বাংলা নিউজ > ময়দান > IND-A vs BAN-A: একাই ৬ উইকেট নিয়ে বাংলাদেশ-এ দলকে গুটিয়ে দিলেন বাংলার মুকেশ
দ্বিতীয় সেশনের শুরুতেই আরও একটি উইকেট মুকেশের। ছবি- বিসিসিআই।

IND-A vs BAN-A: একাই ৬ উইকেট নিয়ে বাংলাদেশ-এ দলকে গুটিয়ে দিলেন বাংলার মুকেশ

India A vs Bangladesh A 2nd unofficial Test: ভারতের হয়ে মাঠে নেমেছেন চেতেশ্বর পূজারা, উমেশ যাদবের মতো তারকারা। পালটা ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের শেষে কোনও উইকেট হারায়নি।

চার দিনের প্রথম বেসরকারি টেস্টে অল্পের জন্য জয় তুলে নেওয়া হয়নি ভারতীয়-এ দলের। বাংলাদেশ-এ দল কোনও রকমে ম্যাচ ড্র করে। এবার সিলেটে দ্বিতীয় বেসরকারি টেস্টে মুখোমুখি ভারত ও বাংলাদেশের-এ দল। ভারতীয় দলের হয়ে এই ম্যাচে মাঠে নেমেছেন উমেশ যাদব, চেতেশ্বর পূজারার মতো প্রথমসারির তারকারা, যাঁরা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন। সেদিক থেকে পূজারাদের কাছে এটা টেস্ট সিরিজের স্টেজ রিহার্সাল হিসেবেই বিবেচিত হচ্ছে।

06 Dec 2022, 04:04:00 PM IST

প্রথম দিনের খেলা শেষ

যশস্বী জসওয়ালকে নিয়ে ওপেন করতে নামেন ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরন। প্রথম দিনের শেষে ভারতীয়-এ দল ৪ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১১ রান তোলে। ১৫ বলে ৮ রান করেন যশস্বী। মেরেছেন ২টি চার। ৯ বলে ৩ রান করে নট-আউট থাকেন ঈশ্বরন।

06 Dec 2022, 03:40:03 PM IST

বাংলাদেশ-এ অল-আউট

পরপর ২ বলে ২টি উইকেট নিলেন মুকেশ কুমার। ৮০.৫ ওভারে মুসফিকে বোল্ড করে বাংলাদেশের প্রথম ইনিংসে দাঁড়ি টেনে দেন বাংলার পেসার। বাংলাদেশ-এ দল প্রথম ইনিংসে ২৫২ রানে অল-আউট হয়ে যায়। মুকেশ ১৫.৫ ওভারে ৫টি মেডেন-সহ ৪০ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। ১৬ ওভার বল করে ৫৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন জয়ন্ত যাদব। উমেশ যাদব ১৬ ওভারে ৫৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। নভদীপ সাইনি, সৌরভ কুমার ও সরফরাজ খান কৃপণ বোলিং করেন বটে, তবে তাঁরা কোনও উইকেট নিতে পারেননি।

06 Dec 2022, 03:36:49 PM IST

৫ উইকেট মুকেশের

৮০.৪ ওভারে মুকেশ কুমারের বলে সরফরাজের হাতে ধরা পড়েন আশিকুর জামান। ১২ বলে ২১ রান করেন তিনি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। বাংলাদেশ ২৫২ রানে ৯ উইকেট হারায়। মুকেশ কুমার ৫ উইকেট দখল করেন। ব্যাট করতে নামেন মুসফিক হাসান।

06 Dec 2022, 03:23:15 PM IST

সুমনকে ফেরালেন জয়ন্ত

৭৭.১ ওভারে জয়ন্ত যাদবের বলে সুমন খানকে স্টাম্প-আউট করেন কেএস ভরত। ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ৪ রান করেন সুমন। বাংলাদেশ-এ দল ২৩১ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামে আশিকুর জামান।

