বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন চেতেশ্বর পূজারা। তবে মীরপুরের দ্বিতীয় টেস্টে দলকে ব্যাট হাতে নির্ভরতা দিতে পারলেন না তিনি। প্রথম ইনিংসে সেট হয়েও উইকেট দিয়ে আসেন চেতেশ্বর। দ্বিতীয় ইনিংসে তাঁকে দলের দরকার ছিল আরও বেশি করে। যদিও অদ্ভুতভাবে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি।
জয়ের জন্য ভারতের সামনে ১৪৫ রানের ছোটখাটো টার্গেট ঝুলিয়ে দেয় বাংলাদেশ। তবে মীরপুরের পিচে স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করা যে নিতান্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেটা বোঝা যায় তৃতীয় দিনের শেষবেলায়।
শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় ওভারেই লোকেশ রাহুলের উইকেট হারিয়ে বসে। শাকিব আল হাসানের বলে নুরুলের দস্তানায় ধরা পড়েন তিনি। তিন নম্বরে ব্যাট করতে এসে ক্রিজে খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি পূজারা। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৬ রান করে আউট হন।
পূজারা যেভাবে নিজের উইকেট দিয়ে আসেন, তাকে ব্রেনফেড বলা মোটেও ভুল হবে না। নিজের ভুলেই উইকেট খোয়ান চেতেশ্বর। অষ্টম ওভারে মেহেদি হাসানের প্রথম বল ক্রিজ ছেড়ে বেরিয়ে ডিফেন্স করার চেষ্টা করেন পূজারা। বলের লাইনে ব্যাট নিয়ে যেতে পারেননি তিনি। বল ব্যাটের কানায় লেগে প্যাড ছুঁয়ে মাটিতে ড্রপ করার পরে উইকেটকিপার নুরুলের দস্তানায় যায়। নুরুল বল ধরে স্টাম্পে লাগাতে সময় নষ্ট করেন।
ততক্ষণে পূজারার ক্রিজে ব্যাট ঠেকিয়ে দেওয়া উচিত ছিল। তবে ক্রিজের ভিতর ব্যাট নিয়ে গিয়েও থমকে যান তিনি। ব্যাট হাওয়ায় ভাসিয়ে রাখেন কয়েক মুহূর্তের জন্য। যেন ভুলেই গিয়েছিলেন যে, ব্যাট মাটিতে ঠেকাতে হবে। স্বাভাবিকভাবেই চেতেশ্বরও দেরিতে ব্যাট ঠেকান ক্রিজে। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় যে, পূজারা ক্রিজে ব্যাট ঠেকানোর আগেই স্টাম্প থেকে বেল ফেলে দিয়েছেন নুরুল। ফলে এ যাত্রায় আউট হয়ে সাজঘরে ফিরতে হয় পূজারাকে। ভারত দলগত ১২ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বসে।
মীরপুর টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত স্বস্তিতে নেই মোটেও। কেননা তারা ৪৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে। লোকেশ রাহুল ও চেতেশ্বর পূজারা ছাড়াও আউট হয়ে সাজঘরে ফিরেছেন শুভমন গিল ও বিরাট কোহলি। জয়ের জন্য শেষ ২ দিনে ভারতের দরকার ১০০ রান। হাতে রয়েছে ৬টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।