India vs Australia ICC World Test Championship Final: সংস্কারবশত ১৩ নম্বরকে অনেকেই আনলাকি বা দুর্ভাগ্যজনক হিসেবে বিবেচনা করেন। তবে টেস্টে ৫০০০ রান করা কখনই দুর্ভাগ্যের হতে পারে না। বরং ভারতের ১৩ নম্বর ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করা অজিঙ্কা রাহানে নিজেকে সৌভাগ্যবান মনে করবেন নিশ্চিত।
1/13 ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডব্লিউটিসি ফাইনালে ৮৯ রানের লড়াকু ইনিংস খেলার পথে ১৩তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০০০ রানের মাইলস্টোন টপকে যান অজিঙ্কা রাহানে। ৮৩টি টেস্টের ১৪১তম ইনিংসে ব্যাট করতে নেমে এমন অনবদ্য নজির গড়েন অজিঙ্কা। তিনি টেস্টে ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরান করেন। ছবি- রয়টার্স।
2/13 টেস্টে শুধু ভারতের হয়েই নয়, বরং বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি ২০০টি টেস্টের ৩২৯টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৯২১ রান করেন। সচিন টেস্টে ৫১টি সেঞ্চুরি ও ৬৮টি হাফ-সেঞ্চুরি করেছেন। ছবি- পিটিআই।
3/13 টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি ১৬৩টি টেস্টের ২৮৪টি ইনিংসে ব্যাট করে ১৩২৬৫ রান সংগ্রহ করেন। রাহুল দ্রাবিড় টেস্টে ৩৬টি শতরান ও ৬৩টি অর্ধশতরান করেছেন। ছবি- রয়টার্স।
4/13 কিংবদন্তি সুনীল গাভাসকর টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১০১২২ রান সংগ্রহ করেছেন। তিনি ১২৫টি টেস্টের ২১৪টি ইনিংসে ব্যাট করতে নেমে এমন কৃতিত্ব অর্জন করেন। গাভাসকর টেস্টে ৩৪টি শতরান ও ৪৫টি অর্ধশতরান করেছেন। ছবি- এএনআই।
5/13 ভিভিএস লক্ষ্মণ টেস্টে ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ ৮৭৮১ রান সংগ্রহ করেছেন। তিনি ১৩৪টি টেস্টের ২২৫টি ইনিংসে ব্য়াট করে এমন কৃতিত্ব অর্জন করেছেন। লক্ষ্মণ টেস্টে ১৭টি শতরান ও ৫৬টি অর্ধশতরান করেছেন। ছবি- এইচটি প্রিন্ট।
6/13 বীরেন্দ্র সেহওয়াগ ১০৩টি টেস্টের ১৭৮টি ইনিংসে ব্যাট করতে নেমে ৮৫০৩ রান সংগ্রহ করেন। তিনি লাল বলের ক্রিকেটে ২৩টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি করেন। ছবি- এএনআই।
8/13 সৌরভ গঙ্গোপাধ্যায় ১১৩টি টেস্টের ১৮৮টি ইনিংসে ব্যাট করে ৭২১২ রান সংগ্রহ করেছেন। তিনি দীর্ঘতম ফর্ম্যাটে ১৬টি শতরান ও ৩৫টি অর্ধশতরান করেন। ছবি- পিটিআই।
9/13 চেতেশ্বর পূজারা ১০৩টি টেস্টের ১৭৫টি ইনিংসে ব্যাট করে ৭১৬৮ রান সংগ্রহ করেছেন। তিনি এখনও পর্যন্ত টেস্টে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরি করেছেন। ছবি- এপি।
10/13 দিলীপ বেঙ্গসরকার ১১৬টি টেস্টের ১৮৫টি ইনিংসে ব্যাট করে ৬৮৬৮ রান সংগ্রহ করেছেন। দীর্ঘতম ফর্ম্যাটে তিনি ১৭টি শতরান ও ৩৫টি অর্ধশতরান করেছেন। ছবি- এএনআই।
12/13 গুন্ডাপ্পা বিশ্বনাথ ভারতের হয়ে ৯১টি টেস্টের ১৫৫টি ইনিংসে ব্যাট করে ৬০৮০ রান সংগ্রহ করেন। দেশের হয়ে লাল বলের ক্রিকেটে বিশ্বনাথ ১৪টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরি করেছেন। ছবি- কেএসসিএ।