বাংলা নিউজ > ময়দান > ‘স্বপ্ন সত্যি হল’, ভারতের বিরুদ্ধে ODI সিরিজ জিতে উচ্ছ্বাস লুকিয়ে রাখলেন না লিটন

‘স্বপ্ন সত্যি হল’, ভারতের বিরুদ্ধে ODI সিরিজ জিতে উচ্ছ্বাস লুকিয়ে রাখলেন না লিটন

ভারতকে হারানোর পর সাংবাদিক সম্মেলনে লিটন। (AFP)

একজন অধিনায়ক হিসেবে বড় দলকে হারানোর আনন্দ আলাদা, সিরিজ জিতে জানালেন লিটন।

ভারতের বিরুদ্ধে ঘরের মাটিতে একদিনের সিরিজ পকেটে পুরেছে বাংলাদেশ দল। সিরিজের মধ্যে ইতিমধ্যেই দুই ম্যাচ জিতে এগিয়ে রয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ভারতকে হারিয়ে এখন অনেকটাই স্বস্তিতে বাংলাদেশ। সিরিজ জিতে তাই আনন্দ ধরে রাখতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

বুধবার মীরপুরে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, 'এই সিরিজ জয় আমাদের সত্যি অনেকটা অক্সিজেন দিল। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের অবস্থান একেবারেই ভালো ছিল না। আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে এই জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস এনে দিল বলা চলে। সামনে আমাদের অনেক সিরিজ। আশা করছি এই ধারাবাহিকতা বজায় রেখেই আমরা এগিয়ে যেতে পারব।'

আরও পড়ুন:- Ranji Trophy: রঞ্জির প্রথম দু'ম্যাচের বাংলা দলে চমক, ঈশ্বরনের সংসারে নতুন মুখ দুর্গেশ

লিটন এই সিরিজ সম্পর্কে আরও বলেন, 'একজন অধিনায়ক হিসেবে বড় দলকে হারানোর আনন্দ আলাদা। এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই ম্যাচে আমরা যখন প্রথমে ব্যাট করছিলাম, শুরুর দিকে ভারতীয় বোলাররা খুব ভালো বোলিং করছিল। তবে মাহমুদুল্লাহ এবং মেহেদি নামতেই ম্যাচের মোড় ঘুরে যায়। ভারতীয় বোলাররা এই পার্টনারশিপ ভাঙতে না পারার জন্যই আমরা বড় রান করি। মীরপুরের উইকেট যা, তাতে ২৪০-২৫০ তাড়া করা খুব একটা সহজ কাজ নয়। বিশেষ করে রাতে শিশির ফ্যাক্টর থাকে। তাই এই রান তুলতে ভারতের সমস্যা হয়েছে।'

আরও পড়ুন:- জুটল না অস্ট্রেলিয়া টেস্ট, ইডেন পেল ভারত-শ্রীলঙ্কা ODI, আইপিএলের আগে ঘরের মাঠে ১৯টি ম্যাচের সূচি প্রকাশ করল BCCI

একই সঙ্গে লিটন বোলারদের প্রশংসাও করেছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'ভারত শুরুটা ঠিকঠাক না করলেও শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল এবং রোহিত শর্মা যেভাবে ব্যাটিং করেছে তাতে ফলাফল ওদের দিকে যেতে পারতো। কিন্তু আমাদের বোলাররা দুর্দান্ত পারফর্ম্যান্স করেছে। বিশেষ করে শেষের দিকে আমি বোলিং পরিবর্তন করি। আর সেটাই কাজে লেগে যায়। এই জয় দলগত পারফরমেন্সে ভিত্তিতে। আমি চাই জিতে সিরিজ শেষ করতে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন