বাংলা নিউজ > ময়দান > IND vs AUS WTC Final: ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত, ফলো-অন বাঁচানোই এখন চ্যালেঞ্জ
WTC ফাইনালে হাফ-সেঞ্চুরি হাতছাড়া জাদেজার। ছবি- বিসিসিআই টুইটার।

IND vs AUS WTC Final: ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত, ফলো-অন বাঁচানোই এখন চ্যালেঞ্জ

India vs Australia ICC World Test Championship Final Day 2 Live Score: ট্রেভিস হেডের ১৬৩ ও স্টিভ স্মিথের ১২১ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৬৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৪টি উইকেট নেন মহম্মদ সিরাজ। পালটা ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে সাজঘরে ফেরেন রবীন্দ্র জাদেজা।

ওভালের পিচে পর্যাপ্ত ঘাস রয়েছে। পরিবেশ-পরিস্থিতি বোলারদের অনুকূল। টস-ভাগ্য সঙ্গ দেয় রোহিত শর্মার। তা সত্ত্বেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করতে পারেনি ভারত। বরং স্টিভ স্মিথ ও ট্রেভিস হেডের প্রত্যাঘাতে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়াই। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৪৬৯ রানে গুটিয়ে দেয় টিম ইন্ডিয়া। যদিও পালটা ব্যাট করতে নেমে ভারত প্রবল অস্বস্তিতে রয়েছে। ইতিমধ্যেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা রোহিতরা।

08 Jun 2023, 10:35:29 PM IST

দ্বিতীয় দিনের খেলা শেষ, ফলো-অন বাঁচানোই চ্যালেঞ্জ

অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৫১ রান সংগ্রহ করেছে। তারা সাকুল্য়ে ৩৮ ওভার ব্যাট করে। অজিঙ্কা রাহানে ব্যক্তিগত ২৯ রানে নট-আউট থাকেন। ৭১ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন। কেএস ভরত ১৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন কামিন্স, স্টার্ক, বোল্যান্ড, গ্রিন ও লিয়ন। সুতরাং, অস্ট্রেলিয়ার থেকে এখনও ৩১৮ রানে পিছিয়ে রয়েছে ভারত। ফলো-অন বাঁচাতে এখনও ১১৯ রান দরকার টিম ইন্ডিয়ার।

08 Jun 2023, 10:14:52 PM IST

রবীন্দ্র জাদেজা আউট

৩৪.৩ ওভারে নাথান লিয়নের বলে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ৫১ বলে ৪৮ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন জাদেজা। ভারত ১৪২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেএস ভরত।

08 Jun 2023, 10:11:54 PM IST

স্টার্কের ওভারে ১৩ রান

৩৪তম ওভারে মিচেল স্টার্কের বলে ২টি চার মারেন রবীন্দ্র জাদেজা। ওভারে মোট ১৩ রান ওঠে। ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪১ রান। ৫০ বলে ৪৮ রান করেছেন জাদেজা। ২৬ রানে ব্যাট করছেন রাহানে।

08 Jun 2023, 10:00:30 PM IST

৫০ রানের পার্টনারশিপ জাদেজা-রাহানের

৮৪ বলে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৫ রান। ৪৪ বলে ৩৫ রান করেছেন রবীন্দ্র জাদেজা। ৫৬ বলে ২৩ রান করেছেন রাহানে।

08 Jun 2023, 09:41:08 PM IST

বোল্যান্ডকে ছক্কা হাঁকালেন জাদেজা

২৮তম ওভারে স্কট বোল্যান্ডের বলে ১টি ছক্কা মারেন রবীন্দ্র জাদেজা। ২৮ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১১১ রান। ৩৬ বলে ৩১ রান করেছেন জাদেজা। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১৭ রানে ব্যাট করছেন রাহানে।

08 Jun 2023, 09:32:16 PM IST

১০০ ছুঁল ভারত

২৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১০০ রান। ২৭ বলে ২০ রান করেছেন রবীন্দ্র জাদেজা। তিনি ৩টি চার মেরেছেন। ৩১ বলে ১৭ রান করেছেন রাহানে। অজিঙ্কাও ৩টি চার মেরেছেন।

08 Jun 2023, 09:16:19 PM IST

স্টার্কের ওভারে জোড়া বাউন্ডারি জাদেজার 

২৩তম ওভারে জোড়া বাউন্ডারি মারেন রবীন্দ্র জাদেজা। ওভারে ৯ রান ওঠে। ভারতের স্কোর ৪ উইকেটে ৯৭ রান। রাহানে ও জাদেজা, উভয়েই ব্যক্তিগত ১৭ রানে ব্যাট করছেন।

08 Jun 2023, 09:06:45 PM IST

নো-বলে আউট হয়ে বাঁচলেন রাহানে

২১.৬ ওভারে প্যাট কামিন্সের বলে অজিঙ্কা রাহানেকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। রাহানে রিভিউয়ের আবেদন জানান। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় যে, ওভার-স্টেপ করেছেন কামিন্স। ফলে নো-বল হওয়ায় সে যাত্রায় বেঁচে যান অজিঙ্কা। অবশ্য বল ট্র্যাকিংয়ে রাহানে আদৌ এলবিডব্লিউ ছিলেন কিনা, তা যাচাই করেননি তৃতীয় আম্পায়ার। ২২ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮৮ রান। ১৭ রানে ব্যাট করছেন রাহানে। ৮ রান করেছেন জাদেজা।

08 Jun 2023, 08:44:30 PM IST

বিরাট কোহলি আউট

১৮.২ ওভারে মিচেল স্টার্কের শর্ট বলে ব্যাটের কানা লাগিয়ে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। ৩১ বলে ১৪ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত ৭১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।

08 Jun 2023, 08:36:42 PM IST

কোহলিকে নিয়ে লড়াই অভিজ্ঞ রাহানের

১৭ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৬৭ রান। অজিঙ্কা রাহানে ৯ বলে ৭ রান করেছেন। মেরেছেন ১টি চার। ২৯ বলে ১৪ রান করেছেন কোহলি। তিনি ২টি চার মেরেছেন।

08 Jun 2023, 08:19:10 PM IST

চেতেশ্বর পূজারা আউট

১৩.৫ ওভারে ক্যামেরন গ্রিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন চেতেশ্বর পূজারা। ঠিক যেভাবে বল ছেড়ে দিয়ে বোল্ড হন শুভমন গিল, হুবহু সেভাবেই নিজের উইকেট খোয়ান পূজারা। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৪ রান করেন চেতেশ্বর। ভারত ৫০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে।

08 Jun 2023, 08:09:44 PM IST

প্রথম বাউন্ডারি পূজারার

চায়ের বিরতির পরে বল করতে আসেন বোল্যান্ড। তৃতীয় বলে চার মারেন চেতেশ্বর পূজারা। ১১ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪২ রান। পূজারা ৮ ও কোহলি ৪ রানে ব্যাট করছেন।

08 Jun 2023, 07:42:16 PM IST

দ্বিতীয় দিনের চায়ের বিরতি

দুই ওপেনার মাঠ ছাড়ার পরে কোহলিকে নিয়ে প্রাথমিক বিপর্যয় রোধ করার লড়াই চেতেশ্বর পূজারার। অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৩৭ রান সংগ্রহ করেছে। ১১ বলে ৪ রান করেছেন কোহলি। মেরেছেন ১টি চার। পূজারা ৯ বলে ৩ রান করেছেন। কামিন্স ও বোল্যান্ড ১টি করে উইকেট নিয়েছেন।

08 Jun 2023, 07:27:08 PM IST

শুভমন গিল আউট

৬.৪ ওভারে স্কট বোল্যান্ডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। বল ছেড়ে দিয়ে ভুল করেন গিল। তিনি ১৫ বলে ১৩ রান করেন। মারেন ২টি চার। ভারত ৩০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।

08 Jun 2023, 07:22:12 PM IST

রোহিত শর্মা আউট

৫.৬ ওভারে প্যাট কামিন্সের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। ২৬ বলে ১৫ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত ৩০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতেশ্বর পূজারা। শুভমন গিল ১৩ রানে ব্যাট করছেন।

08 Jun 2023, 07:06:55 PM IST

বাউন্ডারিতে খাতা খোলেন গিল

দ্বিতীয় ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। ওভারে ১টি চার মারেন শুভমন গিল। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৩ রান। গিল ৬ ও রোহিত ৬ রানে ব্যাট করছেন।

08 Jun 2023, 06:57:16 PM IST

রান তাড়া শুরু ভারতের

শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন রোহিত। প্রথম ওভারে ৫ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।

08 Jun 2023, 06:41:18 PM IST

প্রথম ইনিংসে অল-আউট অস্ট্রেলিয়া

১২১.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েন প্যাট কামিন্স। ৩৪ বলে ৯ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৪৬৯ রানে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। ৭ বলে ১ রান করে নট-আউট থাকেন বোল্যান্ড। সিরাজ ১০৮ রানে ৪ উইকেট দখল করেন। ১২২ রানে ২টি উইকেট নেন শামি। ৮৩ রানে ২টি উইকেট দখল করেন শার্দুল। ৫৬ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন জাদেজা। ৭৭ রান খরচ করেও কোনও উইকেট পাননি উমেশ।

08 Jun 2023, 06:32:32 PM IST

নাথান লিয়নকে ফেরালেন সিরাজ

১১৯.৫ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নাথান লিয়ন। ১টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৯ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৪৬৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্কট বোল্যান্ড।

08 Jun 2023, 06:14:03 PM IST

অ্যালেক্স ক্যারিকে ফেরালেন জাদেজা

১১৪.৩ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ছক্কা হাঁকান অ্যালেক্স ক্যারি। তবে পরের বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন অ্যালেক্স। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৯ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন তিনি। অস্ট্রেলিয়া ৪৫৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাথান লিয়ন।

08 Jun 2023, 06:03:23 PM IST

ব্যাট চালাচ্ছেন ক্যারি

১১৩তম ওভারে মহম্মদ শামির বলে ৩টি চার মারেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৪৪৩ রান। ক্যারি ৬২ বলে ৪০ রান করেছেন। ৫ রানে ব্যাট করছেন প্যাট কামিন্স।

08 Jun 2023, 05:49:03 PM IST

মেডেন ওভারে দ্বিতীয় সেশনের খেলা শুরু

লাঞ্চের পরে প্রথম ওভারে বল করতে আসেন উমেশ যাদব। তিনি কোনও রান খরচ করেননি সেই ওভারে। ১১০ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৪২২ রান।

08 Jun 2023, 05:06:14 PM IST

দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতি

দ্বিতীয় দিনের লাঞ্চে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১০৯ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ৪২২ রান সংগ্রহ করেছে। অ্যালেক্স ক্যারি ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ২২ রান করে অপরাজিত রয়েছেন। প্যাট কামিন্স ১৭ বলে ২ রান করে নট-আউট থাকেন। শামি ২৭ ওভারে বল করে ১০২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। সিরাজ ২৭ ওভার বল করে ১০৬ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন। শার্দুল ঠাকুর ২৩ ওভার বল করে ৮৩ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন। সুতরাং, দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪টি উইকেট সংগ্রহ করে ভারত।

08 Jun 2023, 04:39:57 PM IST

রান-আউট স্টার্ক

১০৩.৫ ওভারে পরিবর্ত ফিল্ডার অক্ষর প্যাটেলের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন মিচেল স্টার্ক। ২০ বলে ৫ রান করে মাঠ ছাড়েন স্টার্ক। ৪০২ রানে ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নামেন প্যাট কামিন্স।

08 Jun 2023, 04:37:04 PM IST

৪০০ ছুঁল অস্ট্রেলিয়া

১০৩তম ওভারে দলগত ৪০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। তাদের স্কোর ৬ উইকেটে ৪০০ রান। অ্যালেক্স ক্যারি ১৩ ও মিচেল স্টার্ক ৪ রানে ব্যাট করছেন।

