বাংলা নিউজ > ময়দান > বাংলাদেশে জোড়া শতরানের পুরস্কার পেতে পারেন অভিমন্যু, রোহিতের ব্যাকআপ হিসেবে টেস্ট দলে ঢুকতে পারেন বাংলার ওপেনার

বাংলাদেশে জোড়া শতরানের পুরস্কার পেতে পারেন অভিমন্যু, রোহিতের ব্যাকআপ হিসেবে টেস্ট দলে ঢুকতে পারেন বাংলার ওপেনার

শতরানের পরে অভিমন্যু ঈশ্বরন। ছবি- বিসিবি।

India vs Bangladesh Test: শামির বদলে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিতে পারেন বাংলার মুকেশ কুমার।

রোহিত শর্মা চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়ায় বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে শিকে ছিঁড়তে পারে অভিমন্যু ঈশ্বরনের ভাগ্যে। জাতীয় নির্বাচকরা বাংলার তারকা ওপেনারকে টেস্ট স্কোয়াডে ঢুকিয়ে দিতে পারেন বলে খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের।

বুধবার মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ম্যাচে ফিল্ডিং করার সময় হাতে চোট পান রোহিত। তাঁর বাঁ-হাতের বুড়ো আঙুলের হাড় সরেছে। যদিও চোট নিয়েও তিনি শেষমেশ ব্যাট করতে নামেন। তবে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে যে তিনি মাঠে নামতে পারবেন না, সেকথা জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় শিবির থেকেই।

রোহিত জাতীয় দল ছেড়ে দেশে ফিরছেন। তাঁকে সম্ভবত ২ ম্যাচের টেস্ট সিরিজেও পাওয়া যাবে না। এক্ষেত্রে রোহিতের বদলি হিসেবে অভিমন্যু ঈশ্বরন টেস্ট দলে ঢুকে পড়তে পারেন। ঈশ্বরন এই মুহূর্তে বাংলাদেশেই রয়েছেন। তিনি বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজে ভারতীয়-এ দলকে নেতৃত্ব দিচ্ছেন।

আরও পড়ুন:- IND vs BAN: শয়ে একটা চোখে পড়ে এমন অতিমানবিক ইনিংস, মিস করলে দেখে নিন চোট নিয়ে রোহিতের ঝোড়ো হাফ-সেঞ্চুরির ভিডিয়ো

উল্লেখযোগ্য বিষয় হল, ঈশ্বরন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রথম ২টি বেসরকারি টেস্টের ২টি ইনিংসে ব্যাট করতে নেমে দু'টিতেই সেঞ্চুরি করেছেন তিনি। প্রথম ম্যাচে ১৪১ ও দ্বিতীয় ম্যাচে ১৫৭ রান করেন অভিমন্যু।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র বিসিসিআই কর্তা সংবাদ সংস্থাকে বলেন, ‘এ-দলের টেস্ট সিরিজে ওপেনার হিসেবে পরপর সেঞ্চুরি করেছে অভিমন্যু ঈশ্বরন। সম্ভবত দ্বিতীয় বেসরকারি টেস্ট শেষ হওয়ার পরে চট্টগ্রামে ভারতের টেস্ট দলের সঙ্গে যোগ দেবে ও।’

আরও পড়ুন:- বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন বছরের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন দ্রাবিড়

এও শোনা যাচ্ছে যে, মহম্মদ শামির বদলে টেস্ট সিরিজের দলে ঢুকে পড়তে পারেন বাংলার পেসার মুকেশ কুমার। মুকেশ বেশ কিছুদিন ধরেই বল হাতে অত্যন্ত ধারাবাহিক। যদিও শামির বদলি ঘোষণা করলে উমরান মালিকের নামও বিবেচনা করতে পারেন জাতীয় নির্বাচকরা। ওয়ান ডে সিরিজে শামির পরিবর্ত হিসেবে ভারতীয় স্কোয়াডে ঢোকেন উমরান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন