প্রথম ইনিংসের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে পালটা লড়াই চালাচ্ছে বাংলাদেশ-এ দল। যদিও ভারতীয়-এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে ইনিংস হার বাঁচাতে হলে এখনও অনেক পথ হাঁটতে হবে নাজমুলদের।
বাংলাদেশের ১১২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৪০৪ রান তুলেছিল। তার পর থেকে খেলতে নেমে তৃতীয় দিনে ভারত তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৫ উইকেটে ৪৬৫ রান তুলে।
অভিমন্যু ঈশ্বরন (১৪২) ও যশস্বী জসওয়াল (১৪৫) শতরান করেন আগের দিনই। তৃতীয় দিনে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উপেন্দ্র যাদব। তিনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২২ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। তিলক বর্মা অবসৃত হন ৩৩ রান করে।
আরও পড়ুন:- PAK vs ENG: রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম সেশনে ১৭৪ রান, দু'ঘন্টায় জোড়া রেকর্ড ইংল্যান্ডের
প্রথম ইনিংসের নিরিখে ৩৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে বাংলাদেশ-এ দল। তারা তৃতীয় দিনের খেলা শেষ করে ১ উইকেটে ১৭২ রান তুলে। মাহমুদুল হাসান জয় ২১ রান করে আউট হন। ৮৮ বলের ইনিংসে তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- AUS vs WI 1st Test: ২০০-র কমে থামলেন না স্মিথ-ল্যাবুশান, ৯৯-এ আউট ট্রেভিস হেড
জাকির হাসান ১৭৩ বলে ৮১ রান করে তৃতীয় দিনে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন। নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৫৬ রানে নট-আউট থাকেন। তিনি ৭টি বাউন্ডারি মেরেছেন। ইনিংস হার এড়াতে বাংলাদেশ-এ দলের দরকার এখনও ১৮১ রান। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন সৌরভ কুমার। বাকিরা আঁটোসাটো বোলিং করলেও উইকেট পাননি কেউ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।