08 Jun 2023, 04:21:19 PM IST

১০০ ওভারের খেলা শেষ

১০০ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ৩৮৮ রান। ৯ রানে ব্যাট করছেন অ্যালেক্স ক্যারি। এখনও খাতা খোলেননি মিচেল 

08 Jun 2023, 04:12:03 PM IST

স্মিথকে ফেরালেন শার্দুল

৯৮.১ ওভারে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্টিভ স্মিথ। অফ-স্টাম্পের বাইরের বল ব্যাটের কানা লাগিয়ে স্টাম্পে টেনে আনেন স্মিথ। ২৬৮ বলে ১২১ রান করেন তিনি। মারেন ১৯টি চার। অস্ট্রেলিয়া ৩৮৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্টার্ক।

08 Jun 2023, 03:48:36 PM IST

গ্রিনকে ফেরালেন শামি

৯৪.২ ওভারে মহম্মদ শামির বলে স্লিপে শুভমন গিলের হাতে ধরা পড়েন ক্যামেরন গ্রিন। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৬ রান করেন গ্রিন। অস্ট্রেলিয়া ৩৭৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালেক্স ক্যারি। ৯৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ৩৭৬ রান। ১১৯ রানে ব্যাট করছেন স্মিথ।

08 Jun 2023, 03:33:14 PM IST

ট্রেভিস হেডকে ফেরালেন সিরাজ

৯১.১ ওভারে মহম্মদ সিরাজের বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন ট্রেভিস হেড। ১৭৪ বলে ১৬৩ রান করেন তিনি। মারেন ২৫টি চার ও ১টি ছক্কা। অস্ট্রেলিয়া ৩৬১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন। তিনি মাঠে নেমেই চার মারেন। ৯২ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৩৬৭ রান। স্মিথ ১১০ রানে ব্যাট করছেন।

08 Jun 2023, 03:24:06 PM IST

৩৫০ টপকাল অস্ট্রেলিয়া

৯০তম ওভারে প্রথম ইনিংসে ৩৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ৯০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৩৫১ রান। ট্রেভিস হেড ১৫৮ ও স্টিভ স্মিথ ১০৬ রানে ব্যাট করছেন।

08 Jun 2023, 03:18:46 PM IST

১৫০ টপকালেন হেড

২৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬৪ বলে ১৫০ রানের গণ্ডি টপকে যান ট্রেভিস হেড। ৮৯ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৩৪৫ রান। স্মিথ ১০৫ ও হেড ১৫৩ রানে ব্যাট করছেন।

08 Jun 2023, 03:05:28 PM IST

স্টিভ স্মিথের শতরান

দিনের প্রথম ওভারেই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন স্টিভ স্মিথ। দরকার ছিল ৫ রান। নিজের খেলা প্রথম ২টি বলে পরপর ২টি চার মেরে তিন অঙ্কে পৌঁছে যান স্মিথ। ১৬টি বাউন্ডারির সাহায্যে ২২৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্টিভ। দ্বিতীয় দিনের প্রথম ওভারে ৯ রান ওঠে। ৮৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৩৩৬ রান। স্মিথ ১০৩ ও হেড ১৪৭ রানে ব্যাট করছেন।

08 Jun 2023, 03:03:29 PM IST

দ্বিতীয় দিনের খেলা শুরু

প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ট্রেভিস হেড ব্যাট করতে নামেন দ্বিতীয় দিনে। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম বলে এক রান নিয়ে স্কোর বোর্ড চালু করেন হেড।

08 Jun 2023, 02:57:47 PM IST

পিচ রিপোর্ট দুশ্চিন্তায় ফেলবে ভারতীয় সমর্থকদের

দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে পিচ রিপোর্টে দীপ দাশগুপ্ত ও সুনীল গাভাসকর স্পষ্ট জানান যে, এই পিচে দ্বিতীয় ও তৃতীয় দিনে ব্যাট করা সহজ হবে। পিচে ঘাস রয়েছে বটে, তবে সতেজতা হারাচ্ছে ঘাস। সুতরাং, ব্যাটে বল আসবে যথাযথভাবে। তাই অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়তে পারে।

