বাংলা নিউজ > ময়দান > IND vs BAN: ২২ মাস পর স্বপ্নের প্রত্যাবর্তন- অশ্বিন, কুম্বলের নজির গুঁড়িয়ে ইতিহাস কুলদীপের

IND vs BAN: ২২ মাস পর স্বপ্নের প্রত্যাবর্তন- অশ্বিন, কুম্বলের নজির গুঁড়িয়ে ইতিহাস কুলদীপের

নয়া নজির গড়লেন কুলদীপ যাদব।

২২ মাসের মধ্যে এটি ছিল কুলদীপের প্রথম টেস্ট ম্যাচ। তিনি শেষ বার ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের হয়ে একটি টেস্ট খেলেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের এক ইনিংসে ৪০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েই ইতিহাস লিখেছেন কুলদীপ।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে একেবারে স্বপ্নের প্রত্যাবর্তন করেছেন কুলদীপ যাদব। সেই সঙ্গে বাংলাদেশে গিয়ে ভারতীয় স্পিনারদের মধ্যে সেরা পাফরম্যান্স করে নজির গড়ে ফেলেছেন তিনি। টপকে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলেকে।

বাঁ-হাতি রিস্ট স্পিনার চট্টগ্রামে প্রথম টেস্টের তৃতীয় দিনে ৪০ রানে ৫ উইকেট তুলে নিয়ে গড়ে ফেলেছেন নজির। বাংলাদেশকে ১৫০ রানে অলআউট করতে ভারতকে সাহায্য করেছেন তিনি। তাঁর জন্যই ভারত ২৫৪ রানের বিশাল লিড পেয়েছে। প্রথমে ব্যাট করে, ভারত ৪০৪ রান করেছিল। কুলদীপ টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোরও নথিভুক্ত করেছিলেন। দ্বিতীয় দিনে তাঁর ৪০ রানের হাত ধরে ভারত ৪০০ রানের গণ্ডি টপকায়।

ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/ind-vs-ban-live-score-all-updates-of-india-vs-bangladesh-2nd-test-day-three-at-zahur-ahmed-chowdhury-stadium-chattogram-31671158174084.html

২২ মাসের মধ্যে তাঁর এটি ছিল প্রথম টেস্ট ম্যাচ। তিনি শেষ বার ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের হয়ে একটি টেস্ট খেলেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে এক ইনিংসে ৫ উইকেট লাল-বলের ক্রিকেটে তাঁর তৃতীয় পাঁচ উইকেট। এর আগে তিনি অস্ট্রেলিয়ায় এবং ভারতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট করে নিয়েছিলেন। তবে এটি কুলদীপের ক্যারিয়ারের সেরা পরিসংখ্যানও।

রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলেকে পিছনে ফেলে বাংলাদেশের মাটিতে ভারতীয় স্পিনারদের মধ্যে সেরা পরিসংখ্যান নথিভুক্ত করেছেন। এর আগে রেকর্ডটি ছিল অশ্বিনের কাছে। তিনি ২০১৫ সালে ফতুল্লায় ৮৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন। ২০০৪ সালে বাংলাদেশের একই ভেন্যুতে কুম্বলের সেরা পরিসংখ্যান ছিল ৪/৫৫।

আরও পড়ুন: World Test Championship Final-এ যাওয়ার প্ল্যান ছকে ফেলেছে ভারত, প্রকাশ করলেন দ্রাবিড়

কুলদীপের আগে, মাত্র দুই ভারতীয় স্পিনার টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট নিয়েছেন - অশ্বিন এবং সুনীল জোশি। বাংলাদেশের মাটিতে সামগ্রিক ভাবে ভারতীয় বোলারদের মধ্যে সেরা পরিসংখ্যান জহির খানের। ২০০৭ সালে মিরপুরে ৭/৮৭ পরিসংখ্যান ছিল তাঁর।

তৃতীয় দিন বাংলাদেশ ৮ উইকেটে ১৩৩ রানে ব্যাট করা শুরু করেছিল। সেখান থেকে তারা ১৫০ রানে অলআউট হয়ে যায়। মেহেদি হাসান মিরাজ ২৫ করে আউট হন আর এবাদত হোসেন আউট হন ১৭ করে।

এ দিকে দ্বিতীয় দিনে মহম্মদ সিরাজও দুরন্ত ছন্দে ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। কুলদীপ এর পরে বৃহস্পতিবার শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান এবং তাইজুল হাসানের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে বড় ধাক্কা দেন। আর তৃতীয় দিন এবাদত হোসেনের উইকেট তুলে নিয়ে গড়ে ফেলেন নতুন নজির।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.