প্রথম ইনিংসের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে পালটা লড়াই চালাচ্ছে বাংলাদেশ-এ দল। যদিও ভারতীয়-এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে ইনিংস হার বাঁচাতে হলে এখনও অনেক পথ হাঁটতে হবে নাজমুলদের।
বাংলাদেশের ১১২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৪০৪ রান তুলেছিল। তার পর থেকে খেলতে নেমে তৃতীয় দিনে ভারত তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৫ উইকেটে ৪৬৫ রান তুলে।
অভিমন্যু ঈশ্বরন (১৪২) ও যশস্বী জসওয়াল (১৪৫) শতরান করেন আগের দিনই। তৃতীয় দিনে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উপেন্দ্র যাদব। তিনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২২ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। তিলক বর্মা অবসৃত হন ৩৩ রান করে।
আরও পড়ুন:- PAK vs ENG: রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম সেশনে ১৭৪ রান, দু'ঘন্টায় জোড়া রেকর্ড ইংল্যান্ডের
প্রথম ইনিংসের নিরিখে ৩৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে বাংলাদেশ-এ দল। তারা তৃতীয় দিনের খেলা শেষ করে ১ উইকেটে ১৭২ রান তুলে। মাহমুদুল হাসান জয় ২১ রান করে আউট হন। ৮৮ বলের ইনিংসে তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- AUS vs WI 1st Test: ২০০-র কমে থামলেন না স্মিথ-ল্যাবুশান, ৯৯-এ আউট ট্রেভিস হেড
জাকির হাসান ১৭৩ বলে ৮১ রান করে তৃতীয় দিনে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন। নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৫৬ রানে নট-আউট থাকেন। তিনি ৭টি বাউন্ডারি মেরেছেন। ইনিংস হার এড়াতে বাংলাদেশ-এ দলের দরকার এখনও ১৮১ রান। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন সৌরভ কুমার। বাকিরা আঁটোসাটো বোলিং করলেও উইকেট পাননি কেউ।