চার দিনের প্রথম বেসরকারি টেস্টে মাত্র ১ উইকেটের জন্য জয় তুলে নেওয়া হয়নি ভারতীয়-এ দলের। বাংলাদেশ-এ দল কোনও রকমে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে। এবার সিলেটে দ্বিতীয় বেসরকারি টেস্টে মুখোমুখি ভারত ও বাংলাদেশের-এ দল। ভারতীয় দলের হয়ে এই ম্যাচে মাঠে নেমেছেন উমেশ যাদব, চেতেশ্বর পূজারার মতো প্রথমসারির তারকারা, যাঁরা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন। সেদিক থেকে পূজারাদের কাছে এটা টেস্ট সিরিজের স্টেজ রিহার্সাল হিসেবেই বিবেচিত হচ্ছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে দিয়ে পালটা ব্যাট করছেন অভিমন্যু ঈশ্বরনরা। ইতিমধ্যেই প্রথম ইনিংসের নিরিখে বাংলাদেশ-এ দলকে ছাপিয়ে গিয়েছে ভারতীয়-এ দল।
দ্বিতীয় দিনের খেলা শেষ
বাংলাদেশ-এ দলের ২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৩২৪ রান তোলে। তারা সাকুল্যে ৯০ ওভার ব্যাট করে। সুতরাং, এখনই প্রথম ইনিংসের নিরিখে ভারতীয়-এ দল এগিয়ে রয়েছে ৭২ রানে। তাদের হাতে রয়েছে ৫টি উইকেট। ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩১ বলে ১৪৪ রান করে নট-আউট থাকেন অভিমন্যু ঈশ্বরন। ১১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন জয়ন্ত যাদব।
কেএস ভরত আউট
৮৫তম ওভারে দলগত ৩০০ রানের গণ্ডি টপকে যায় ভারতীয়-এ দল। ৮৬.৬ ওভারে সুমন খানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কেএস ভরত। ১৩২ বলে ৭৭ রান করেন তিনি। মারেন ১০টি চার। ভারত ৩১১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জয়ন্ত যাদব। ৮৮ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ৫ উইকেটে ৩১৮ রান। অভিমন্যু ঈশ্বরন ১৪২ রানে ব্যাট করছেন। ২২৮ বলের ইনিংসে তিনি ১৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন।
হাফ-সেঞ্চুরি ভরতের
৬টি বাউন্ডারির সাহায্যে ৯৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কেএস ভরত। ৭৭ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ৪ উইকেটে ২৫৮ রান। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ৬ রানের লিড হাতে রয়েছে ভারতীয়-এ দলের। ঈশ্বরন ১০৮ ও ভরত ৫১ রানে ব্যাট করছেন।
ঈশ্বরনের শতরান
ভারতীয়-এ দলকে নেতৃত্ব দিতে নেমে টানা ২টি ম্যাচে শতরান করলেন অভিমন্যু ঈশ্বরন। বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন অভিমন্যু। এবার সিরিজের দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে তিনি ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮৪ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ৭৫ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ৪ উইকেটে ২৫১ রান। ঈশ্বরন ১০৭ ও কেএস ভরত ৪৬ রানে ব্যাট করছেন।
২০০ টপকাল ভারতীয়-এ দল
৬৬তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে গেল ভারতীয়-এ দল। ভারতের স্কোর ৪ উইকেটে ২০৩ রান। ঈশ্বরন ১৭১ বলে ৮৮ রানে ব্যাট করছেন। ৫৩ বলে ১৮ রান করেছেন কেএস ভরত।
২০০-র দোরগোড়ায় ভারতীয়-এ দল
৬০ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ৪ উইকেটে ১৯৩ রান। ১৬০ বলে ৮৭ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ১০টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩৪ বলে ১৪ রান করেছেন কেএস ভরত।
চায়ের বিরতি
দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে ৫৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছে। অভিমন্যু ৮০ ও কেএস ভরত ১২ রানে ব্যাট করছেন।
সরফরাজ আউট
৫১.১ ওভারে সুমন খানের বলে জাকিরের দস্তানায় ধরা পড়েন সরফরাজ খান। ২ বল খেলে খাতা খুলতে পারেননি সরফরাজ। ১৬০ রানে ৪ উইকেট হারায় ভারতীয়-এ দল। ব্যাট করতে নামেন কেএস ভরত। ৫৫ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ৪ উইকেটে ১৮৪ রান। ঈশ্বরন ১৫০ বলে ৮০ রান করেছেন। মেরেছেন ৯টি চার ও ১টি ছক্কা। ১৪ বলে ১২ রান করেছেন কেএস ভরত। তিনি ২টি চার মেরেছেন।
