ভারত আরও একটি আইসিসি ইভেন্টের নক-আউট ম্যাচ খেলতে নামছে এবং আরও একবার আম্পায়ারের ভূমিকায় রিচার্ড কেটেলবরো। সুতরাং, মাঠে নামার আগেই অশনি সংকেত টিম ইন্ডিয়ান জন্য।
আসলে কেটেলবরো বরাবর ভারতীয় দলের কাছে আনলাকি হয়ে দেখা দিয়েছেন। গত এক দশকে টিম ইন্ডিয়া যতগুলি আইসিসি টুর্নামেন্টের নক-আউট থেকে বিদায় নিয়েছে, ২০২২-এর টি-২০ বিশ্বকাপ ছাড়া বাকি সব ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। তালিকাটা নেহাৎ ছোট নয়।
২০১৪ টি-২০ বিশ্বকাপের ফাইনাল, ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এমনকি ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, সব ক্ষেত্রেই ভারতীয় দলের পক্ষে দুর্ভাগ্যজনক হয়ে দেখা দিয়েছে আম্পায়ার হিসেবে মাঠে কেটেলবরোর উপস্থিতি। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২১ এর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করেন কেটেলবরো। সেই ম্যাচটিও ভারত হারে নিউজিল্যান্ডের কাছে।
এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে আইসিসি। সেই তালিকায় নাম রয়েছে রিচার্ডের। গতবারের মতো এবারও তিনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, এবার অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। ইলিংওর্থ গতবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকা পালন করেন। এবার তৃতীয় আম্পায়ার হিসেবে দেখা যাবে শ্রীলঙ্কার কুমার ধর্মসেনাকে। ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।
উল্লেখ্য, আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই নিয়ে টানা ২ বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ভারত।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ম্য়াচ অফিসিয়ালরা:-
অন ফিল্ড আম্পায়ার-১: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)
অন ফিল্ড আম্পায়ার-২: রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড)
তৃতীয় আম্পায়ার: রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড)
চতুর্থ আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
ম্যাচ রেফারি: রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ)
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নির্বাচিত ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও ইশান কিষাণ (উইকেটকিপার)।
স্ট্যান্ড-বাই: মুকেশ কুমার, যশস্বী জসওয়াল ও সূর্যকুমার যাদব।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।