বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে চার দিনের প্রথম বেসরকারি টেস্টে মাত্র ১ উইকেটের জন্য জয় তুলে নেওয়া হয়নি ভারতীয়-এ দলের। এবার সিলেটে দ্বিতীয় বেসরকারি টেস্টে জাঁকিয়ে বসেছেন অভিমন্যু ঈশ্বরনরা। বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে দিয়ে ভারতীয় দল প্রথম ইনিংস বিশাল লিড নিয়েছে। উল্লেখ্য, ভারতীয়-এ দলের হয়ে এই ম্যাচে মাঠে নেমেছেন উমেশ যাদব, চেতেশ্বর পূজারার মতো প্রথমসারির তারকারা।
শেষ দিনে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশ-এ দলের সামনে
ইনিংস হার বাঁচাতে বাংলাদেশ-এ দলের দরকার এখনও ২৬১ রান। অন্যদিকে ম্যাচ জিততে শেষ দিনে প্রাথমিকভাবে বাংলাদেশের ৮টি উইকেট তুলে নিতে হবে ভারতীয়-এ দলকে। সুতরাং, শেষ দিনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে বাংলাদেশ-এ দলের সামনে।
তৃতীয় দিনের খেলা শেষ
বাংলাদেশ-এ দলের ২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৫৬২ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। ৩১০ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে বাংলাদেশ-এ দল। তারা তৃতীয় দিনের খেলা শেষ করে ৩০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৪৯ রান তুলে। ৭৮ বলে ২২ রান করে নট-আউট থাকেন শাদমান ইসলাম। তিনি ৪টি চার মারেন। ১৯ বলে ৪ রান করে অপরাজিত থাকেন মোমিনুল হক।
মাহমুদুলকে ফেরালেন সৌরভ
২৪.৬ ওভারে সৌরভ কুমারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মাহমুদুল হাসান জয়। ৬৬ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলাদেশ-এ দল দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মোমিনুল হক।
ভিত গড়ছেন মাহমদুলরা
২১ ওভার শেষে বাংলাদেশ-এ দল তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৪০ রান তুলেছে। ৫৪ বলে ১০ রান করেছেন মাহমুদুল। ৫৫ বল ১৭ রান করেছেন শাদমান।
টাইট বোলিং মুকেশের
৩ ওভার বল করে ২টি মেডেন-সহ মাত্র ১ রান খরচ করেন মুকেশ কুমার। বাংলাদেশ-এ দল দ্বিতীয় ইনিংসে ১৫ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৩১ রান তুলেছে। শাদমান ১৩ ও মাহমুদুল ৫ রানে ব্যাট করছেন।
ধাক্কা সামলাচ্ছেন শাদমানরা
১১ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ-এ দলের স্কোর ১ উইকেটে ৩০ রান। ২২ বলে ৪ রান করেছেন মাহমুদুল হাসান জয়। ২৭ বলে ১৩ রান করেছেন শাদমান।
জাকির হাসান আউট
দ্বিতীয় ইনিংসের শুরুতেই বাংলাদেশ শিবিরে ধাক্কা দিলেন উমেশ যাদব। ৪.৩ ওভারে উমেশের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জাকির হাসান। ১৭ বলে ১২ রান করেন জাকির। মারেন ২টি চার। বাংলাদেশ-এ দল দ্বিতীয় ইনিংসে ১২ রানের মাথায় ১ উইকেট হারায়। শাদমানের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন মাহমুদুল হাসান জয়।
চায়ের বিরতিতে ব্যাট ছাড়ল ভারতীয়-এ দল
তৃতীয় দিনের চায়ের বিরতিতে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। বাংলাদেশ-এ দলের ২৫২ রানের জবাবে ভারতীয়-এ দল প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৫৬২ রান তোলে। তারা সাকুল্যে ১৪৭.১ ওভার ব্যাট করে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ৩১০ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থাকে ভারত। নভদীপ সাইনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৮ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ২৩ রান করে নট-আউট থাকেন মুকেশ কুমার।
৫৫০ টপকাল ভারতীয়-এ দল
১৪৬তম ওভারে দলগত ৫৫০ রানের গণ্ডি টপকে যায় ভারতীয়-এ দল। প্রথম ইনিংসে ভারতীয় দলের সংগ্রহ ৯ উইকেটে ৫৫৮ রান। ৬৫ বলে ৪৭ রান করেছেন নভদীপ সাইনি। ৩১ বলে ২২ রান করেছেন মুকেশ কুমার।
ব্যাট চালাচ্ছেন দুই টেল-এন্ডার
১৪০ ওভারে ভারতীয়-এ দলের স্কোর ৯ উইকেটে ৫৩১ রান। ৪৪ বলে ২৯ রান করেছেন নভদীপ সাইনি। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১৬ বলে ১৩ রান করেছেন মুকেশ কুমার। তিনি ২টি চার মেরেছেন।
৫০০ টপকাল ভারতীয়-এ দল
১৩৬তম ওভারে প্রথম ইনিংসে দলগত ৫০০ রানের গণ্ডি টপকে যায় ভারতীয়-এ দল। নভদীপ সাইনি ১৩ ও মুকেশ কুমার ৩ রানে ব্যাট করছেন।
জয়ন্ত যাদব আউট
১৩৩.২ ওভারে হাসান মুরাদের বলে শাদমানের হাতে ধরা পড়েন জয়ন্ত যাদব। ১৫০ বলে ৮৩ রান করেন তিনি। মারেন ১০টি চার। ভারতীয়-এ দল ৪৯৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুকেশ কুমার।
