পার্টটাইমার হিসেবেও বল করতে দেখা যায় না। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হলেও প্রয়োজনে উইকেটকিপিং করতে দেখা যায় লোকেশ রাহুলকে। তা সত্ত্বেও তাঁকে একজন যথাযথ অল-রাউন্ডারের তকমা দিলেন সুনীল গাভাসকর।
মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে পন্ত না থাকায় উইকেটকিপিং করেন লোকেশ রাহুল। স্বাভাবিকভাবেই উইকেটকিপার হিসেবে কার্যকরীতা নিয়ে পন্তের সঙ্গে রাহুলকে সমান্তরালে রেখে চর্চা শুরু হয়ে যায়। পন্ত বনাম রাহুল আলোচনা প্রসঙ্গেই কিংবদন্তি গাভাসকর লোকেশকে অল-রাউন্ডার আখ্যা দেন।
Sony Sports-এর আলোচনায় সানি বলেন, ‘ধাওয়ান-রোহিত ওপেন করায় বেশিরভাগ সময়ে ও (লোকেশ রাহুল) ভারতের হয়ে ৫ নম্বরে ব্যাট করে। বিরাট কোহলি তিন নম্বরে ব্যাট করতে নামে (তাই টপ অর্ডারে জায়গা খালি নেই)। হয়ত ব্যাটিং অর্ডারের ওই জায়গাটাকেই সুনিশ্চিত করতে চাইছে রাহুল। এর ফলে প্রথম একাদশে আরও একটি বিকল্প খুলে যায় টিম ম্যানেজমেন্টের সামনে। যদি তোমার হাতে এমন কেউ থাকে, যে কিনা মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি কিপিং করতে পারে, তবে একজন বাড়তি বোলার খেলানোর সুযোগ থাকে।’
গাভাসকর আরও যোগ করেন, ‘আমি ওকে একজন অল-রাউন্ডার বলব, কেননা ও কিপিং করতে পারে, ওপেন করতে পারে এবং পাঁচ নম্বরেও ব্যাট করতে পারে। তাই আমার মতে লোকেশ রাহুল একজন যথার্থ অল-রাউন্ডার। তাছাড়া যে রকম অভিজ্ঞতা ও শট রয়েছে ওর হাতে, তাতে ৫-৬ নম্বরে যে ধরনের ফিনিশার তোমার দরকার, সেই ভূমিকা পালন করতে পারে রাহুল।’
আরও পড়ুন:- PAK vs ENG: অর্ডারি পিচ হাতে পাননি, ম্যাচ হেরে ক্ষোভ উগড়ে দিলেন বাবর আজম
অর্থাৎ, টপ ও মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি রাহুলের উইকেটকিপিং করার দক্ষতার জন্যই তাঁকে অল-রাউন্ডার হিসেবে বিবেচনা করছেন গাভাসকর। লোকেশ রাহুল কিপিং করলে বাড়তি বোলার খেলানোর সুযোগটাকেও গুরুত্ব দিচ্ছেন সানি।