06 Dec 2022, 03:21:25 PM IST

জাকেরকে ফেরালেন মুকেশ

৭৬.৪ ওভারে মুকেশ কুমারের বলে সরফরাজের হাতে ধরা পড়েন জাকের আলি। ১৪৯ বলে ৬২ রান করেন তিনি। মারেন ৬টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশ-এ দল ২৩১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হাসান মুরাদ। মুকেশ ১৪ ওভারে ৫টি মেডেন-সহ ৩৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

06 Dec 2022, 02:48:34 PM IST

শাহাদতকে ফেরালেন উমেশ

৭১.১ ওভারে উমেশ যাদবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শাহাদাত হোসেন। ১৩৮ বলে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। মারেন ৯টি চার ও ২টি ছক্কা। বাংলাদেশ-এ দল ২২৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুমন খান।

06 Dec 2022, 02:27:48 PM IST

২০০ টপকাল বাংলাদেশ

৬৭তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ-এ দল। তাদের স্কোর ৫ উইকেটে ২০৭ রান। শাহাদাত ৬৯ ও জাকের ৫৩ রানে ব্যাট করছেন।

06 Dec 2022, 02:11:34 PM IST

হাফ-সেঞ্চুরি জাকেরের

৬টি টার ও ১টি ছক্কার সাহায্যে ১২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জাকের আলি। ৬৩ ওভার শেষে বাংলাদেশ-এ দলের স্কোর ৫ উইকেটে ১৯১ রান। ১০১ বলে ৫৬ রান করেছেন শাহাদাত। মেরেছেন ৮টি চার ও ১টি ছক্কা। ১২২ বলে ৫০ রান করেছেন জাকের।

06 Dec 2022, 01:49:05 PM IST

শাহাদতের হাফ-সেঞ্চুরি

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শাহাদত হোসেন। ৫৭ ওভার শেষে বাংলাদেশ-এ দল তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৭২ রান সংগ্রহ করেছে। শাহাদাত ৫০ ও জাকের আলি ৩৮ রানে ব্যাট করছেন।

06 Dec 2022, 01:14:33 PM IST

দেড়শো টপকাল বাংলাদেশ

৫৪তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ-এ দল। তাদের স্কোর ৫ উইকেটে ১৫৫ রান। ৮০ বলে ৪৪ রান করেছেন শাহাদাত। মেরেছেন ৬টি চার ও ১টি ছয়। ৮৯ বলে ২৭ রান করেছেন জাকের। মেরেছেন ৪টি চার। ৫৪ ওভারের খেলার শেষের চায়ের বিরতিতে যায় দু'দল। সুতরাং, দ্বিতীয় সেশনে ২টি উইকেট নেয় ভারত।

06 Dec 2022, 12:57:41 PM IST

৫০ রানের পার্টনারশিপ

ষষ্ঠ উইকেটের জুটিতে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন শাহাদত ও জাকের। ৫০ ওভার শেষে বাংলাদেশ-এ দলের স্কোর ৫ উইকেট ১৪৪ রান। ৭৪ বলে ২৬ রান করেছেন জাকের আলি। মেরেছেন ৪টি চার। ৭১ বলে ৩৪ রান করেছেন শাহাদত। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা।

06 Dec 2022, 12:21:50 PM IST

৪০ ওভারের খেলা শেষ

৪০ ওভার শেষে বাংলাদেশ-এ দলের স্কোর ৫ উইকেটে ১১২ রান। ৪৯ বলে ১৬ রান করেছেন জাকের আলি। মেরেছেন ২টি চার। ৩৬ বলে ১২ রান করেছেন শাহাদত।

06 Dec 2022, 11:46:24 AM IST

১০০ টপকাল বাংলাদেশ

৩২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ-এ দল। তাদের স্কোর ৫ উইকেটে ১০২ রান। জাকের আলি ২৩ বলে ১১ রান করেছেন। মেরেছেন ২টি চার। ১৪ বলে ৭ রান করেছেন শাহাদত। মেরেছেন ১টি চার।