যশ ধুল আউট
ইনিংসের ৫০তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারতীয়-এ দল। ৫০.১ ওভারে মুসফিক হাসানের বলে জাকিরের দস্তানায় ধরা পড়েন যশ ধুল। ২৩ বলে ১৭ রান করেন যশ। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ভারতীয়-এ দল ১৫৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সরফরাজ খান। ঈশ্বরন ৭০ রানে ব্যাট করছেন।
চেতেশ্বর পূজারা আউট
৪৫.২ ওভারে মোমিনুল হকের বলে জাকির হাসানের হাতে ধরা পড়েন চেতেশ্বর পূজারা। ৭টি বাউন্ডারির সাহায্যে ১২৪ বলে ৫২ রান করেন তিনি। ভারতীয়-এ দল ১৩৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যশ ধুল।
হাফ-সেঞ্চুরি পূজারার
৭টি বাউন্ডারির সাহায্যে ১২২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন চেতেশ্বর পূজারা। ৪৫ ওভার শেষে ভারতীয়-এ দলের সংগ্রহ ১ উইকেটে ১৩৬ রান। পূজারা ৫০ ও ঈশ্বরন ৬৮ রানে ব্যাট করছেন। ঈশ্বরন ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
হাফ-সেঞ্চুরি অভিমন্যুর
৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অভিমন্যু ঈশ্বরন। ৪০ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ১ উইকেটে ১১৫ রান। অভিমন্যু ৫০ ও পূজারা ৪৭ রানে ব্যাট করছেন।
১০০ ছুঁল ভারতীয়-এ দল
৩৭ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ১ উইকেটে ১০০ রান। ১০১ বলে ৪১ রান করেছেন চেতেশ্বর পূজারা। মেরেছেন ৬টি চার। ১০৪ বলে ৪২ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
মধ্যাহ্নভোজের বিরতি
প্রথম ইনিংসে বাংলাদেশ-এ দলের ২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল দ্বিতীয় দিনের লাঞ্চে ৩১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮৬ রান তুলেছে। ৮৫ বলে ৩২ রান করেছেন চেতেশ্বর পূজারা। তিনি ৪টি চার মেরেছেন। ৮৪ বলে ৩৭ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
৩০ ওভারের খেলা শেষ
৩০ ওভার শেষে ভারতীয়-এ দলের স্কোর ১ উইকেটে ৮৫ রান। অভিমন্যু ঈশ্বরন ৩৬ ও চেতেশ্বর পূজারা ৩২ রানে ব্যাট করছেন।
জমাট ব্যাটিং ভারতের
২৫ ওভার শেষে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৬৫ রান সংগ্রহ করেছে। ৭২ বলে ৩১ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ১৮ রান করেছেন চেতেশ্বর পূজারা।
৫০ ছুঁল ভারত
১৯তম ওভারে প্রথম ইনিংসে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারতীয়-এ দল। ১৯ ওভার শেষে তাদের স্কোর ১ উইকেটে ৫০ রান। পূজারা ৪৭ বলে ১৬ রান করেছেন। মেরেছেন ১টি চার। ৫০ বলে ১৮ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনিও ১টি মাত্র চার মেরেছেন।
ভিত গড়ছেন অভিমন্যু-পূজারা
১৫ ওভার শেষে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৪২ রান সংগ্রহ করেছে। ৪০ বলে ১৫ রান করেছেন অভিমন্যু। ৩৩ বলে ১১ রান করেছেন পূজারা।
শুরুতেই যশস্বী আউট
৫.২ ওভারে মুসফিক হাসানের বলে শাহাদাত হোসেনের হাতে ধরা পড়েন যশস্বী জসওয়াল। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১২ রান করে মাঠ ছাড়েন জসওয়াল। ভারত দলগত ১৯ রানের মাথায় ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতেশ্বর পূজারা।
প্রথম দিনের স্কোর
টস হেরে শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশ-এ দলকে প্রথম ইনিংসে ২৫২ রানে অল-আউট করে দেয় ভারতীয়-এ দল। ৬ উইকেট দখল করেন মুকেশ কুমার। পালটা ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারত ৪ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১১ রান তোলে। যশস্বী জসওয়াল ৮ ও অভিমন্যু ঈশ্বরন ৩ রান করে নট-আউট থাকেন।