শতরানের দিকে এগচ্ছেন জয়ন্ত
১৩০ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ৮ উইকেটে ৪৭৯ রান। জয়ন্ত যাদব ৭২ রানে ব্যাট করছেন। ১ রান করেছেন নভদীপ সাইনি।
উমেশ যাদব আউট
১২৫.১ ওভারে হাসান মুরাদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন উমেশ যাদব। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ১৮ রান করেন তিনি। ভারতীয়-এ দল ৪৭৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নভদীপ সাইনি। জয়ন্ত যাদব ৬৯ রানে ব্যাট করছেন।
৪৫০ ছুঁল ভারত
১১৯ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ৭ উইকেটে ৪৫০ রান। ১০৭ বলে ৫৫ রান করেছেন জয়ন্ত যাদব। ২২ বলে ৭ রান করেছেন উমেশ যাদব।
লাঞ্চে ৭ উইকেট হারিয়েছে ভারত
বাংলাদেশ-এ দলের ২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের লাঞ্চে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৪৪৩ রান তুলেছে। অর্থাৎ, এখনই ভারতীয় দলের হাতে লিড রয়েছে ১৯১ রানের। ৬টি বাউন্ডারির সাহায্যে ১০১ বলে ৫৩ রান করেছেন জয়ন্ত যাদব। ১০ বলে ২ রান করেছেন উমেশ যাদব।
সৌরভ কুমার আউট
১১৩.৫ ওভারে হাসান মুরাদের বলে জাকের আলির হাতে ধরা পড়েন সৌরভ কুমার। ৩৯ বলে ৫৫ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ২টি ছক্কা। ভারতীয়-এ দল ৪৩৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমেশ যাদব।
সৌরভের ঝোড়ো হাফ-সেঞ্চুরি
১১৩তম ওভারে মহম্মদ মিঠুনের বলে ১টি ছক্কা ও ২টি চার মারেন সৌরভ কুমার। তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ভারতীয়-এ দলের স্কোর ৬ উইকেটে ৪৩৮ রান। সৌরভ ৫৫ ও জয়ন্ত ৫০ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি জয়ন্তের
৬টি বাউন্ডারির সাহায্যে ৯৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূ৪ণ করেন জয়ন্ত যাদব। ভারতীয়-এ দল ১১২ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৪২৪ রান তুলেছে। জয়ন্ত ৫০ ও সৌরভ ৪১ রানে ব্যাট করছেন।
৪০০ টপকাল ভারতীয়-এ দল
১০৭তম ওভারে প্রথম ইনিংসে দলগত ৪০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারতীয়-এ দল। তাদের স্কোর ৬ উইকেটে ৪০০ রান। ৭৩ বলে ৩৯ রান করেছেন জয়ন্ত যাদব। মেরেছেন ৫টি চার। ২৩ বলে ২৮ রান করেছেন সৌরভ কুমার। মেরেছেন ৪টি চার।
১০০ ওভার ব্যাট করল ভারত
প্রথম ইনিংসে ১০০ ওভার ব্যাট করে ভারত ৬ উইকেটের বিনিময়ে ৩৭৯ রান সংগ্রহ করেছে। ১২ বলে ২০ রান করেছেন সৌরভ কুমার।
অভিমন্যু ঈশ্বরন আউট
৯৫.১ ওভারে মুসফিক হাসানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অভিমন্যু ঈশ্বরন। ২৪৮ বলে ১৫৭ রান করেন ঈশ্বরন। মারেন ১৪টি চার ও ২টি ছক্কা। ভারতীয়-এ দল ৩৫৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সৌরভ কুমার। তিনি মাঠে নেমেই জোড়া বাউন্ডারি মারেন। ৯৬ ওভারে ভারতীয়-এ দল ৬ উইকেটের বিনিময়ে ৩৬১ রান তুলেছে।
৩৫০ ছুঁল ভারতীয়-এ দল
৯৪ ওভার শেষে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৫০ রান তুলেছে। ক্যাপ্টেন ঈশ্বরন ১৫৫ রান করেছেন। ১৯ রানে ব্যাট করছেন জয়ন্ত যাদব।
দেড়শো টপকালেন ঈশ্বরন
৯২.৩ ওভারে সুমন খানের বলে চার মেরে ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডি টপকে যান অভিমন্যু ঈশ্বরন। ৯৩ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ৫ উইকেটে ৩৪৭ রান। অভিমন্যু ২৪০ বলে ১৫৪ রান করেছেন। তিনি ১৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন। জয়ন্ত যাদব ২০ বলে ১৭ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন।
দ্বিতীয় দিনের স্কোর
বাংলাদেশ-এ দলের ২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৩২৪ রান তোলে। তারা সাকুল্যে ৯০ ওভার ব্যাট করে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ভারতীয়-এ দল এগিয়ে থাকে ৭২ রানে। ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩১ বলে ১৪৪ রান করে নট-আউট থাকেন অভিমন্যু ঈশ্বরন।
প্রথম দিনের স্কোর
টস হেরে শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশ-এ দলকে প্রথম ইনিংসে ২৫২ রানে অল-আউট করে দেয় ভারতীয়-এ দল। ৬ উইকেট দখল করেন মুকেশ কুমার। পালটা ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারত ৪ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১১ রান তোলে। যশস্বী জসওয়াল ৮ ও অভিমন্যু ঈশ্বরন ৩ রান করে নট-আউট থাকেন।