বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: WTC ফাইনালে ‘অপয়া’ কেটেলবরো থাকবেন থার্ড আম্পায়ারের ভূমিকায়, অশনি সংকেত ভারতীয় শিবিরে

IND vs AUS: WTC ফাইনালে ‘অপয়া’ কেটেলবরো থাকবেন থার্ড আম্পায়ারের ভূমিকায়, অশনি সংকেত ভারতীয় শিবিরে

WTC ফাইনালের আম্পায়ারদের নাম ঘোষিত হল। ছবি- আইসিসি টুইটার।

Match Officials For World Test Championship Final: ভারত-অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন কারা, জানিয়ে দিল ICC।

ভারত আরও একটি আইসিসি ইভেন্টের নক-আউট ম্যাচ খেলতে নামছে এবং আরও একবার আম্পায়ারের ভূমিকায় রিচার্ড কেটেলবরো। সুতরাং, মাঠে নামার আগেই অশনি সংকেত টিম ইন্ডিয়ান জন্য।

আসলে কেটেলবরো বরাবর ভারতীয় দলের কাছে আনলাকি হয়ে দেখা দিয়েছেন। গত এক দশকে টিম ইন্ডিয়া যতগুলি আইসিসি টুর্নামেন্টের নক-আউট থেকে বিদায় নিয়েছে, ২০২২-এর টি-২০ বিশ্বকাপ ছাড়া বাকি সব ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। তালিকাটা নেহাৎ ছোট নয়।

২০১৪ টি-২০ বিশ্বকাপের ফাইনাল, ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এমনকি ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, সব ক্ষেত্রেই ভারতীয় দলের পক্ষে দুর্ভাগ্যজনক হয়ে দেখা দিয়েছে আম্পায়ার হিসেবে মাঠে কেটেলবরোর উপস্থিতি। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২১ এর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করেন কেটেলবরো। সেই ম্যাচটিও ভারত হারে নিউজিল্যান্ডের কাছে।

এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে আইসিসি। সেই তালিকায় নাম রয়েছে রিচার্ডের। গতবারের মতো এবারও তিনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করবেন।

আরও পড়ুন:- IPL 2023 Final: অঝোর বৃষ্টিতে এক ছাতার তলায় বসে চারজন, 'হেরে গিয়েও' নায়কের মর্যাদা পাচ্ছেন আমদাবাদের মাঠকর্মীরা

উল্লেখ্য, এবার অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। ইলিংওর্থ গতবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকা পালন করেন। এবার তৃতীয় আম্পায়ার হিসেবে দেখা যাবে শ্রীলঙ্কার কুমার ধর্মসেনাকে। ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।

উল্লেখ্য, আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই নিয়ে টানা ২ বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ভারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ম্য়াচ অফিসিয়ালরা:-
অন ফিল্ড আম্পায়ার-১: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)
অন ফিল্ড আম্পায়ার-২: রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড)
তৃতীয় আম্পায়ার: রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড)
চতুর্থ আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
ম্যাচ রেফারি: রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ)

আরও পড়ুন:- IPL 2023 Final: ২০ ওভার না হলে অন্তত ৫ ওভার, তাও সম্ভব না হলে সুপার ওভার, হর্ষর আশঙ্কা সত্যি হলে ট্রফি গুজরাটের

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নির্বাচিত ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও ইশান কিষাণ (উইকেটকিপার)।
স্ট্যান্ড-বাই: মুকেশ কুমার, যশস্বী জসওয়াল ও সূর্যকুমার যাদব।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চপার থেকে নামতেই পা জড়িয়ে ধরেন মহিলা, রাস্তায় চুমুও ছুড়লেন তরুণী, কী করলেন দেব শুক্রবার থেকে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ বহু জায়গায় !ভোটের দিন কোথায় কোথায় খোলা থাকবে না নিজের সম্পত্তি বাঁচাতে রাজীব গান্ধী তুলে দিয়েছিলেন উত্তরাধিকার আইন- মোদী হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিসমাহ মারুফ বেআইনি নির্মাণ কিনা ফ্ল্যাট কেনার আগেই জানতে পারবেন ক্রেতারা, চালু হচ্ছে পোর্টাল তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদ করার ‘শাস্তি’, সংখ্যালঘু নেতাকে বহিষ্কার BJP-র 'আমরা কোথাও যাচ্ছি না'- বাইডেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে আমেরিকায় টিকটক টেকানোর বার্তা শেষ মুহূর্তে ফোন করেছিলেন ঋষি! ফোন তুলতে পারেননি, সেই আক্ষেপ আজও রয়েছে ঋদ্ধিমার Sri Lanka Women বনাম Thailand Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে?

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.