08 Jun 2023, 02:41:44 PM IST

জাদেজার কোন ভূমিকা পালন করা উচিত, জানালেন সৌরভ

দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানান যে, রবীন্দ্র জাদেজার সাপোর্ট বোলারের ভূমিকা পালন করা কখনই উচিত নয়। বরং ফ্রন্টলাইন স্পিনার হিসেবে তাঁর উইকেট নেওয়ার চেষ্টা করা উচিত। মহারাজ বলেন, ‘আমি চাই না জাদেজা ৩০ ওভার বল করে কোনও উইকেট না নিয়ে মাত্র ১০০ রান খরচ করুক। বরং ও ৩০ ওভারে ১৫০ রান খরচ করুক এবং ৪-৫টি উইকেট নিক। অশ্বিনের অনুপস্থিতিতে ফ্রন্টলাইন স্পিনার হিসেবে জাদেজার উচিত উইকেটের জন্য ঝাঁপানো।’

08 Jun 2023, 02:34:48 PM IST

হেডেন-চন্দ্রপলের রেকর্ড ভাঙার অপেক্ষায় স্মিথ

দ্বিতীয় দিনে মাত্র ৫ রান সংগ্রহ করলেই ব্যক্তিগত শতরান পূর্ণ করবেন স্টিভ স্মিথ। তিন অঙ্কে পৌঁছলে এটি তাঁর টেস্ট কেরিয়ারের ৩১তম শতরান হবে। সেই নিরিখে তিনি টপকে যাবেন ম্যাথিউ হেডেন ও শিবনারায়ন চন্দ্রপলকে। হেডেন এবং চন্দ্রপল টেস্টে ৩০টি করে শতরান করেছেন।

08 Jun 2023, 02:11:31 PM IST

প্রথম দিনের স্কোর

ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়া দিনের প্রথম সেশনেই ২টি উইকেট হারিয়ে বসে। দ্বিতীয় সেশনের শুরুতেই আরও একটি উইকেট খোয়ায় তারা। শেষমেশ প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৮৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩২৭ রান সংগ্রহ করে। স্টিভ স্মিথ ৯৫ ও ট্রেভিস হেড ১৪৬ রানে অপরাজিত থাকেন। ৪৩ রানে আউট হন ডেভিড ওয়ার্নার। প্রথম দিনে ভারতের হয়ে ১টি করে উইকেট নেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শোণিতপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘বাচ্চার বাচ্চা আসছে…’,দিদিমা হচ্ছেন নীনা গুপ্তা! ২য় বিয়ের এক বছর,গর্ভবতী মাসাবা গর্ভাবস্থাতেই ‘ঢিসুম ঢিসুম’ দীপিকার, ছেলে না মেয়ে চাই? মনের ইচ্ছে জানালেন রণবীর ব্যবসায়ীকে খুনের চেষ্টা, বারে ভাঙচুর, বাকি ৮৭ হাজারের বিল! জেল হতে পারে পরীমনির? লখিমপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘খ্যাঁকখ্যাঁক করে…’,শিমুলের নামে রচনার কাছে নালিশ ঠুকল শ্রীতমা, পালটা মানালি গবাদি পশুও সন্তান! অপহৃত মেয়ে ও গৃহপালিত প্রাণীদের ফিরে পেতে হাইকোর্টে মা ‘ধর্ম যার যার উৎসব সবার’ মমতার সুর লকেটের মুখে, ‘রাম BJP-র একার নয়’ বললেন রচনা জোরহাট লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য কাউন্সিলরের কন্যা নেহাকে কুপিয়ে খুন করল ফৈয়জ, সুতপা হত্যার ছায়া

Latest IPL News

কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.