচ্ছে বিভিন্ন রংয়ের বলে ক্যাচিংয়ের অনুশীলন করতে। কখনও সেটা লাল বল, তো কখনও সবুজ বা নীল বলে ক্যাচ ধরছেন ক্রিকেটারেরা। দেখতেও বেশ চমকপ্রদ লাগছে। বলগুলি আবার রাবারের। তাই তুলনায় বেশ নরম। হাতে পড়ে বাউন্সও বেশি করে। এই ধরনের প্র্যাক্টিসের রহস্যটা কী?

আরও পড়ুন: আইরিশদের বিরুদ্ধে ম্যাচে বোলিং, ব্যাটিং, কিপিং না করেও আজব নজির অধিনায়ক স্টোকসের

জানা গিয়েছে, এর পিছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘এই বলগুলি বিশেষ রাবারের তৈরি। গলি ক্রিকেটে যে ধরনের বল দেখা যায়, তা নয়। ফিল্ডিং অনুশীলনের জন্য এই বল তৈরি করা হয়। এই বলগুলিকে বলা হয় রিঅ্যাকশন বল। বিশেষ কিছু দেশে এই বলে ফিল্ডিং প্র্যাক্টিস করানো হয়। যেমন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে। যেখানে হাওয়া বেশি দেয়। সঙ্গে ঠান্ডা থাকে। তাই বল শেষ মুহূর্তে বাঁক খেতে পারে। রঙিন বলে ক্যাচিং অনুশীলন করলে রিফ্লেক্স অনেক ভাল হয়। এতে শেষ মুহূর্তে ধোঁকা খাওয়ার সম্ভাবনা কম থাকে। বিশেষ করে স্লিপ ও উইকেটের পিছনের ক্যাচিংয়ের অনুশীলনের জন্য ব্যবহার করা হয়।’

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট খেলেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে চান ওয়ার্নার

এ দিকে অস্ট্রেলিয়ার নজরও রয়েছে ভারতের সব ধরনের কৌশলের দিকে। তারা কী ধরনের প্র্যাক্টিস করছে, কী টিম তৈরি করতে পারে, বোলিং বিভাগে কারা থাকছে, এই নিয়ে নিয়মিত যে আলোচনা হচ্ছে, সে কথা স্বীকার করে নিয়েছেন অজিদের সহকারী কোচ ড্যানিয়েল ভেত্তোরি। আসলে ভারতের ব্যাটিং লাইন-আপ মোটামুটি ভাবে একই থাকবে। কিন্তু বোলিং কী হবে, তা নিয়ে চর্চা রয়েছে।

ভেত্তোরি বলেছেন, ‘আমরা ভারতের বোলিং নিয়ে আলোচনা করছি। আমি মনে করি, জাদেজাই খেলবে। কারণ ও ব্যাটিংটা অনেক ভালো করে। ছয়ে নেমে সফল হয়েছে। দুর্দান্ত ছন্দে রয়েছে। ফলে জাদেজাই এগিয়ে থাকবে। সে ক্ষেত্রে প্রশ্ন হল, চতুর্থ পেসার এবং অলরাউন্ডার (শার্দুল) ঠাকুর এবং অশ্বিনকে ঘিরে। ওরা (দু'জনেই) দলে থাকার দাবীদার।’

রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ভারতে অনুষ্ঠিত বর্ডার-গাভাসকর ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তাঁরা যথাক্রমে ২৫ এবং ২২টি করে উইকেট নিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক মনে করে যে, ভারতের টিম কম্বিনেশনের কারণে একাদশে নাও থাকতে পারেন অশ্বিন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২ জেলায় ২ নারী নির্যাতনের অভিযোগ, তৎপর পুলিশও, গ্রেফতার ৬ মাঞ্চুরিয়ান থেকে বিরিয়ানি, ইন্টারনেটে ভাইরাল ইউনিক এই সিঙাড়াগুলি বহুতল থেকে ঝাঁপ, প্রয়াত মালাইকা আরোরার বাবা অনিল আরোরা! কারণ নিয়ে ধন্দ পাকিস্তানের মাটি থেকে পাওয়া আত্মবিশ্বাসকে ভারতের মাটিতে কাজে লাগাতে চান লিটন দাস ১৬ টাকায় বিক্রি হচ্ছিল ডিম, ভারত রফতানি করতেই বাংলাদেশে দাম কমে হল ৭ টাকা সন্দেশখালিতে দুর্গা প্রতিমা ভাঙচুর, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর গুগল এবং অ্যাপল ইইউর বিরুদ্ধে তাদের আদালতের লড়াইয়ে হেরে গেছে এবং শত শত কোটি জরিমানা ও কর বকেয়া রয়েছে রাধা অষ্টমীর পুজোর ভোগে নিবেদন করুন এই জিনিসগুলি, সমস্ত ইচ্ছা হবে পূরণ বাংলায় আরও ৫ টি পকসো বিশেষ আদালত, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত সরকারের ‘ওর বাবা…..’, পরিবার তুলে 'মার্ক্সবাদী' কমলাকে আক্রমণ ট্রাম্পের! উড়ে এল পাটকেলও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.