06 Dec 2022, 11:25:05 AM IST

জাকির হাসান আউট

২৭.১ ওভারে মুকেশ কুমারের বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন জাকির হাসান। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি। ৯টি বাউন্ডারির সাহায্যে ৬৭ বলে ৪৬ রান করে মাঠ ছাড়েন জাকির। বাংলাদেশ-এ দল ৮৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জাকের আলি। ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮৯ রান। মুকেশ ৮ ওভারে ৩টি মেডেন-সহ ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

06 Dec 2022, 11:21:11 AM IST

মিঠুনকে ফেরালেন মুকেশ

লাঞ্চের পরে দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়া মাত্রই মহম্মদ মিঠুনের উইকেট তুলে নেন মুকেশ কুমার। ২৫.১ ওভারে সরফরাজের হাতে ধরা দেন মিঠুন। ৭ বলে চার মাকেন করেন তিনি। বাংলাদেশ ৮৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাহাদত হোসেন।

06 Dec 2022, 10:45:13 AM IST

লাঞ্চের বিরতি

প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশ-এ দল তাদের প্রথম ইনিংসে ২৫ ওভার ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ৮৩ রান সংগ্রহ করেছে। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন জাকির হাসান। তিনি ৯টি বাউন্ডারির সাহায্য়ে ৬৩ বলে ৪৫ রান করেছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৪ রান করেছেন মহম্মদ মিঠুন। জয়ন্ত যাদব ৪ ওভারে ১০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

06 Dec 2022, 10:28:53 AM IST

মোমিনুলকে ফেরালেন জয়ন্ত

২২.৪ ওভারে জয়ন্ত যাদবের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মোমিনুল হক। ২৪ বলে ১৫ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশ-এ দল ৭৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ মিঠুন।

06 Dec 2022, 10:08:40 AM IST

৫০ টপকাল বাংলাদেশ-এ দল

১৯তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ-এ দল। তাদের স্কোর ২ উইকেটে ৫২ রান। ৪২ বলে ২৮ রান করেছেন জাকির হাসান। মেরেছেন ৬টি চার। ১৫ বলে ৫ রান করেছেন মোমিনুল।

06 Dec 2022, 09:57:10 AM IST

মাহমুদুলকে ফেরালেন মুকেশ কুমার

১৪.৬ ওভারে মুকেশ কুমারের বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন মাহমুদুল হাসান জয়। ৪৫ বলে ১২ রান করেন তিনি। মারেন ২টি চার। বাংলাদেশ-এ দল ৩৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মোমিনুল হক। উমেশ ৫ ওভারে ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। মুকেশ ৪ ওভারে ৯ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন।

06 Dec 2022, 09:39:52 AM IST

পরিস্থিতি সামলাচ্ছেন জাকিররা

১৩ ওভার শেষে বাংলাদেশ-এ দলের স্কোর ১ উইকেটে ২৭ রান। জাকির হাসান ২৯ বলে ১১ রান করেছেন। মেরেছেন ২টি চার। ৩৭ বলে ১১ রান করেছেন মাহমুদুল। তিনিও ২টি চার মেরেছেন।

06 Dec 2022, 09:27:38 AM IST

শুরুতেই সাফল্য উমেশের

২.১ ওভারে উমেশ যাদবের বলে সরফরাজের হাতে ধরা পড়েন বাংলাদেশ ওপেনার শাদমান ইসলাম। ১২ বলে ৪ রান করেন তিনি। বাংলাদেশ-এ দল ৪ রানে ১ উইকেট হারায়। জাকির হাসানের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন মাহমুদুল হাসান জয়।

06 Dec 2022, 09:27:38 AM IST

ভারতীয়-এ দলের প্রথম একাদশ

অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, চেতেশ্বর পূজারা, যশ ধুল, সরফরাজ খান, কেএস ভরত (উইকেটকিপার), জয়ন্ত যাদব, সৌরভ কুমার, উমেশ যাদব, নভদীপ সাইনি ও মুকেশ কুমার।

06 Dec 2022, 09:27:39 AM IST

টস জিতল ভারত

বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে চার দিনের দ্বিতীয় বেসরকারি টেস্টে টস জেতে ভারতীয়-এ দল। ভারতের ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরন টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ-এ দলকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.